ক্রীড়া ডেস্ক
প্রথম দিনকেও ছাড়িয়ে গেলে ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন। আজও দাপট দেখিয়েছে বোলাররা। প্রথম দিন ১৪ উইকেট পড়লেও আজ গতকালের চেয়েও ২ উইকেট বেশি পড়েছে। তৃতীয় টেস্টে আজ ১৬ উইকেট পড়েছে। ফলে আগামীকালই ইন্দোর টেস্টের ফল নির্ধারিত হতে যাচ্ছে।
বোলারদের দাপটে দিনের শুরু থেকেই ব্যাটারদের অবস্থা চিঁড়েচ্যাপ্টা। গত দিন শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৫৬ রানে ব্যাটিংয়ে নামায় শুরুটা করেছেন ভারতের বোলাররাই। মাত্র ৪১ রানে অজিদের বাকি ৬ উইকেট তুলে নেয় স্বাগতিকেরা।
প্রথম দিনে ৪ উইকেট নেওয়া বরীন্দ্র জাদেজা আজ উইকেট না পেলেও ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। ভারতে হয়ে একটি করে রেকর্ডও গড়েছেন দুজনে। পঞ্চম পেসার হিসেবে নিজেদের মাঠে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন যাদব।
অন্যদিকে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে উঠে এসেছে অশ্বিন। সব সংস্করণ মিলিয়ে ৬৮৯ উইকেট নিয়ে কপিল দেবকে ছাড়িয়ে গিয়েছেন তিনি। ৬৮৭ উইকেটে চারে আছেন ভারতকে প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। ভারতীয় অফ স্পিনারের উপরে আছে শুধু হরভজন সিং ও অনিল কুম্বলে। ৭০৭ উইকেট নিয়ে দুইয়ে আছেন ভাজ্জি। আর ৯৫৩ উইকেটে শীর্ষে কুম্বলে।
প্রথম ইনিংসের চেয়ে ভারত দ্বিতীয় ইনিংসে বেশি রান করলেও ব্যাটিংয়ের শুরুটা ছিল ভীতিজাগানিয়া। যা শেষ পর্যন্ত ছিল। ৫৯ রান করা চেতেশ্বর পূজারা ছাড়া বাকি ব্যাটাররা নাথান লায়নের ঘূর্ণিতেই হাঁসফাঁস করেছেন। ৮ উইকেট নেওয়া লায়নের স্পিন মায়াজালে দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অলআউট হয় স্বাগতিকেরা। এতে করে ৭৬ রানের লক্ষ্য পেয়েছে অজিরা। আগামীকাল সিরিজ বাঁচানোর টেস্টে মাঠে নামবে সফরকারীরা।
ইন্দোরে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়ে অনেক রেকর্ড নাম লিখিয়েছেন লায়ন। টেস্ট সংস্করণে ভারতের মাটিতে উইকেট নেওয়ার তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। ২৫ টেস্টে ১১৩ উইকেট নিয়েছেন অফ-স্পিনার। তাঁর উপরে উঠে আসাতে ১০৫ উইকেট নেওয়া শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরণ তিনে নেমে গেছেন। আর ১৩৯ উইকেটে শীর্ষে আছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন।
এ ছাড়া ভারতে বিপক্ষে পঞ্চমবারের মতো ৫ উইকেট নিয়ে স্বদেশি রিচি বেনোর রেকর্ডও ছুঁয়েছেন লায়ন। সঙ্গে পুজারাকে লজ্জার এক রেকর্ডে নাম লেখাতে বাধ্য করেছেন। ১৩ বারের মতো ভারতীয় ব্যাটারকে আউট করেছেন তিনি। যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।
প্রথম দিনকেও ছাড়িয়ে গেলে ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন। আজও দাপট দেখিয়েছে বোলাররা। প্রথম দিন ১৪ উইকেট পড়লেও আজ গতকালের চেয়েও ২ উইকেট বেশি পড়েছে। তৃতীয় টেস্টে আজ ১৬ উইকেট পড়েছে। ফলে আগামীকালই ইন্দোর টেস্টের ফল নির্ধারিত হতে যাচ্ছে।
বোলারদের দাপটে দিনের শুরু থেকেই ব্যাটারদের অবস্থা চিঁড়েচ্যাপ্টা। গত দিন শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৫৬ রানে ব্যাটিংয়ে নামায় শুরুটা করেছেন ভারতের বোলাররাই। মাত্র ৪১ রানে অজিদের বাকি ৬ উইকেট তুলে নেয় স্বাগতিকেরা।
প্রথম দিনে ৪ উইকেট নেওয়া বরীন্দ্র জাদেজা আজ উইকেট না পেলেও ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। ভারতে হয়ে একটি করে রেকর্ডও গড়েছেন দুজনে। পঞ্চম পেসার হিসেবে নিজেদের মাঠে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন যাদব।
অন্যদিকে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে উঠে এসেছে অশ্বিন। সব সংস্করণ মিলিয়ে ৬৮৯ উইকেট নিয়ে কপিল দেবকে ছাড়িয়ে গিয়েছেন তিনি। ৬৮৭ উইকেটে চারে আছেন ভারতকে প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। ভারতীয় অফ স্পিনারের উপরে আছে শুধু হরভজন সিং ও অনিল কুম্বলে। ৭০৭ উইকেট নিয়ে দুইয়ে আছেন ভাজ্জি। আর ৯৫৩ উইকেটে শীর্ষে কুম্বলে।
প্রথম ইনিংসের চেয়ে ভারত দ্বিতীয় ইনিংসে বেশি রান করলেও ব্যাটিংয়ের শুরুটা ছিল ভীতিজাগানিয়া। যা শেষ পর্যন্ত ছিল। ৫৯ রান করা চেতেশ্বর পূজারা ছাড়া বাকি ব্যাটাররা নাথান লায়নের ঘূর্ণিতেই হাঁসফাঁস করেছেন। ৮ উইকেট নেওয়া লায়নের স্পিন মায়াজালে দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অলআউট হয় স্বাগতিকেরা। এতে করে ৭৬ রানের লক্ষ্য পেয়েছে অজিরা। আগামীকাল সিরিজ বাঁচানোর টেস্টে মাঠে নামবে সফরকারীরা।
ইন্দোরে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়ে অনেক রেকর্ড নাম লিখিয়েছেন লায়ন। টেস্ট সংস্করণে ভারতের মাটিতে উইকেট নেওয়ার তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। ২৫ টেস্টে ১১৩ উইকেট নিয়েছেন অফ-স্পিনার। তাঁর উপরে উঠে আসাতে ১০৫ উইকেট নেওয়া শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরণ তিনে নেমে গেছেন। আর ১৩৯ উইকেটে শীর্ষে আছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন।
এ ছাড়া ভারতে বিপক্ষে পঞ্চমবারের মতো ৫ উইকেট নিয়ে স্বদেশি রিচি বেনোর রেকর্ডও ছুঁয়েছেন লায়ন। সঙ্গে পুজারাকে লজ্জার এক রেকর্ডে নাম লেখাতে বাধ্য করেছেন। ১৩ বারের মতো ভারতীয় ব্যাটারকে আউট করেছেন তিনি। যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।
আট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
৯ ঘণ্টা আগেবল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
১০ ঘণ্টা আগেকষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
১২ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
১৪ ঘণ্টা আগে