নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৩-২৪ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের জন্য মোট ১ হাজার ৩০৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ জাতীয় সংসদে দেশের ৫২তম ও অর্থমন্ত্রী হিসেবে পঞ্চম বাজেট প্রস্তাব করেন তিনি।
২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ২৮২ কোটি টাকা। তবে এবার বেড়েছে ২৭ কোটি। যদিও গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৬৩৫ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের চেয়ে বেড়েছিল ৩৫৩ কোটি টাকা। গতবারের চেয়ে আগামী অর্থবছরে বাজেট কমবে নাকি বাড়বে, তা জানা যাবে সংশোধিত অধিবেশনে।
২০২৩-২৪ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালন খাতে ৯২৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৩৮২ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। দুই মিলিয়ে যা মোট ১ হাজার ৩০৯ কোটি টাকা।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন জেলা-উপজেলায় স্টেডিয়াম নির্মাণ, প্রতিভাবান খেলোয়াড় খোঁজার প্রক্রিয়া, দেশ-বিদেশে খেলোয়াড়দের টুর্নামেন্ট, মেয়েদের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে।
বাজেট ২০২৩-২৪ সম্পর্কিত খবর আরও পড়ুন:
২০২৩-২৪ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের জন্য মোট ১ হাজার ৩০৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ জাতীয় সংসদে দেশের ৫২তম ও অর্থমন্ত্রী হিসেবে পঞ্চম বাজেট প্রস্তাব করেন তিনি।
২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ২৮২ কোটি টাকা। তবে এবার বেড়েছে ২৭ কোটি। যদিও গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৬৩৫ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের চেয়ে বেড়েছিল ৩৫৩ কোটি টাকা। গতবারের চেয়ে আগামী অর্থবছরে বাজেট কমবে নাকি বাড়বে, তা জানা যাবে সংশোধিত অধিবেশনে।
২০২৩-২৪ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালন খাতে ৯২৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৩৮২ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। দুই মিলিয়ে যা মোট ১ হাজার ৩০৯ কোটি টাকা।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন জেলা-উপজেলায় স্টেডিয়াম নির্মাণ, প্রতিভাবান খেলোয়াড় খোঁজার প্রক্রিয়া, দেশ-বিদেশে খেলোয়াড়দের টুর্নামেন্ট, মেয়েদের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে।
বাজেট ২০২৩-২৪ সম্পর্কিত খবর আরও পড়ুন:
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
৭ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
৭ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
৮ ঘণ্টা আগে