বাবর-রিজওয়ানের ব্যাটে চাপ সামলে এগোচ্ছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১৬: ১৩

ঘটা করে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আজ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে বাড়তি আয়োজন করেছে তারা। গান-বাদ্যে জমে ওঠে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। লাখো দর্শকের সামনে গাইলেন অরিজিৎ সিং, শংকর মহাদেবন, সুখবিন্দর সিংরা। 

তার সঙ্গে ম্যাচের ১৮.১ ওভার পর্যন্ত রোহিত শর্মা-বাবর আজমদের লড়াইও অনেকটা সামন তালে চলছে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১০০ রান করেছে পাকিস্তান। দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক ভালো শুরু করেছিলেন। তবে থিতু হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন গত ম্যাচে সেঞ্চুরি করা শফিক। 

৮ম ওভারে মোহাম্মদ সিরাজ ব্রেকথ্রু এনে দেন ভারতকে। সিরাজের দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লুর ফাঁদে পড়েন শফিক। তাতে ভাঙে ৪১ রানের ওপেনিং জুটি। ২৪ বলে ২০ রান আসে শফিকের ব্যাট থেকে। 

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪৯ রান তোলে পাকিস্তান। দ্বিতীয় উইকেটে বাবর ও ইমাম জুটি বড় করার চেষ্টা করেন। হার্দিক পান্ডিয়া বেশি দূর যেতে দেননি এই জুটি। ১৩ তম ওভারে ফেরান আরেক ওপেনার ইমামকে। ভাঙে বাবরের সঙ্গে ২৭ বলে ৩২ রানের জুটি। ৩৮ বলে ৩৬ রান করেছেন ইমাম। 

তৃতীয় উইকেটে আবারও জুটি বড় করার চেষ্টা করছেন বাবর ও মোহাম্মদ রিজওয়ান। বাবর ২৯ ও রিজওয়ান ১৪ রানে অপরাজিত আছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত