ক্রীড়া ডেস্ক
মাউন্ট মঙ্গানুইয়ে গতকালই গ্লেন ম্যাকগ্রা-শেন ওয়ার্নের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রড। আজ তৃতীয় দিনে রেকর্ডটা নিজেদের করে নিলেন ব্রড। তাঁর রেকর্ড গড়ার দিনে বেশ বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। ৩৯৪ রান তাড়া করতে নেমে এরই মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলেছে কিউইরা। প্রথম টেস্ট জিততে হলে এখনো ব্ল্যাকক্যাপসদের করতে হবে ৩৩১ রান।
দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৭৯ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের খেলা শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই উইকেট হারায় ইংলিশরা। ৭ রান করা ব্রডের উইকেট তুলে নেন নিল ওয়াগনার। ব্রড আউট হলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৮২ রান। ব্রডের পর উইকেটে আসেন জো রুট। ওলি পোপ ও রুট মিলে নিউজিল্যান্ডের বোলারদের ওপর ঝড় তোলা শুরু করেন। রুট ও পোপ চতুর্থ উইকেটে ৪৬ বলে ৬২ রানের জুটি গড়েন। ফিফটি থেকে এক রান দূরে থাকতে বিদায় নেন পোপ। পোপের উইকেট নিয়েছেন ওয়াগনার। এরপর পঞ্চম উইকেটে আরও একটি বিধ্বংসী জুটি গড়তে অবদান রাখেন রুট। হ্যারি ব্রুকের সঙ্গে ৬৫ বলে ৮১ রানের জুটি গড়েন রুট। ৪১ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন ব্রুক।
ব্রুকের বিদায়ের পর দ্রুত ড্রেসিংরুমে ফেরেন রুট। সাদা পোশাকে ৫৬তম ফিফটির পর আউট হয়েছেন রুট। ৬২ বলে ৫৭ রান করে ইংলিশ এই ব্যাটার আউট হলে দলের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৩৭ রান। এরপর সপ্তম উইকেটে বেন স্টোকস ও বেন ফোকস ৬৫ বলে ৫৬ রানের জুটি গড়েন। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি করেছেন ফোকস। রুট, ব্রুক, ফোকস—এই তিন ব্যাটারের ফিফটিতে দ্বিতীয় ইনিংসে ৩৭৪ রান করে ইংল্যান্ড। ৩৯৩ রানের লিড পায় ইংলিশরা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৭ রান করেন রুট। কিউই বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল ও ব্লেয়ার টিকনার এবং দুটি করে উইকেট নেন স্কট কুগেলেইন ও ওয়াগনার।
৩৯৪ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে নিউজিল্যান্ড। ডেভন কনওয়েকে বোল্ড করে কিউইদের ইনিংসে ভাঙন ধরানোর কাজ শুরু করেন ব্রড। কনওয়ের উইকেট নেওয়ার পর টেস্টে ব্রড-অ্যান্ডারসন জুটির উইকেট সংখ্যা হলো ১০০২। ১৩৩ ম্যাচ একত্রে খেলে ১০০২ উইকেট নিয়েছেন ব্রড ও অ্যান্ডারসন। ১০৪ ম্যাচে ১০০১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার ম্যাকগ্রা-ওয়ার্ন জুটি। ৬৩ রানে ৫ উইকেটে তৃতীয় দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। ব্রেসওয়েল অপরাজিত আছেন ২৫ রান করে এবং ১৩ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন ড্যারিল মিচেল। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ব্রড একাই নিয়েছেন ৪ উইকেট আর ১ উইকেট নেন ওলি রবিনসন।
মাউন্ট মঙ্গানুইয়ে গতকালই গ্লেন ম্যাকগ্রা-শেন ওয়ার্নের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রড। আজ তৃতীয় দিনে রেকর্ডটা নিজেদের করে নিলেন ব্রড। তাঁর রেকর্ড গড়ার দিনে বেশ বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। ৩৯৪ রান তাড়া করতে নেমে এরই মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলেছে কিউইরা। প্রথম টেস্ট জিততে হলে এখনো ব্ল্যাকক্যাপসদের করতে হবে ৩৩১ রান।
দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৭৯ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের খেলা শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই উইকেট হারায় ইংলিশরা। ৭ রান করা ব্রডের উইকেট তুলে নেন নিল ওয়াগনার। ব্রড আউট হলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৮২ রান। ব্রডের পর উইকেটে আসেন জো রুট। ওলি পোপ ও রুট মিলে নিউজিল্যান্ডের বোলারদের ওপর ঝড় তোলা শুরু করেন। রুট ও পোপ চতুর্থ উইকেটে ৪৬ বলে ৬২ রানের জুটি গড়েন। ফিফটি থেকে এক রান দূরে থাকতে বিদায় নেন পোপ। পোপের উইকেট নিয়েছেন ওয়াগনার। এরপর পঞ্চম উইকেটে আরও একটি বিধ্বংসী জুটি গড়তে অবদান রাখেন রুট। হ্যারি ব্রুকের সঙ্গে ৬৫ বলে ৮১ রানের জুটি গড়েন রুট। ৪১ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন ব্রুক।
ব্রুকের বিদায়ের পর দ্রুত ড্রেসিংরুমে ফেরেন রুট। সাদা পোশাকে ৫৬তম ফিফটির পর আউট হয়েছেন রুট। ৬২ বলে ৫৭ রান করে ইংলিশ এই ব্যাটার আউট হলে দলের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৩৭ রান। এরপর সপ্তম উইকেটে বেন স্টোকস ও বেন ফোকস ৬৫ বলে ৫৬ রানের জুটি গড়েন। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি করেছেন ফোকস। রুট, ব্রুক, ফোকস—এই তিন ব্যাটারের ফিফটিতে দ্বিতীয় ইনিংসে ৩৭৪ রান করে ইংল্যান্ড। ৩৯৩ রানের লিড পায় ইংলিশরা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৭ রান করেন রুট। কিউই বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল ও ব্লেয়ার টিকনার এবং দুটি করে উইকেট নেন স্কট কুগেলেইন ও ওয়াগনার।
৩৯৪ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে নিউজিল্যান্ড। ডেভন কনওয়েকে বোল্ড করে কিউইদের ইনিংসে ভাঙন ধরানোর কাজ শুরু করেন ব্রড। কনওয়ের উইকেট নেওয়ার পর টেস্টে ব্রড-অ্যান্ডারসন জুটির উইকেট সংখ্যা হলো ১০০২। ১৩৩ ম্যাচ একত্রে খেলে ১০০২ উইকেট নিয়েছেন ব্রড ও অ্যান্ডারসন। ১০৪ ম্যাচে ১০০১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার ম্যাকগ্রা-ওয়ার্ন জুটি। ৬৩ রানে ৫ উইকেটে তৃতীয় দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। ব্রেসওয়েল অপরাজিত আছেন ২৫ রান করে এবং ১৩ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন ড্যারিল মিচেল। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ব্রড একাই নিয়েছেন ৪ উইকেট আর ১ উইকেট নেন ওলি রবিনসন।
প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানো জার্মানির কাছে তো নতুন কিছু নয়। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে সেই আইকনিক ‘সেভেন আপ’ খাওয়ানোর গল্প (৭-১ গোলের জয়) হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল জার্মানি। বসনিয়ার বিপক্ষে গত রাতে আবারও সেই ১০ বছরের পুরোনো স্মৃতি ব্রাজিল ভক্ত-সমর্থকদের মনে করাল জার্মানি।
১৯ মিনিট আগেহতাশাজনক আফগানিস্তান সিরিজ ঝেরে ফেলে বাংলাদেশ দলের এখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মনোযোগ দেওয়ার পালা। সিরিজ সামনে রেখে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মনোরম পরিবেশে সময়টা খুব ভালো কাটছে বলে জানিয়েছেন তাইজুল ইসলাম।
১ ঘণ্টা আগেসময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, কোথাও সাফল্যের দেখা পাচ্ছেন না মেসি গত ১ মাস ধরে। এরই মধ্যে ব্রাজিলের এক রেফারিকে শাসিয়ে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমনকি চোটে জর্জর ওয়েস্ট ইন্ডিজ শেষভাগে বাধ্য হয়ে এনেছে পরিবর্তনও। এই ‘বিরুদ্ধ’ পরিস্থিতিতেই জ্বলে উঠল ক্যারিবীয়রা। ভেঙে দিল ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড।
৩ ঘণ্টা আগে