নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় দলের ব্যস্ততা নেই। নেই ঘরোয়া ক্রিকেটও। লম্বা বিরতিতে ক্রিকেটারদের পরিচর্যায় মনোযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েক সপ্তাহ ধরে চলছে বাংলাদেশ টাইগার্স ও হাই পারফরম্যান্সের (এইচপি) ক্যাম্প।
১৪ জুলাই অস্ট্রেলিয়া সফরে যাবে এইচপি দল। এই সফরে দুটি ৪ দিনের ম্যাচ, ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ম্যাচ খেলবে তারা। পাকিস্তান ‘এ’ দল তথা পাকিস্তান শাহীনসের বিপক্ষে খেলবে ৪ দিনের ম্যাচ, অস্ট্রেলিয়ার নর্দান টেরিটোরি দলের বিপক্ষে তিনটি ওয়ানডে, স্থানীয় ও বিগ ব্যাশের কয়েকটি দল নিয়ে হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
১ মাসের বেশি সময়ের এই সফরে ক্রিকেটারদের অনেক উপকার দেখছেন এইচপির ব্যাটিং কোচ রাজিন সালেহ। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় রাজিন বলেছেন, ‘এটা আন্তর্জাতিক সফরের মতোই মনে হচ্ছে। এখানে অনেক ভালো ভালো ক্রিকেটাররা খেলবে। পাকিস্তান দল আসছে। ওই দলে অনেক ভালো ভালো বোলাররা আছ। এ ছাড়া অস্ট্রেলিয়ার ভালো ভালো বোলারদের বিপক্ষে তারা খেলবে। আমি মনে করি এটা ইতিবাচক দিক। আমরা যাচ্ছি খেলার উন্নতির জন্য। এমন না যে, আমরা বলছি যে, সিরিজ জিততে যাচ্ছি। কারণ, এখান থেকে ক্রিকেটাররা কীভাবে উন্নতি করবে, এগিয়ে যাবে, ঘুরে দাঁড়াবে, সেই জায়গাটা নিয়ে আমি রোমাঞ্চিত।’
রাজিনের মতে, অস্ট্রেলিয়া সফর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের আবহটা বুঝতে পারবেন ক্রিকেটাররা। বললেন ক্রিকেটারদের জন্য এটা দারুণ সুযোগ, ‘বলব অবশ্যই এটা খুবই প্রয়োজনীয় একটা সফর। ক্রিকেটাররা বুঝবে কীভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হয়। ওই জায়গায় কীভাবে ভালো খেলা যায়। এটা ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। এই দেড়টা মাস তারা যদি কাজে লাগাতে পারে, আমি মনে করি তাদের জন্য ভালো একটা ভবিষ্যৎ আছে।’
দেশের মাঠে ধীর গতির উইকেটে খেলতেই অভ্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। বাউন্সি উইকেটে গেলেই খাবি খেতে হয়তো তাঁদের। রাজিন বললেন এই সফর ভালো উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ারও, ‘আমাদের দেশে যে উইকেট আছে, রাজশাহীতে অবশ্যই ভালো একটা উইকেট ছিল, ভালো উইকেট ছিল। অস্ট্রেলিয়ার উইকেট একটু ভিন্ন হবে। দেশের উইকেটে বল যেভাবে ওঠে, অস্ট্রেলিয়ায় এর চেয়ে ভালোভাবে উঠবে (বাউন্স)। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করা, কীভাবে খেলবে ভালো করবে, এটা নিয়ে আমি কাজ করছি। দেখা যাক সামনে কতটুকু তারা এগোয়।’
জাতীয় দলের ব্যস্ততা নেই। নেই ঘরোয়া ক্রিকেটও। লম্বা বিরতিতে ক্রিকেটারদের পরিচর্যায় মনোযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েক সপ্তাহ ধরে চলছে বাংলাদেশ টাইগার্স ও হাই পারফরম্যান্সের (এইচপি) ক্যাম্প।
১৪ জুলাই অস্ট্রেলিয়া সফরে যাবে এইচপি দল। এই সফরে দুটি ৪ দিনের ম্যাচ, ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ম্যাচ খেলবে তারা। পাকিস্তান ‘এ’ দল তথা পাকিস্তান শাহীনসের বিপক্ষে খেলবে ৪ দিনের ম্যাচ, অস্ট্রেলিয়ার নর্দান টেরিটোরি দলের বিপক্ষে তিনটি ওয়ানডে, স্থানীয় ও বিগ ব্যাশের কয়েকটি দল নিয়ে হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
১ মাসের বেশি সময়ের এই সফরে ক্রিকেটারদের অনেক উপকার দেখছেন এইচপির ব্যাটিং কোচ রাজিন সালেহ। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় রাজিন বলেছেন, ‘এটা আন্তর্জাতিক সফরের মতোই মনে হচ্ছে। এখানে অনেক ভালো ভালো ক্রিকেটাররা খেলবে। পাকিস্তান দল আসছে। ওই দলে অনেক ভালো ভালো বোলাররা আছ। এ ছাড়া অস্ট্রেলিয়ার ভালো ভালো বোলারদের বিপক্ষে তারা খেলবে। আমি মনে করি এটা ইতিবাচক দিক। আমরা যাচ্ছি খেলার উন্নতির জন্য। এমন না যে, আমরা বলছি যে, সিরিজ জিততে যাচ্ছি। কারণ, এখান থেকে ক্রিকেটাররা কীভাবে উন্নতি করবে, এগিয়ে যাবে, ঘুরে দাঁড়াবে, সেই জায়গাটা নিয়ে আমি রোমাঞ্চিত।’
রাজিনের মতে, অস্ট্রেলিয়া সফর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের আবহটা বুঝতে পারবেন ক্রিকেটাররা। বললেন ক্রিকেটারদের জন্য এটা দারুণ সুযোগ, ‘বলব অবশ্যই এটা খুবই প্রয়োজনীয় একটা সফর। ক্রিকেটাররা বুঝবে কীভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হয়। ওই জায়গায় কীভাবে ভালো খেলা যায়। এটা ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। এই দেড়টা মাস তারা যদি কাজে লাগাতে পারে, আমি মনে করি তাদের জন্য ভালো একটা ভবিষ্যৎ আছে।’
দেশের মাঠে ধীর গতির উইকেটে খেলতেই অভ্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। বাউন্সি উইকেটে গেলেই খাবি খেতে হয়তো তাঁদের। রাজিন বললেন এই সফর ভালো উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ারও, ‘আমাদের দেশে যে উইকেট আছে, রাজশাহীতে অবশ্যই ভালো একটা উইকেট ছিল, ভালো উইকেট ছিল। অস্ট্রেলিয়ার উইকেট একটু ভিন্ন হবে। দেশের উইকেটে বল যেভাবে ওঠে, অস্ট্রেলিয়ায় এর চেয়ে ভালোভাবে উঠবে (বাউন্স)। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করা, কীভাবে খেলবে ভালো করবে, এটা নিয়ে আমি কাজ করছি। দেখা যাক সামনে কতটুকু তারা এগোয়।’
বল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
২৬ মিনিট আগেকষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
৩ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
৪ ঘণ্টা আগেপ্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুল কায়েস দিয়েছিলেন কদিন আগেই। মিরপুর শেরেবাংলায় আজ শেষ হলো তাঁর ১৭ বছরের লাল বলের ক্রিকেট অধ্যায়। বাংলাদেশের বাঁহাতি ক্রিকেটারের মতে, সময় থাকতে অবসর নেওয়া উচিত।
৬ ঘণ্টা আগে