ক্রীড়া ডেস্ক
‘আক্রমণাত্মক’ শব্দটার সঙ্গে ব্রেন্ডন ম্যাককালামের বেশ সখ্য। তিনি খেলোয়াড়ি জীবন থেকেই শব্দটাকে লালন করে এসেছেন। ইংল্যান্ডের কোচ হয়ে কৌশলটা ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। তাঁর ভাবাদর্শে ইংলিশ ক্রিকেটাররা উজ্জীবিত হয়ে টেস্ট ক্রিকেটকে নতুন করে সংজ্ঞায়িত করতে শুরু করেছেন।
এজবাস্টন টেস্টে রেকর্ড গড়েছে ইংল্যান্ড। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে তারা। ভারতের দেওয়া ৩৭৮ রানের বড় লক্ষ্য জনি বেয়ারস্টো-জো রুটরা আড়াই সেশন বাকি রেখে জিতেছেন। টেস্ট জয়ের পর অধিনায়ক বেন স্টোকস বলেছেন, ‘টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হয় তা নতুন করে লিখছি। বিশেষ করে ইংল্যান্ডে। অন্যরকম পরিকল্পনাগুলো একসঙ্গে করে গত চার ও পাঁচ সপ্তাহ কাজে লাগাচ্ছি। এটি সত্যি অসাধারণ। আমরা অনুভব করছি, সংক্ষিপ্ততম সময়ের মধ্যে খেলাটার জন্য নতুন সমর্থক এনেছি।’
ইংল্যান্ডের এমন আক্রমণাত্মক ক্রিকেট শুরু হয়েছে ম্যাককালাম-স্টোকসের নতুন নেতৃত্বে। তাঁদের নেতৃত্বের শুরুটা হয়েছে দুজনেরই জন্মভূমি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। তিন টেস্টের সিরিজে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করেছে ইংল্যান্ড। সেটাও আবার টানা তিন ম্যাচে ২৭৫ রানের চেয়ে বেশি লক্ষ্য তাড়া করে। আর এজবাস্টন টেস্টে যা করলেন, সেটা তাদের ক্রিকেট ইতিহাসকে ছাড়িয়ে গেছে।
স্টোকস তাঁদের খেলাকে বিশ্বের কাছে অনন্য করে রাখার কথাও জানিয়েছেন গণমাধ্যমের কাছে। তিনি বলেছেন, ‘পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করছি আমরা কী করতে চাই। টেস্টের এই মুহূর্তটা ফলাফলের চেয়েও বড়, যাঁরা ভবিষ্যতে ইংল্যান্ড দলকে প্রতিনিধিত্ব কিংবা ড্রেসিং রুম শেয়ার করতে আসবেন। আমরা টেস্ট ক্রিকেটে ছাপ রেখে যেতে চাই।’
‘আক্রমণাত্মক’ শব্দটার সঙ্গে ব্রেন্ডন ম্যাককালামের বেশ সখ্য। তিনি খেলোয়াড়ি জীবন থেকেই শব্দটাকে লালন করে এসেছেন। ইংল্যান্ডের কোচ হয়ে কৌশলটা ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। তাঁর ভাবাদর্শে ইংলিশ ক্রিকেটাররা উজ্জীবিত হয়ে টেস্ট ক্রিকেটকে নতুন করে সংজ্ঞায়িত করতে শুরু করেছেন।
এজবাস্টন টেস্টে রেকর্ড গড়েছে ইংল্যান্ড। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে তারা। ভারতের দেওয়া ৩৭৮ রানের বড় লক্ষ্য জনি বেয়ারস্টো-জো রুটরা আড়াই সেশন বাকি রেখে জিতেছেন। টেস্ট জয়ের পর অধিনায়ক বেন স্টোকস বলেছেন, ‘টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হয় তা নতুন করে লিখছি। বিশেষ করে ইংল্যান্ডে। অন্যরকম পরিকল্পনাগুলো একসঙ্গে করে গত চার ও পাঁচ সপ্তাহ কাজে লাগাচ্ছি। এটি সত্যি অসাধারণ। আমরা অনুভব করছি, সংক্ষিপ্ততম সময়ের মধ্যে খেলাটার জন্য নতুন সমর্থক এনেছি।’
ইংল্যান্ডের এমন আক্রমণাত্মক ক্রিকেট শুরু হয়েছে ম্যাককালাম-স্টোকসের নতুন নেতৃত্বে। তাঁদের নেতৃত্বের শুরুটা হয়েছে দুজনেরই জন্মভূমি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। তিন টেস্টের সিরিজে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করেছে ইংল্যান্ড। সেটাও আবার টানা তিন ম্যাচে ২৭৫ রানের চেয়ে বেশি লক্ষ্য তাড়া করে। আর এজবাস্টন টেস্টে যা করলেন, সেটা তাদের ক্রিকেট ইতিহাসকে ছাড়িয়ে গেছে।
স্টোকস তাঁদের খেলাকে বিশ্বের কাছে অনন্য করে রাখার কথাও জানিয়েছেন গণমাধ্যমের কাছে। তিনি বলেছেন, ‘পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করছি আমরা কী করতে চাই। টেস্টের এই মুহূর্তটা ফলাফলের চেয়েও বড়, যাঁরা ভবিষ্যতে ইংল্যান্ড দলকে প্রতিনিধিত্ব কিংবা ড্রেসিং রুম শেয়ার করতে আসবেন। আমরা টেস্ট ক্রিকেটে ছাপ রেখে যেতে চাই।’
নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরশু শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ান চড়ার কথা তাদের। এর মধ্যে আজ সন্ধ্যায় এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
৭ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড শেষ, বরিশাল এখনো জয়ের খোঁজে। নিজেরা সুবিধা করতে না পারলেও রংপুরের বড় ক্ষতি যেন করে দিল তারা! পঞ্চম রাউন্ডে দুই ইনিংসেই দারুণ ব্যাটিং করেছে বরিশাল। আজ শেষ দিন প্রায় পুরোটা সময় ব্যাটিং করে কাটিয়ে দিয়েছে তারা। শেষ বিকেলে ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় রংপুর। ৩৭৩
৮ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইয়ে হঠাৎ যেন খেই হারাল আর্জেন্টিনা। শেষ চার ম্যাচের মধ্যে দুই হার ও এক ড্র। এমন পরিস্থিতিতে বছরের শেষ ম্যাচে বাংলাদেশ সময় কাল ভোর ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল।
১০ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে টেম্বা বাভুমা সবশেষ খেলেছেন গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে টেস্টের ক্ষেত্রে সেটা আরও ২ মাস বেশি। অবশেষে শ্রীলঙ্কার সিরিজ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
১২ ঘণ্টা আগে