নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাঁটুর চোট থেকে সেরে না ওঠায় তামিম ইকবালকে নিয়ে আগে থেকেই সংশয় ছিল। বাঁহাতি এই ওপেনারকে পেতে যদিও শেষ পর্যন্ত অপেক্ষা করেছিল টিম ম্যানেজমেন্ট। এর পরও তাঁকে পাওয়া গেল না। প্রায় দুই বছর পর তামিমকে ছাড়াই টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ।
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সফরের একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তামিম না থাকায় প্রায় ১৬ মাস পর টেস্ট একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব আল হাসানও প্রায় পাঁচ মাস পর ফিরলেন লাল বলে।
সর্বশেষ শ্রীলঙ্কা সফরে চার পেসার নিয়ে খেললেও হারারের কন্ডিশনে দুজন পেসার নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ। তাসকিন-ইবাদতের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন সাকিব আর মেহেদী হাসান মিরাজ। তামিম না থাকায় ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গী হবেন সাদমান ইসলাম।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তামিম। এরপর দেশের হয়ে প্রায় সব টেস্টে মাঠে নামলেও এবার চোটে ছিটকে পড়লেন।
অন্যদিকে মাহমুদউল্লাহ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ লাল বলে খেলেছিলেন। নিষেধাজ্ঞা শেষে এ বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে সাকিব ফিরলেও চোটে পড়ে দুদিন পরই ছিটকে পড়েন। প্রায় পাঁচ মাস পর তিনি একাদশে ফেরায় স্বস্তি বেড়েছে মুমিনুলেরও।
বাংলাদেশ : মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।
জিম্বাবুয়ে : ব্রেন্ডন টেলর (অধিনায়ক), তাকুজওয়ানাশে কাইতানো, মিল্টন সুম্বা, দিওন মায়ার্স, তিমিসেন মারুমা, রয় কাইয়া, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, ভিক্টর নুয়াচি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগ্রাভা।
হাঁটুর চোট থেকে সেরে না ওঠায় তামিম ইকবালকে নিয়ে আগে থেকেই সংশয় ছিল। বাঁহাতি এই ওপেনারকে পেতে যদিও শেষ পর্যন্ত অপেক্ষা করেছিল টিম ম্যানেজমেন্ট। এর পরও তাঁকে পাওয়া গেল না। প্রায় দুই বছর পর তামিমকে ছাড়াই টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ।
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সফরের একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তামিম না থাকায় প্রায় ১৬ মাস পর টেস্ট একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব আল হাসানও প্রায় পাঁচ মাস পর ফিরলেন লাল বলে।
সর্বশেষ শ্রীলঙ্কা সফরে চার পেসার নিয়ে খেললেও হারারের কন্ডিশনে দুজন পেসার নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ। তাসকিন-ইবাদতের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন সাকিব আর মেহেদী হাসান মিরাজ। তামিম না থাকায় ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গী হবেন সাদমান ইসলাম।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তামিম। এরপর দেশের হয়ে প্রায় সব টেস্টে মাঠে নামলেও এবার চোটে ছিটকে পড়লেন।
অন্যদিকে মাহমুদউল্লাহ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ লাল বলে খেলেছিলেন। নিষেধাজ্ঞা শেষে এ বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে সাকিব ফিরলেও চোটে পড়ে দুদিন পরই ছিটকে পড়েন। প্রায় পাঁচ মাস পর তিনি একাদশে ফেরায় স্বস্তি বেড়েছে মুমিনুলেরও।
বাংলাদেশ : মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।
জিম্বাবুয়ে : ব্রেন্ডন টেলর (অধিনায়ক), তাকুজওয়ানাশে কাইতানো, মিল্টন সুম্বা, দিওন মায়ার্স, তিমিসেন মারুমা, রয় কাইয়া, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, ভিক্টর নুয়াচি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগ্রাভা।
২৭ নভেম্বর থেকে গায়ানায় শুরু হবে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টে খেলার জন্য জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। আজ সকালে বিসিবির মিডিয়া কনফারেন্স সেন্টারে এ জার্সি উন্মোচন করা হয়।
৩ মিনিট আগেকাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।
২ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
৩ ঘণ্টা আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
৩ ঘণ্টা আগে