উপল বড়ুয়া, ঢাকা
বছরখানেক আগেও ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কম কথা হয়নি। টি-টোয়েন্টির সর্বগ্রাসিতার যুগে এক দিনের ক্রিকেটকে নিয়ে শঙ্কা জাগবে, সেটিই স্বাভাবিক। কিন্তু ঐতিহ্য ও ইতিহাসের বইয়ে ধুলো জমলেও যে তা কালের সাক্ষী! এত আলোচনা ও ব্যস্ত সূচির ফাঁকে গত কয়েক বছরে ক্রিকেট নবরূপেও হাজির হয়নি? দুনিয়াজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আধিপত্যের মধ্যেও ফুরিয়ে যায়নি টেস্ট ও ওয়ানডের আবেদন। আর কে না জানে, ক্রিকেটের আসল বিশ্বকাপটি ৫০ ওভারের।
চার বছরের অপেক্ষা শেষে ভারতের ১০ ভেন্যুতে ১০ দল নিয়ে আজ শুরু এই আসল বিশ্বকাপ। গত বিশ্বকাপে লর্ডসের ফাইনালে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচটি যেখানে শেষ হয়েছিল, শুরুটাও হচ্ছে সেখান থেকে। তবে আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচে কিউইরা পাচ্ছে না কেন উইলিয়ামসনকে। পুরোপুরি সুস্থ না হলেও অধিনায়ককে দলে রেখেছে নিউজিল্যান্ড। অভিজ্ঞতার মূল্যটা দিতে জানে তারা। চোটে থাকলেও কেনের সমান সর্বোচ্চ চার বিশ্বকাপ খেলা পেসার টিম সাউদিকেও রেখেছে স্কোয়াডে।
তবে এবার মুছবে তো কিউইদের চোখের জল? ক্রিকেটে কুলীন হলেও গত দুই বিশ্বকাপের ফাইনাল খেলেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি তাদের। তাদের চেয়ে আর এতবার হৃদয় ভেঙেছেই-বা কাদের? ক্রিকেটের সবচেয়ে দুঃখী দলের তালিকা করলে কিউইদের পাশে থাকবে দক্ষিণ আফ্রিকাও। ফাইনাল কখনো খেলেনি ঠিক, তবে পরাক্রমশালী দল হলেও ‘চোকার’ নামের প্রমাণ দিতে যেন বড় মঞ্চে উঠেপড়ে লাগে প্রোটিয়ারা। জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্সের মতো কিংবদিন্তরা ক্রিকেটকেই বিদায় জানিয়েছিলেন ফাইনালে খেলতে না পারার দুঃখ নিয়ে।
তবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ধৈর্যের শিক্ষা নিতে পারে ইংলিশদের কাছ থেকে। ‘ক্রিকেটের জনক’দের বিশ্বকাপ জিততেই যে লাগল ৪৪ বছর! তার আগে চিরপ্রতিদ্বন্দ্বী ইংলিশদের সামনে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতো বিশ্বকাপে ‘লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করবাড়ির ছেলেরা’। সেই ‘লস্কর’ আর কেউ নয়, অস্ট্রেলিয়া। একসময় নির্বাসিত ডাকু-আসামিদের বসতি হয়ে ওঠা অস্ট্রেলিয়া ক্রিকেটের সবচেয়ে সফল দল। এবার কি ফুটবলে ব্রাজিলের মতো এই চিরহলুদেরও ‘হেক্সা’ মিশন ইম্পসিবল থেকে যাবে, নাকি প্যাট কামিন্সরা ভারত মহাসাগর পাড়ি দেবেন হাসতে হাসতে?
এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে প্রায় দেড় মাসের যুদ্ধ শেষে। বিশ্বকাপে আসলে ফেবারিট বেছে নেওয়া মুশকিল। তার পরও সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকারেরা এমন জ্যোতিষচর্চাই করেন—অমুক অমুক ফাইনাল খেলবে। চ্যাম্পিয়ন হবে অমুক দল। সম্ভাব্য ফাইনালিস্ট হিসেবে সবচেয়ে বেশি শোনা গেছে স্বাগতিক ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের নাম। আর সম্ভাব্য সেমিফাইনালিস্ট ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তান।
তবে অঘটন ঘটতেই-বা কতক্ষণ! বিশ্বকাপ বলেই সেটি আরও বেশি করে ভাবাচ্ছে। সরাসরি বিশ্বকাপে সুযোগ পাওয়া বাংলাদেশ ও আফগানিস্তান যে কারও মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। তেমনি ওয়েস্ট ইন্ডিজের মতো দুবারের চ্যাম্পিয়নদের দর্শক বানিয়ে ১২ বছর পর বিশ্বকাপ খেলতে আসা নেদারল্যান্ডসও চমকে দিতে পারে নিজেদের দিনে। টানা দুই এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা যতই সোনালি সময় হারিয়ে ধুঁকতে থাকুক না কেন, কোনো সময় ফেবারিটের তালিকায় না থাকলেও বিশ্বকাপে এলে পুরোপুরি পাল্টে যায় তারা।
এশীয়ই হোক কিংবা অএশীয়—ভারত-পাকিস্তান ফাইনাল চান না এমন ক্রিকেটপ্রেমী নেই বললেই চলে। শুরুতে না যাওয়ার হুমকি-ধমকির পর ভিসা জটিলতা কাটিয়ে প্রায় সাত বছর পর পাশের দেশে আতিথেয়তা নিচ্ছেন পাকিস্তানিরা। তবে ভারতের মাটিতে ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই বাবর আজমদের কারও। ঘরের মাটিতে ভারত সব সময় শক্তিশালী। মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ সালে ওয়াংখেড়েতে বিশ্বকাপ জিতে সেটি আরেকবার প্রমাণ করেছিল তাঁরা। এবার রোহিত শর্মা কি পারবেন ভারতের এক দশক ধরে কোনো আইসিসি শিরোপা না জেতার দুঃখ গোছাতে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ রাঙাতে পারবেন তো আধুনিক ক্রিকেটের দুই বরপুত্র বিরাট কোহলি ও সাকিব আল হাসান? শিরোপার সঙ্গে সর্বোচ্চ রানে একজন আরেকজনকে টপকে যাওয়ার যুদ্ধটাও যে হবে তাঁদের মধ্যে।
এই লড়াইয়ে চ্যাম্পিয়ন যে-ই হোক, সত্যিকারে জয়ী হতে হবে ওয়ানডে ক্রিকেটের! ধুন্ধুমার টি-টোয়েন্টির আমলে ওয়ানডের অস্তিস্ত্ব টিকিয়ে রাখতে হলে দারুণ একটা টুর্নামেন্ট হওয়া চাই-ই চাই।
বছরখানেক আগেও ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কম কথা হয়নি। টি-টোয়েন্টির সর্বগ্রাসিতার যুগে এক দিনের ক্রিকেটকে নিয়ে শঙ্কা জাগবে, সেটিই স্বাভাবিক। কিন্তু ঐতিহ্য ও ইতিহাসের বইয়ে ধুলো জমলেও যে তা কালের সাক্ষী! এত আলোচনা ও ব্যস্ত সূচির ফাঁকে গত কয়েক বছরে ক্রিকেট নবরূপেও হাজির হয়নি? দুনিয়াজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আধিপত্যের মধ্যেও ফুরিয়ে যায়নি টেস্ট ও ওয়ানডের আবেদন। আর কে না জানে, ক্রিকেটের আসল বিশ্বকাপটি ৫০ ওভারের।
চার বছরের অপেক্ষা শেষে ভারতের ১০ ভেন্যুতে ১০ দল নিয়ে আজ শুরু এই আসল বিশ্বকাপ। গত বিশ্বকাপে লর্ডসের ফাইনালে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচটি যেখানে শেষ হয়েছিল, শুরুটাও হচ্ছে সেখান থেকে। তবে আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচে কিউইরা পাচ্ছে না কেন উইলিয়ামসনকে। পুরোপুরি সুস্থ না হলেও অধিনায়ককে দলে রেখেছে নিউজিল্যান্ড। অভিজ্ঞতার মূল্যটা দিতে জানে তারা। চোটে থাকলেও কেনের সমান সর্বোচ্চ চার বিশ্বকাপ খেলা পেসার টিম সাউদিকেও রেখেছে স্কোয়াডে।
তবে এবার মুছবে তো কিউইদের চোখের জল? ক্রিকেটে কুলীন হলেও গত দুই বিশ্বকাপের ফাইনাল খেলেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি তাদের। তাদের চেয়ে আর এতবার হৃদয় ভেঙেছেই-বা কাদের? ক্রিকেটের সবচেয়ে দুঃখী দলের তালিকা করলে কিউইদের পাশে থাকবে দক্ষিণ আফ্রিকাও। ফাইনাল কখনো খেলেনি ঠিক, তবে পরাক্রমশালী দল হলেও ‘চোকার’ নামের প্রমাণ দিতে যেন বড় মঞ্চে উঠেপড়ে লাগে প্রোটিয়ারা। জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্সের মতো কিংবদিন্তরা ক্রিকেটকেই বিদায় জানিয়েছিলেন ফাইনালে খেলতে না পারার দুঃখ নিয়ে।
তবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ধৈর্যের শিক্ষা নিতে পারে ইংলিশদের কাছ থেকে। ‘ক্রিকেটের জনক’দের বিশ্বকাপ জিততেই যে লাগল ৪৪ বছর! তার আগে চিরপ্রতিদ্বন্দ্বী ইংলিশদের সামনে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতো বিশ্বকাপে ‘লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করবাড়ির ছেলেরা’। সেই ‘লস্কর’ আর কেউ নয়, অস্ট্রেলিয়া। একসময় নির্বাসিত ডাকু-আসামিদের বসতি হয়ে ওঠা অস্ট্রেলিয়া ক্রিকেটের সবচেয়ে সফল দল। এবার কি ফুটবলে ব্রাজিলের মতো এই চিরহলুদেরও ‘হেক্সা’ মিশন ইম্পসিবল থেকে যাবে, নাকি প্যাট কামিন্সরা ভারত মহাসাগর পাড়ি দেবেন হাসতে হাসতে?
এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে প্রায় দেড় মাসের যুদ্ধ শেষে। বিশ্বকাপে আসলে ফেবারিট বেছে নেওয়া মুশকিল। তার পরও সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকারেরা এমন জ্যোতিষচর্চাই করেন—অমুক অমুক ফাইনাল খেলবে। চ্যাম্পিয়ন হবে অমুক দল। সম্ভাব্য ফাইনালিস্ট হিসেবে সবচেয়ে বেশি শোনা গেছে স্বাগতিক ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের নাম। আর সম্ভাব্য সেমিফাইনালিস্ট ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তান।
তবে অঘটন ঘটতেই-বা কতক্ষণ! বিশ্বকাপ বলেই সেটি আরও বেশি করে ভাবাচ্ছে। সরাসরি বিশ্বকাপে সুযোগ পাওয়া বাংলাদেশ ও আফগানিস্তান যে কারও মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। তেমনি ওয়েস্ট ইন্ডিজের মতো দুবারের চ্যাম্পিয়নদের দর্শক বানিয়ে ১২ বছর পর বিশ্বকাপ খেলতে আসা নেদারল্যান্ডসও চমকে দিতে পারে নিজেদের দিনে। টানা দুই এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা যতই সোনালি সময় হারিয়ে ধুঁকতে থাকুক না কেন, কোনো সময় ফেবারিটের তালিকায় না থাকলেও বিশ্বকাপে এলে পুরোপুরি পাল্টে যায় তারা।
এশীয়ই হোক কিংবা অএশীয়—ভারত-পাকিস্তান ফাইনাল চান না এমন ক্রিকেটপ্রেমী নেই বললেই চলে। শুরুতে না যাওয়ার হুমকি-ধমকির পর ভিসা জটিলতা কাটিয়ে প্রায় সাত বছর পর পাশের দেশে আতিথেয়তা নিচ্ছেন পাকিস্তানিরা। তবে ভারতের মাটিতে ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই বাবর আজমদের কারও। ঘরের মাটিতে ভারত সব সময় শক্তিশালী। মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ সালে ওয়াংখেড়েতে বিশ্বকাপ জিতে সেটি আরেকবার প্রমাণ করেছিল তাঁরা। এবার রোহিত শর্মা কি পারবেন ভারতের এক দশক ধরে কোনো আইসিসি শিরোপা না জেতার দুঃখ গোছাতে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ রাঙাতে পারবেন তো আধুনিক ক্রিকেটের দুই বরপুত্র বিরাট কোহলি ও সাকিব আল হাসান? শিরোপার সঙ্গে সর্বোচ্চ রানে একজন আরেকজনকে টপকে যাওয়ার যুদ্ধটাও যে হবে তাঁদের মধ্যে।
এই লড়াইয়ে চ্যাম্পিয়ন যে-ই হোক, সত্যিকারে জয়ী হতে হবে ওয়ানডে ক্রিকেটের! ধুন্ধুমার টি-টোয়েন্টির আমলে ওয়ানডের অস্তিস্ত্ব টিকিয়ে রাখতে হলে দারুণ একটা টুর্নামেন্ট হওয়া চাই-ই চাই।
কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।
১ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
২ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
৩ ঘণ্টা আগে