নিজস্ব প্রতিবেদক, ডালাস থেকে
ডালাসের আবহাওয়া নিয়ে আগাম কিছু অনুমান করা কঠিন হয়ে পড়ছে দিনে দিনে—কথাটা গতকাল এক বাংলাদেশি প্রবাসীর কাছেই শোনা। ডালাসে গত পরশু দুপুরে বাংলাদেশ দল পৌঁছানোর কিছু পরেই শুরু তুমুল বৃষ্টি। আরও কিছুক্ষণ পর দেখা গেল টর্নেডোও! গ্রীষ্মে ডালাসের আবহাওয়াই নাকি এমন—এই রোদ, এই বৃষ্টি, এমনকি কখনো কখনো আতঙ্ক ছড়ানো টর্নেডো!
কাল ডালাসে এসে পৌঁছার পর বিশ্রামে ছিল পুরো বাংলাদেশ দল। বিশ্রামে আছে আজও। টিম হোটেলে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ দেখে সকালের সময় কাটছে তাদের। তবে সাকিবরা গতকালকের সময়টা কাজে লাগিয়েছেন দাতব্য কাজে অংশ নিয়ে। বিকেলে ডালাসের অ্যালেন মসজিদে গিয়েছিলেন মসজিদ নির্মাণ কাজের তহবিল গঠনে সহায়তা করতে। সাকিবের সঙ্গে গিয়েছিলেন মাহমুদউল্লাহ, তানজিম সাকিব ও হাসান মাহমুদ। বাংলাদেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে সালাম-হাত মেলানো ও ছবি তোলার এই সুযোগ কাজে লাগাতে আগ্রহীদের প্রবেশ ফি ধার্য করা হয়েছে ৫০ ডলার।
বাংলাদেশের তারকা ক্রিকেটারদের দেখতে আসা হলভর্তি দর্শকেরা সাকিবদের উদ্দেশে বলেছেন, ‘আমরা চাই শ্রীলঙ্কার সঙ্গে আপনারা ম্যাচটি জিতুন’—দর্শকের এই চাওয়ার বিপরীতে সাকিবের উত্তর, ‘ইনশাআল্লাহ’। শুধু ডালাসেই নয়, যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়মিত সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাচ্ছে। এই যেমন নিউইয়র্কে লং আইল্যান্ডের যেখানে বাড়ি কিনেছেন সাকিব, সেখানে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগের দিন সতীর্থ, বন্ধুবান্ধবদের নেমন্তন্ন করে খাইয়েছেন।
ডালাসের আবহাওয়া নিয়ে আগাম কিছু অনুমান করা কঠিন হয়ে পড়ছে দিনে দিনে—কথাটা গতকাল এক বাংলাদেশি প্রবাসীর কাছেই শোনা। ডালাসে গত পরশু দুপুরে বাংলাদেশ দল পৌঁছানোর কিছু পরেই শুরু তুমুল বৃষ্টি। আরও কিছুক্ষণ পর দেখা গেল টর্নেডোও! গ্রীষ্মে ডালাসের আবহাওয়াই নাকি এমন—এই রোদ, এই বৃষ্টি, এমনকি কখনো কখনো আতঙ্ক ছড়ানো টর্নেডো!
কাল ডালাসে এসে পৌঁছার পর বিশ্রামে ছিল পুরো বাংলাদেশ দল। বিশ্রামে আছে আজও। টিম হোটেলে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ দেখে সকালের সময় কাটছে তাদের। তবে সাকিবরা গতকালকের সময়টা কাজে লাগিয়েছেন দাতব্য কাজে অংশ নিয়ে। বিকেলে ডালাসের অ্যালেন মসজিদে গিয়েছিলেন মসজিদ নির্মাণ কাজের তহবিল গঠনে সহায়তা করতে। সাকিবের সঙ্গে গিয়েছিলেন মাহমুদউল্লাহ, তানজিম সাকিব ও হাসান মাহমুদ। বাংলাদেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে সালাম-হাত মেলানো ও ছবি তোলার এই সুযোগ কাজে লাগাতে আগ্রহীদের প্রবেশ ফি ধার্য করা হয়েছে ৫০ ডলার।
বাংলাদেশের তারকা ক্রিকেটারদের দেখতে আসা হলভর্তি দর্শকেরা সাকিবদের উদ্দেশে বলেছেন, ‘আমরা চাই শ্রীলঙ্কার সঙ্গে আপনারা ম্যাচটি জিতুন’—দর্শকের এই চাওয়ার বিপরীতে সাকিবের উত্তর, ‘ইনশাআল্লাহ’। শুধু ডালাসেই নয়, যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়মিত সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাচ্ছে। এই যেমন নিউইয়র্কে লং আইল্যান্ডের যেখানে বাড়ি কিনেছেন সাকিব, সেখানে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগের দিন সতীর্থ, বন্ধুবান্ধবদের নেমন্তন্ন করে খাইয়েছেন।
ব্যস্ত সময় যাচ্ছে পাকিস্তান দলের। অস্ট্রেলিয়া সিরিজ শেষে পাকিস্তানকে এবার নামতে হবে জিম্বাবুয়ে মিশনে। এবার সীমিত ওভারের সিরিজ বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের খেলতে হবে জিম্বাবুয়ের মাঠে। সফরকারীদের জন্য দল ঘোষণায় চমকে দিয়েছে জিম্বাবুয়ে।
১৭ মিনিট আগেমূল ম্যাচের আগে এর চেয়ে ভালো প্রস্তুতি আর কী হতে পারত বাংলাদেশের জন্য। দুই দিনের প্রস্তুতি ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচ হয়েছে ড্র। তবে আত্মবিশ্বাসের রসদটা এখান থেকে দারুণভাবে নিল বাংলাদেশ।
১ ঘণ্টা আগেআট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
১৩ ঘণ্টা আগেবল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
১৪ ঘণ্টা আগে