নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। এরপর লম্বা সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে টেস্ট দলের ক্রিকেটাররা। এরমধ্যে আগামী নভেম্বরের শেষ দিকে পূর্নাঙ্গ সফরে বাংলাদেশে আসছে ভারত। এই সফরের আগে নিজেদের বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছেন মুমিনুল হকরা।
বাংলাদেশ 'এ' দলের হয়ে ভারত সফর মুমিনুলদের এই সুযোগ করে দিচ্ছে। ভারতের রঞ্জি দল তামিলনাড়ুর বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলবেন তাঁরা। ভারত সিরিজের আগে মুমিনুল-সাদমান ইসলামদের ছন্দে ফিরতে এই সফরের দিকে তাকিয়ে হাবিবুল বাশার সুমন। ভারত সফরে 'এ' দলের সঙ্গী হবেন বিসিবির এই নির্বাচক।
এই সফরে বিশেষ করে মুমিনুলের কাছে চাওয়া কী থাকবে, সেই প্রশ্নে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সুমন বলেন, 'এটা শুধু মুমিনুল না। আপনি যদি আমাদের দলটা দেখেন, এই দলটা আমাদের টেস্ট দলেরই প্রতিফলন। মুমিনুল অনেক দিন ধরে টেস্ট খেলছে, আমরা সবাই তার সামর্থ্য সম্পর্কে জানি। ওর কাছে যদি কিছু চাওয়া থাকে, আস্থা ফিরে পাওয়া। এটা অবশ্যই ওর জন্য দারুণ সুযোগ।'
তামিলনাড়ু দল শক্তিশালী জানিয়ে সুমন আরও বলেন, 'তামিলনাড়ু রাজ্য দলটা বেশ শক্তিশালী একটা দল। ভারত সিরিজের আগে এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ। আমরা চাইব, মুমিনুল যেন ছন্দে ফিরে আসে। একই সঙ্গে সাদমান-সাইফ ওরা কিন্তু বেশি টেস্ট খেলেনি, তাদের জন্য সফরটা আরও বেশি গুরুত্বপূর্ণ। ভালো প্রতিপক্ষের সঙ্গে খেললে নিজের খেলাটা বোঝা যায়। আমি মনে করি, সফরটা আমাদের জন্য খুব কাজে দেবে। যেহেতু সর্বশেষ সিরিজের (টেস্ট সিরিজ) পর একটা বিরতি পড়েছে।'
আন্তর্জাতিক ক্রিকেটে এখন বেশ ব্যস্ত সূচি বাংলাদেশের। এ জন্য ক্রিকেটাররা নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করার সুযোগ কম পাচ্ছেন। এই ধরনের সিরিজের মাধ্যমে সেটা সম্ভব বলে মনে করেন সুমন, 'যেহেতু আন্তর্জাতিক সিরিজের সময় কাজ করার সময় খুব একটা থাকে না। এই ধরনের খেলাগুলো নিজের দুর্বলতা, নিজের সম্পর্কে জানতে খুব সাহায্য করে। আন্তর্জাতিক অঙ্গনে যেমন কেউ নিজের খেলা পরিবর্তন করতে চায় না, স্বাভাবিক খেলাটাই খেলে। কিন্তু এ ধরনের সিরিজে যার যে জায়গায় সমস্যা আছে সেটা নিয়ে কাজ করতে পারে।'
গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। এরপর লম্বা সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে টেস্ট দলের ক্রিকেটাররা। এরমধ্যে আগামী নভেম্বরের শেষ দিকে পূর্নাঙ্গ সফরে বাংলাদেশে আসছে ভারত। এই সফরের আগে নিজেদের বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছেন মুমিনুল হকরা।
বাংলাদেশ 'এ' দলের হয়ে ভারত সফর মুমিনুলদের এই সুযোগ করে দিচ্ছে। ভারতের রঞ্জি দল তামিলনাড়ুর বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলবেন তাঁরা। ভারত সিরিজের আগে মুমিনুল-সাদমান ইসলামদের ছন্দে ফিরতে এই সফরের দিকে তাকিয়ে হাবিবুল বাশার সুমন। ভারত সফরে 'এ' দলের সঙ্গী হবেন বিসিবির এই নির্বাচক।
এই সফরে বিশেষ করে মুমিনুলের কাছে চাওয়া কী থাকবে, সেই প্রশ্নে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সুমন বলেন, 'এটা শুধু মুমিনুল না। আপনি যদি আমাদের দলটা দেখেন, এই দলটা আমাদের টেস্ট দলেরই প্রতিফলন। মুমিনুল অনেক দিন ধরে টেস্ট খেলছে, আমরা সবাই তার সামর্থ্য সম্পর্কে জানি। ওর কাছে যদি কিছু চাওয়া থাকে, আস্থা ফিরে পাওয়া। এটা অবশ্যই ওর জন্য দারুণ সুযোগ।'
তামিলনাড়ু দল শক্তিশালী জানিয়ে সুমন আরও বলেন, 'তামিলনাড়ু রাজ্য দলটা বেশ শক্তিশালী একটা দল। ভারত সিরিজের আগে এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ। আমরা চাইব, মুমিনুল যেন ছন্দে ফিরে আসে। একই সঙ্গে সাদমান-সাইফ ওরা কিন্তু বেশি টেস্ট খেলেনি, তাদের জন্য সফরটা আরও বেশি গুরুত্বপূর্ণ। ভালো প্রতিপক্ষের সঙ্গে খেললে নিজের খেলাটা বোঝা যায়। আমি মনে করি, সফরটা আমাদের জন্য খুব কাজে দেবে। যেহেতু সর্বশেষ সিরিজের (টেস্ট সিরিজ) পর একটা বিরতি পড়েছে।'
আন্তর্জাতিক ক্রিকেটে এখন বেশ ব্যস্ত সূচি বাংলাদেশের। এ জন্য ক্রিকেটাররা নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করার সুযোগ কম পাচ্ছেন। এই ধরনের সিরিজের মাধ্যমে সেটা সম্ভব বলে মনে করেন সুমন, 'যেহেতু আন্তর্জাতিক সিরিজের সময় কাজ করার সময় খুব একটা থাকে না। এই ধরনের খেলাগুলো নিজের দুর্বলতা, নিজের সম্পর্কে জানতে খুব সাহায্য করে। আন্তর্জাতিক অঙ্গনে যেমন কেউ নিজের খেলা পরিবর্তন করতে চায় না, স্বাভাবিক খেলাটাই খেলে। কিন্তু এ ধরনের সিরিজে যার যে জায়গায় সমস্যা আছে সেটা নিয়ে কাজ করতে পারে।'
আট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
২ ঘণ্টা আগেবল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
২ ঘণ্টা আগেকষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
৫ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
৬ ঘণ্টা আগে