বাংলাদেশের ঘূর্ণিতে দিশেহারা আফগানরা গুটিয়ে গেল ১৫৬ রানে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১৪: ১৯

ধর্মশালায় পেসাররা তোপ দাগবেন— পরিসংখ্যান বলছিল এমনটাই। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ যেন সেই নিয়ম বদলে দিতে নামলেন। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এ দুই অভিজ্ঞ স্পিনারের জাদুতে নাকাল হয়েছেন আফগানিস্তানের ব্যাটাররা। ২ উইকেটে ১১২ রানে পৌঁছে যাওয়া আফগানিস্তান শেষ ৮ উইকেট হারাল মাত্র ৪৪ রানে। তাতে বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১৫৬ রানেই গুটিয়ে দিল বাংলাদেশ। 

আফগানদের বিপক্ষে সাকিবের পরিসংখ্যান সব সময়ই দারুণ। তাদের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারিও এই বাঁহাতি স্পিনার। দুই প্রস্তুতি ম্যাচ খেলেননি ঠিকই। তবে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে ৮ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। গত বিশ্বকাপে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে সাউদাম্পটনে হেরেছিল আফগানরা। বোলিংয়ে এবারও উজ্জ্বল থাকলেন, সুযোগ পেলে ব্যাটিংয়ের ঝলকটাও দেখাতে চাইবেন বাংলাদেশ অধিনায়ক। ৯ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মিরাজ। 

আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান শুরুটা দারুণ করেছিলেন। প্রথম ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ৪৭ রান। নবম ওভারে ব্রেকথ্রু এনে দেন সাকিব। ওভারের দ্বিতীয় বলে স্লগ সুইপ করেন ইব্রাহিম, ডিপ স্কয়ার লেগ থেকে দৌড়ে এসে ক্যাচ ধরেন তানজিদ হাসান তামিম। ২৫ বলে ২২ রান করেন আফগানের এই ওপেনার। 

৩ নম্বরে ব্যাটিংয়ে নামা রহমত শাহকে নিয়ে আরও একটি বড় জুটি গড়ার পথে এগোতে থাকেন গুরবাজ। তবে এই জুটি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি সাকিব। ১৬তম ওভারের প্রথম বলে সুইপ করতে যান রহমত। টপ এজ হওয়া বল মিড অফে সহজে লুফে নেন লিটন দাস। ২৫ বলে ১৮ রান করেন রহমত। দ্বিতীয় উইকেটে রহমত-গুরবাজের জুটিতে আসে ৪১ বলে ৩৬ রান। 

তৃতীয় উইকেটে গুরবাজ ও হাসমতউল্লাহ শাহিদি ২৯ রানের একটি জুটি গড়েন। এর পরই খেই হারায় আফগান ব্যাটিং অর্ডার। আফগানিস্তানের রান যখন ১১২, তখন পর পর ফেরেন গুরবাজ ও হাসমতউল্লাহ। ৬২ বলে ৪৭ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন গুরবাজ। বাংলাদেশের পেসারদের মধ্যে শরীফুল ইসলাম নিয়েছেন ২টি উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

বিএনপি দখল–চাঁদাবাজিতে, আ.লীগের অনুশোচনা নেই হত্যাকাণ্ডে: টিআইবি

তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, কয়েকজন জখম, ট্রেন চলাচল বন্ধ

মহাখালী সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, সচিবালয়ে প্রতিনিধিদল

শিক্ষার্থীদের পাথরে ভেঙেছে ট্রেনের ৩৮টি কাচ, হতে পারে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত