ক্রীড়া ডেস্ক
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বোলাররা নানাভাবে স্মরণীয় করে রাখছেন। দেখার ছিল হ্যাটট্রিক কবে হয়। সেই হ্যাটট্রিক দেখতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইটের বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচকেই বেছে নিল।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই এক পশলা বৃষ্টি। টস জিতে অনুমিতভাবেই বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া। অজি বোলারদের বিপক্ষে ধুঁকতে থাকা বাংলাদেশকে একেবারে থামিয়ে দেওয়ার কাজটা প্যাট ক্যামিন্স করলেন ১৮তম ওভারে। পঞ্চম বলে মাহমুদউল্লাহ আর ওভারের শেষ বলে শেখ মেহেদীকে ফিরিয়ে হ্যাটট্রিক করার কাজ ৭০ শতাংশ এগিয়ে রেখেছিলেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার।
হ্যাটট্রিক করতে কামিন্সের সামনে যেটা করণীয় ছিল, নিজের পরের ওভারের প্রথম বলেই উইকেট নেওয়া। সেই সুযোগটা তিনি পেলেন ১৯.১ ওভারে। থিতু হয়ে যাওয়া তাওহিদ হৃদয় শর্ট ফাইন লেগ দিয়ে স্কুপ করতে চেয়েছিলেন কামিন্সের স্লোয়ারটা। জশ হ্যাজেলউডের হাতে বলটা জমতেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখল প্রথম হ্যাটট্রিক। আর এতেই ১৭ বছর আগের ব্রেট লির স্মৃতিও যেন ফিরল এই অ্যান্টিগায়।
২০০৭ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই প্রথম হ্যাটট্রিক দেখা গিয়েছিল ব্রেট লির সৌজন্যে। সেটিও বাংলাদেশের বিপক্ষে। এরপর ১৪ বছর কোনো হ্যাটট্রিক দেখেনি ২০ ওভারের বিশ্বকাপে। লম্বা বিরতির পর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক দেখা গেল ৩ টি, ২০২২ বিশ্বকাপে হ্যাটট্রিকের সংখ্যা দুই। সবশেষ হ্যাটট্রিকটা আজ রাতে। দ্বিতীয় অজি হিসেবে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করলেন কামিন্স।
টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক
প্রতিপক্ষ ভেন্যু সাল
ব্রেট লি (অস্ট্রেলিয়া) বাংলাদেশ কেপটাউন ২০০৭
কার্টিস কাম্ফার (আয়ারল্যান্ড) নেদারল্যান্ডস আবুধাবি ২০২১
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) দক্ষিণ আফ্রিকা শারজা ২০২১
কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ইংল্যান্ড শারজা ২০২১
কার্তিক মেইয়াপ্পান আরব আমিরাত) শ্রীলঙ্কা গিলং ২০২২
জশ লিটল (আয়ারল্যান্ড) নিউজিল্যান্ড অ্যাডিলেড ২০২২
প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) বাংলাদেশ অ্যান্টিগা ২০২৪
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বোলাররা নানাভাবে স্মরণীয় করে রাখছেন। দেখার ছিল হ্যাটট্রিক কবে হয়। সেই হ্যাটট্রিক দেখতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইটের বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচকেই বেছে নিল।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই এক পশলা বৃষ্টি। টস জিতে অনুমিতভাবেই বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া। অজি বোলারদের বিপক্ষে ধুঁকতে থাকা বাংলাদেশকে একেবারে থামিয়ে দেওয়ার কাজটা প্যাট ক্যামিন্স করলেন ১৮তম ওভারে। পঞ্চম বলে মাহমুদউল্লাহ আর ওভারের শেষ বলে শেখ মেহেদীকে ফিরিয়ে হ্যাটট্রিক করার কাজ ৭০ শতাংশ এগিয়ে রেখেছিলেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার।
হ্যাটট্রিক করতে কামিন্সের সামনে যেটা করণীয় ছিল, নিজের পরের ওভারের প্রথম বলেই উইকেট নেওয়া। সেই সুযোগটা তিনি পেলেন ১৯.১ ওভারে। থিতু হয়ে যাওয়া তাওহিদ হৃদয় শর্ট ফাইন লেগ দিয়ে স্কুপ করতে চেয়েছিলেন কামিন্সের স্লোয়ারটা। জশ হ্যাজেলউডের হাতে বলটা জমতেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখল প্রথম হ্যাটট্রিক। আর এতেই ১৭ বছর আগের ব্রেট লির স্মৃতিও যেন ফিরল এই অ্যান্টিগায়।
২০০৭ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই প্রথম হ্যাটট্রিক দেখা গিয়েছিল ব্রেট লির সৌজন্যে। সেটিও বাংলাদেশের বিপক্ষে। এরপর ১৪ বছর কোনো হ্যাটট্রিক দেখেনি ২০ ওভারের বিশ্বকাপে। লম্বা বিরতির পর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক দেখা গেল ৩ টি, ২০২২ বিশ্বকাপে হ্যাটট্রিকের সংখ্যা দুই। সবশেষ হ্যাটট্রিকটা আজ রাতে। দ্বিতীয় অজি হিসেবে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করলেন কামিন্স।
টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক
প্রতিপক্ষ ভেন্যু সাল
ব্রেট লি (অস্ট্রেলিয়া) বাংলাদেশ কেপটাউন ২০০৭
কার্টিস কাম্ফার (আয়ারল্যান্ড) নেদারল্যান্ডস আবুধাবি ২০২১
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) দক্ষিণ আফ্রিকা শারজা ২০২১
কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ইংল্যান্ড শারজা ২০২১
কার্তিক মেইয়াপ্পান আরব আমিরাত) শ্রীলঙ্কা গিলং ২০২২
জশ লিটল (আয়ারল্যান্ড) নিউজিল্যান্ড অ্যাডিলেড ২০২২
প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) বাংলাদেশ অ্যান্টিগা ২০২৪
আট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
৮ ঘণ্টা আগেবল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
৯ ঘণ্টা আগেকষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
১২ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
১৩ ঘণ্টা আগে