৭১ বছরের পুরোনো রেকর্ড নিজের করে নিলেন জয়সুরিয়া

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ১৪: ২৮
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৭: ০৪

টেস্টে অভিষেক হওয়ার পর থেকেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন প্রবাথ জয়সুরিয়া। গলে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভাঙলেন ৭১ বছরের পুরনো এক রেকর্ড। 

গল টেস্টে নিজের টেস্ট ক্যারিয়ারের সপ্তম ম্যাচ খেলছেন জয়সুরিয়া। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। আর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে ‘ফিফটি’ পূর্ণ করলেন। টেস্টে স্পিনারদের মধ্যে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড করলেন শ্রীলঙ্কার এই বাঁহাতি স্পিনার। তার আগে এই রেকর্ড ছিল আলফ ভ্যালেন্টাইনের। ১৯৫১ এর ৩১ ডিসেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ৮ম টেস্টে ৫০ উইকেট নিয়েছেন ভ্যালেন্টাইন। 

সব মিলিয়ে টেস্টে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন চার্লি টার্নার। ৬ টেস্টে উইকেটের ‘ফিফটি’ পূর্ণ করেন টার্নার। ১৮৮৮ এর ৩০ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে এই কীর্তি গড়েন অস্ট্রেলিয়ার এই পেসার। ৭ টেস্টে ৫০ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় জয়সুরিয়া। জয়সুরিয়া, ভারনন ফিলান্ডার, টম রিচার্ডসন-ক্যারিয়ারের সপ্তম টেস্টে ৫০ তম উইকেট নিয়েছেন। 

টেস্টে দ্রুততম ৫০ উইকেট নেওয়া সেরা বোলার:  
চার্লি টার্নার (অস্ট্রেলিয়া): ৬ ম্যাচ; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ১৮৮৮  
টম রিচার্ডসন (ইংল্যান্ড): ৭ ম্যাচ; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ১৮৯৬  
প্রবাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা): ৭ ম্যাচ; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ২০২৩  
ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা): ৭ ম্যাচ; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ২০১২  
ফ্রেড স্পোফোর্থ (অস্ট্রেলিয়া): ৮ ম্যাচ; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ১৮৮৩  
আলফ ভ্যালেন্টাইন (ওয়েস্ট ইন্ডিজ): ৮ ম্যাচ; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ১৯৫১

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত