একাদশ থেকেই বাদ হতশ্রী সাকিব, জয়ে ফিরল তাঁর দল 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১০: ৫৭

ফর্ম নিয়ে সাকিব আল হাসান ধুঁকছেন অনেক দিন ধরে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) ব্যাটিং, বোলিং কোনোটিতেই আশানুরূপ পারফরম্যান্স নেই তাঁর। অফফর্মে থাকা সাকিবকে এবার একাদশ থেকেই বাদ দিল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।

লস অ্যাঞ্জেলেসের কাছে এবারের এমএলসিতে জয় হয়ে ওঠে সোনার হরিণ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও টানা ৪ ম্যাচ জয়হীন থাকে দলটি। যার মধ্যে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। অবশেষে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে দ্বিতীয় জয় পেল লস অ্যাঞ্জেলেস। মরিসভিলের চার্চ স্ট্রিট পার্কে গত রাতে সিয়াটল অরকাসকে ৪ উইকেটে হারিয়েছে সুনীল নারাইনের নেতৃত্বাধীন লস অ্যাঞ্জেলেস। ৬ ম্যাচে নারাইনের দল জিতেছে ২ ম্যাচ, হেরেছে ৩ ম্যাচ ও এক ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে দলটি।

১৪৩ রান তাড়া করতে নেমে দলীয় ১৩ রানেই ভেঙে যায় লস অ্যাঞ্জেলেসের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে নারাইনকে বোল্ড করেন লুঙ্গি এনগিদি। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন উন্মুক্ত চাঁদ। ওপেনার জেসন রয়ের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৫৮ রানের জুটি গড়তে অবদান রাখেন চাঁদ। দশম ওভারের পঞ্চম বলে রয়কে ফিরিয়ে জুটি ভাঙেন হারমিত সিং। ২৪ বলে ৩ চারে ২৭ রান করেন রয়।

রয় ফেরার পর এক প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লস অ্যাঞ্জেলেস। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে খেলতে থাকেন চাঁদ। ৪৭ বলে ৩টি করে চার ও ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন তিনি। যা দলটির সর্বোচ্চ ইনিংস। ১৭ তম ওভারের চতুর্থ বলে চাঁদকে যখন হারমিত ফেরান, তখন লস অ্যাঞ্জেলেসের স্কোর ১৬.৪ ওভারে ৫ উইকেটে ১২০ রান। তারপর তাদের জিততে আর কোনো কষ্ট হয়নি। ৫ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে যায় নারাইনের দল।

টস জিতে সিয়াটল অর্কাসের অধিনায়ক হেনরিখ ক্লাসেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৪২ রান করেছে সিয়াটল। ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করেন রায়ান রিকেলটন। ৫২ বলের ইনিংসে মেরেছেন ৭ চার ও ৬ ছক্কা। নারাইন, আন্দ্রে রাসেল, কর্নি ড্রাই, স্পেনসার জনসন—লস অ্যাঞ্জেলের এই চার বোলার প্রত্যেকেই ১টি করে উইকেট নিয়েছেন। বাকি যে দুইটি রানআউট হয়েছে, দুটিই করেছেন নারাইন। সিয়াটল ম্যাচ হারলেও রিকেলটন হয়েছেন ম্যাচসেরা। ঝোড়ো ইনিংসের পাশাপাশি দুটি ক্যাচ দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার।

 ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ওয়াশিংটন ফ্রিডম। টুর্নামেন্টে দলটি এক ম্যাচও হারেনি। লস অ্যাঞ্জেলেসের সঙ্গে ওয়াশিংটনের একটি ম্যাচ বাতিল হয়েছে। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে টেক্সাস সুপার কিংস। তিন ও চারে থাকা সান ফ্রানসিস্কো ইউনিকর্নস ও লস অ্যাঞ্জেলেস দুই দলেরই সমান ৫ পয়েন্ট। ৩ ও ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ ও ছয়ে অবস্থান করছে এমআই নিউইয়র্ক ও সিয়াটল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডুপ্লেক্স বাড়ি থেকে পর্যটন স্পট, কী নেই কম্পিউটার অপারেটর নাজমুলের

তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, কয়েকজন জখম, ট্রেন চলাচল বন্ধ

ঢাকার যানজট নিরসনে ৫ কোটির সিগন্যাল ব্যবস্থা, বাস্তবায়নে লাগবে ৬ মাস

মহাখালী সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, সচিবালয়ে প্রতিনিধিদল

সীতাকুণ্ডে বাসচাপায় নারী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত