ক্রীড়া ডেস্ক
আইপিএলের ফাইনাল শেষ করে আজ ভোরে মাসকাটে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। গত রাতে দুবাইয়ে ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল শেষ করেই সড়কপথে দুবাই থেকে মাসকাটে পৌঁছান সাকিব।
বাণিজ্যিক ফ্লাইটে এলে জৈব সুরক্ষাবলয় রক্ষা করা কঠিন বলেই সাকিবের জন্য এই ব্যবস্থা। সে ক্ষেত্রে তাঁর কোয়ারেন্টিনও লাগছে না। মাসকাটেই আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। সাকিবকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। ওমান ‘এ’ দল আর বিশ্বকাপের দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ সাকিবকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। আইপিএলের কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।
আইপিএলের আরব আমিরাত পর্বের প্রথম দিকে একাদশে সুযোগ না পেলেও শেষ দিকে নিয়মিত খেলেছেন সাকিব। কলকাতার ফাইনালে ওঠায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে ফাইনালে জ্বলে উঠতে পারেননি এই বাংলাদেশ অলরাউন্ডার। ব্যাটে-বলে ভুলে যাওয়ার মতো একটা ফাইনাল কাটিয়েছেন সাকিব।
আইপিএলে বাংলাদেশের আরেক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান অবশ্য আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটা খেলেছেন এই বাঁহাতি পেসার। গত রাতে আবুধাবি থেকে মাসকাটে এসেছে বাংলাদেশ দলও। আগামীকাল ম্যাচের আগে আজ অনুশীলনের কথা রয়েছে। এই অনুশীলনে থাকতে পারেন সাকিবও।
আরব আমিরাত পর্বের আইপিএলে দারুণ খেলা সাকিব যোগ দেওয়ায় নতুন করে উজ্জীবিত হবে বাংলাদেশ দল। কিছুটা সুখবর আছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও। চোট-সতর্কতায় তিনি খেলতে পারেননি তিনটি প্রস্তুতি ম্যাচ। দলীয় সূত্র জানিয়েছে, ধীরে ধীরে সেরে উঠছেন অধিনায়ক। আজ অনুশীলনের পর তাঁর অবস্থা আরও ভালো বোঝা যাবে।
আইপিএলের ফাইনাল শেষ করে আজ ভোরে মাসকাটে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। গত রাতে দুবাইয়ে ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল শেষ করেই সড়কপথে দুবাই থেকে মাসকাটে পৌঁছান সাকিব।
বাণিজ্যিক ফ্লাইটে এলে জৈব সুরক্ষাবলয় রক্ষা করা কঠিন বলেই সাকিবের জন্য এই ব্যবস্থা। সে ক্ষেত্রে তাঁর কোয়ারেন্টিনও লাগছে না। মাসকাটেই আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। সাকিবকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। ওমান ‘এ’ দল আর বিশ্বকাপের দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ সাকিবকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। আইপিএলের কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।
আইপিএলের আরব আমিরাত পর্বের প্রথম দিকে একাদশে সুযোগ না পেলেও শেষ দিকে নিয়মিত খেলেছেন সাকিব। কলকাতার ফাইনালে ওঠায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে ফাইনালে জ্বলে উঠতে পারেননি এই বাংলাদেশ অলরাউন্ডার। ব্যাটে-বলে ভুলে যাওয়ার মতো একটা ফাইনাল কাটিয়েছেন সাকিব।
আইপিএলে বাংলাদেশের আরেক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান অবশ্য আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটা খেলেছেন এই বাঁহাতি পেসার। গত রাতে আবুধাবি থেকে মাসকাটে এসেছে বাংলাদেশ দলও। আগামীকাল ম্যাচের আগে আজ অনুশীলনের কথা রয়েছে। এই অনুশীলনে থাকতে পারেন সাকিবও।
আরব আমিরাত পর্বের আইপিএলে দারুণ খেলা সাকিব যোগ দেওয়ায় নতুন করে উজ্জীবিত হবে বাংলাদেশ দল। কিছুটা সুখবর আছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও। চোট-সতর্কতায় তিনি খেলতে পারেননি তিনটি প্রস্তুতি ম্যাচ। দলীয় সূত্র জানিয়েছে, ধীরে ধীরে সেরে উঠছেন অধিনায়ক। আজ অনুশীলনের পর তাঁর অবস্থা আরও ভালো বোঝা যাবে।
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
১ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
১ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
২ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনে দেখা গেছে বোলারদের দাপট। মিরপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম-চার ভেন্যুতেই ব্যাটাররা রীতিমতো ধুঁকেছেন। এক দিনেই পড়েছে মোট ৫০টি উইকেট।
৩ ঘণ্টা আগে