ক্রীড়া ডেস্ক
অলরাউন্ডার সাকিব আল হাসানের দেখা মিলছে না অনেক দিন ধরেই। ব্যাটিং-বোলিং কোনো একটিতে ভালো করলেও অপর বিভাগে তাঁর পারফরম্যান্স আশানুরূপ হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)—সব জায়গায় দেখা যাচ্ছে একই চিত্র।
এমএলসিতে এবার সাকিব খেলছেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়েছেন সাকিব। সেখানে আজ একই মাঠে ব্যাটিংটা তুলনামূলক ভালো হয়েছে ঠিকই, তবে বোলিংটা করেছেন যাচ্ছেতাই। সানফ্রানসিস্কো ইউনিকর্নসের বিপক্ষে সাকিব করেছেন ২৬ বলে ৩৫ রান। মেরেছেন ৬ চার। বোলিংয়ে ২ ওভারে খরচ করেন ২৭ রান। কোনো উইকেট পাননি তিনি। সানফ্রানসিস্কোর ব্যাটাররা তাঁকে যে বেধড়ক পিটুনি দিয়েছেন, সেটা তাঁর ইকোনমিতেই স্পষ্ট। ডট দিয়েছেন ৪টি। হজম করেছেন ৩ ছক্কা ও ১ চার।
ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে ছক্কার হ্যাটট্রিক করেছেন ফিন অ্যালেন। অ্যালেনের ছক্কাগুলো সীমানা ছেড়ে অনেক দূরে গিয়ে আছড়ে পড়েছে।
সাকিবের এমন পারফরম্যান্সের দিনে হেরেছে তাঁর দল লস অ্যাঞ্জেলেস। ১৬৬ রান তাড়া করতে নেমে ১৫.২ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান করেছে সানফ্রানসিস্কো। ৩৭ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ফিন অ্যালেন হয়েছেন ম্যাচ-সেরা। এমন দাপুটে জয়ে +২.৫৭৬ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সানফ্রানসিস্কো।এমন বিশাল পরাজয়ের প্রভাব পড়েছে লস অ্যাঞ্জেলেসেরও। সাকিবদের নেট রানরেট -০.৭৬৮ এবং তাঁরা অবস্থান করছেন ৪ নম্বরে।
টস জিতে সানফ্রানসিস্কো অধিনায়ক কোরি অ্যান্ডারসন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ করেছে লস অ্যাঞ্জেলেস। ২৫ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের সর্বোচ্চ স্কোরার আন্দ্রে রাসেল। মেরেছেন ২ চার ও ৩ ছক্কা। হারিস রউফ ও ব্রাউডি ক্রাউচ নিয়েছেন ২টি করে উইকেট। দুজনেই ৪ ওভারের কোটা পূর্ণ করেছেন। রউফ দিয়েছেন ৩৮ রান এবং ক্রাউচ খরচ করেন ২৪ রান।
অলরাউন্ডার সাকিব আল হাসানের দেখা মিলছে না অনেক দিন ধরেই। ব্যাটিং-বোলিং কোনো একটিতে ভালো করলেও অপর বিভাগে তাঁর পারফরম্যান্স আশানুরূপ হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)—সব জায়গায় দেখা যাচ্ছে একই চিত্র।
এমএলসিতে এবার সাকিব খেলছেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়েছেন সাকিব। সেখানে আজ একই মাঠে ব্যাটিংটা তুলনামূলক ভালো হয়েছে ঠিকই, তবে বোলিংটা করেছেন যাচ্ছেতাই। সানফ্রানসিস্কো ইউনিকর্নসের বিপক্ষে সাকিব করেছেন ২৬ বলে ৩৫ রান। মেরেছেন ৬ চার। বোলিংয়ে ২ ওভারে খরচ করেন ২৭ রান। কোনো উইকেট পাননি তিনি। সানফ্রানসিস্কোর ব্যাটাররা তাঁকে যে বেধড়ক পিটুনি দিয়েছেন, সেটা তাঁর ইকোনমিতেই স্পষ্ট। ডট দিয়েছেন ৪টি। হজম করেছেন ৩ ছক্কা ও ১ চার।
ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে ছক্কার হ্যাটট্রিক করেছেন ফিন অ্যালেন। অ্যালেনের ছক্কাগুলো সীমানা ছেড়ে অনেক দূরে গিয়ে আছড়ে পড়েছে।
সাকিবের এমন পারফরম্যান্সের দিনে হেরেছে তাঁর দল লস অ্যাঞ্জেলেস। ১৬৬ রান তাড়া করতে নেমে ১৫.২ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান করেছে সানফ্রানসিস্কো। ৩৭ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ফিন অ্যালেন হয়েছেন ম্যাচ-সেরা। এমন দাপুটে জয়ে +২.৫৭৬ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সানফ্রানসিস্কো।এমন বিশাল পরাজয়ের প্রভাব পড়েছে লস অ্যাঞ্জেলেসেরও। সাকিবদের নেট রানরেট -০.৭৬৮ এবং তাঁরা অবস্থান করছেন ৪ নম্বরে।
টস জিতে সানফ্রানসিস্কো অধিনায়ক কোরি অ্যান্ডারসন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ করেছে লস অ্যাঞ্জেলেস। ২৫ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের সর্বোচ্চ স্কোরার আন্দ্রে রাসেল। মেরেছেন ২ চার ও ৩ ছক্কা। হারিস রউফ ও ব্রাউডি ক্রাউচ নিয়েছেন ২টি করে উইকেট। দুজনেই ৪ ওভারের কোটা পূর্ণ করেছেন। রউফ দিয়েছেন ৩৮ রান এবং ক্রাউচ খরচ করেন ২৪ রান।
বল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
১ ঘণ্টা আগেকষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
৩ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
৫ ঘণ্টা আগেপ্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুল কায়েস দিয়েছিলেন কদিন আগেই। মিরপুর শেরেবাংলায় আজ শেষ হলো তাঁর ১৭ বছরের লাল বলের ক্রিকেট অধ্যায়। বাংলাদেশের বাঁহাতি ক্রিকেটারের মতে, সময় থাকতে অবসর নেওয়া উচিত।
৬ ঘণ্টা আগে