নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তৃতীয় দিনের প্রথম সেশন শেষ হতে না হতেই শুরু হয় বৃষ্টির খেলা। সাকিব আল হাসানের ব্যক্তিগত ১৮তম ওভারের পাঁচ বল বাকি থাকতেই মধ্যাহ্নবিরতিতে যেতে হয়েছে। ৪০ মিনিটের মধ্যাহ্নবিরতি শেষ হলেও বৃষ্টি শেষ হতে সময় লেগেছে দুই ঘণ্টার বেশি। বৃষ্টি থামার পরও আধা ঘণ্টা অপেক্ষা করে মাঠ পর্যবেক্ষণ করেন পিচ কিউরেটর, থার্ড আম্পায়ার ও দুই অনফিল্ড আম্পায়ার।
বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের পুরো সময় নষ্ট হয়েছে। বৃষ্টি থামায় অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতকে সফরকারী অধিনায়ক দিমুথ করুনারত্নে ও প্রধান কোচ ক্রিস সিলভারউডের সঙ্গে ড্রেসিংরুমে কথা বলতে দেখা যায়। এরপর পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গেও কথা বলেন তিনি।
আবার বৃষ্টি নামার সম্ভাবনা না থাকায় ২টা ৫০মিনিটে মাঠের ওপর থেকে কভার সরিয়ে নেওয়া হয়। মাঠকর্মীরা দ্রুত মাঠকে খেলার উপযোগী করে তোলেন। দ্বিতীয় সেশন না হলেও ৪টা থেকে তৃতীয় সেশনের খেলা শুরু হবে। তৃতীয় সেশনের শুরুতে নিজের আগের ওভারের বাকি পাঁচ বল করবেন সাকিব।
বৃষ্টির আগে অবশ্য সমান সমানে আছে উভয় দল। প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ২১০ রান। স্বাগতিকদের চেয়ে ১৫৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা। উইকেটে ২৫ রানে অপরাজিত অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে আছেন ৩০ রানে অপরাজিত ধনাঞ্জয়া ডি সিলভা।
তৃতীয় দিনের প্রথম সেশন শেষ হতে না হতেই শুরু হয় বৃষ্টির খেলা। সাকিব আল হাসানের ব্যক্তিগত ১৮তম ওভারের পাঁচ বল বাকি থাকতেই মধ্যাহ্নবিরতিতে যেতে হয়েছে। ৪০ মিনিটের মধ্যাহ্নবিরতি শেষ হলেও বৃষ্টি শেষ হতে সময় লেগেছে দুই ঘণ্টার বেশি। বৃষ্টি থামার পরও আধা ঘণ্টা অপেক্ষা করে মাঠ পর্যবেক্ষণ করেন পিচ কিউরেটর, থার্ড আম্পায়ার ও দুই অনফিল্ড আম্পায়ার।
বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের পুরো সময় নষ্ট হয়েছে। বৃষ্টি থামায় অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতকে সফরকারী অধিনায়ক দিমুথ করুনারত্নে ও প্রধান কোচ ক্রিস সিলভারউডের সঙ্গে ড্রেসিংরুমে কথা বলতে দেখা যায়। এরপর পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গেও কথা বলেন তিনি।
আবার বৃষ্টি নামার সম্ভাবনা না থাকায় ২টা ৫০মিনিটে মাঠের ওপর থেকে কভার সরিয়ে নেওয়া হয়। মাঠকর্মীরা দ্রুত মাঠকে খেলার উপযোগী করে তোলেন। দ্বিতীয় সেশন না হলেও ৪টা থেকে তৃতীয় সেশনের খেলা শুরু হবে। তৃতীয় সেশনের শুরুতে নিজের আগের ওভারের বাকি পাঁচ বল করবেন সাকিব।
বৃষ্টির আগে অবশ্য সমান সমানে আছে উভয় দল। প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ২১০ রান। স্বাগতিকদের চেয়ে ১৫৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা। উইকেটে ২৫ রানে অপরাজিত অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে আছেন ৩০ রানে অপরাজিত ধনাঞ্জয়া ডি সিলভা।
চলছে ডেভিস কাপ ফাইনালস। যেখানে আজ মুখোমুখি হবে জার্মানি-কানাডা। এ ছাড়া নারী চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডসের এফসি টুয়েন্টে...
২০ মিনিট আগেনভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরশু শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ান চড়ার কথা তাদের। এর মধ্যে আজ সন্ধ্যায় এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
১৩ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড শেষ, বরিশাল এখনো জয়ের খোঁজে। নিজেরা সুবিধা করতে না পারলেও রংপুরের বড় ক্ষতি যেন করে দিল তারা! পঞ্চম রাউন্ডে দুই ইনিংসেই দারুণ ব্যাটিং করেছে বরিশাল। আজ শেষ দিন প্রায় পুরোটা সময় ব্যাটিং করে কাটিয়ে দিয়েছে তারা। শেষ বিকেলে ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় রংপুর। ৩৭৩
১৪ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইয়ে হঠাৎ যেন খেই হারাল আর্জেন্টিনা। শেষ চার ম্যাচের মধ্যে দুই হার ও এক ড্র। এমন পরিস্থিতিতে বছরের শেষ ম্যাচে বাংলাদেশ সময় কাল ভোর ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল।
১৬ ঘণ্টা আগে