নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে
নিউজিল্যান্ড দলের সংবাদ সম্মেলন আর মিক্সড জোন শেষে অপেক্ষা শুরু। আইসিসির ভেন্যু ম্যানেজারের তাগাদায় প্রায় আধঘণ্টার অপেক্ষা শেষে সহকারী কোচ নিক পোথাস আর একজন ক্রিকেটারকে নিয়ে মিক্সড জোনে এলেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার।
মিক্সড জোনে মোস্তাফিজুর রহমানকে দেখে একটু বিস্ময় বাংলাদেশি সাংবাদিকদের চোখে। বেশির ভাগ সময়ে সংবাদমাধ্যম থেকে দূরে থাকা ফিজ যথারীতি বড় প্রশ্নে ছোট উত্তর দিলেন। তিন ম্যাচের দুটিতে বড় ব্যবধানে হেরেও এখনো বড় আশা তাঁর, ‘অসম্ভব কোনো কিছু না। আমরা ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি।’
তবে আজ মোস্তাফিজের আফসোস ঝরল আরও ৩০ রান না হওয়ার, ‘আমরা পেসাররা শুরুটা ভালো করেছিলাম। আমাদের যদি আরও ৩০ রান বেশি হতো, তাহলে আরও সুযোগ থাকত। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলত। ২৮০-এর মতো হলে ভালো কিছু হতো।’
ব্যাটাররা ভালো সংগ্রহ এনে দিতে পারছেন না বোলারদের। ধারাবাহিক ব্যর্থ সতীর্থ ব্যাটারদের নিয়ে আশাবাদী মোস্তাফিজ, ‘আশা করি ব্যাটারদের ভালো দিন আসছে।’তাসকিন আহমেদ এখনো নিজেকে মেলে ধরতে পারেননি যথার্থভাবে। মোস্তাফিজ পাশে থাকছেন তাসকিনের, ‘সে তো খারাপ করছে না। ভালো-খারাপ মিলিয়েই হয়। কিছু সময় চাইলেই বোলিং করলে উইকেট পাবেন। কিছু সময় আল্লাহ-বিল্লাহ করলেও পাচ্ছেন না!’
নিউজিল্যান্ড দলের সংবাদ সম্মেলন আর মিক্সড জোন শেষে অপেক্ষা শুরু। আইসিসির ভেন্যু ম্যানেজারের তাগাদায় প্রায় আধঘণ্টার অপেক্ষা শেষে সহকারী কোচ নিক পোথাস আর একজন ক্রিকেটারকে নিয়ে মিক্সড জোনে এলেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার।
মিক্সড জোনে মোস্তাফিজুর রহমানকে দেখে একটু বিস্ময় বাংলাদেশি সাংবাদিকদের চোখে। বেশির ভাগ সময়ে সংবাদমাধ্যম থেকে দূরে থাকা ফিজ যথারীতি বড় প্রশ্নে ছোট উত্তর দিলেন। তিন ম্যাচের দুটিতে বড় ব্যবধানে হেরেও এখনো বড় আশা তাঁর, ‘অসম্ভব কোনো কিছু না। আমরা ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি।’
তবে আজ মোস্তাফিজের আফসোস ঝরল আরও ৩০ রান না হওয়ার, ‘আমরা পেসাররা শুরুটা ভালো করেছিলাম। আমাদের যদি আরও ৩০ রান বেশি হতো, তাহলে আরও সুযোগ থাকত। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলত। ২৮০-এর মতো হলে ভালো কিছু হতো।’
ব্যাটাররা ভালো সংগ্রহ এনে দিতে পারছেন না বোলারদের। ধারাবাহিক ব্যর্থ সতীর্থ ব্যাটারদের নিয়ে আশাবাদী মোস্তাফিজ, ‘আশা করি ব্যাটারদের ভালো দিন আসছে।’তাসকিন আহমেদ এখনো নিজেকে মেলে ধরতে পারেননি যথার্থভাবে। মোস্তাফিজ পাশে থাকছেন তাসকিনের, ‘সে তো খারাপ করছে না। ভালো-খারাপ মিলিয়েই হয়। কিছু সময় চাইলেই বোলিং করলে উইকেট পাবেন। কিছু সময় আল্লাহ-বিল্লাহ করলেও পাচ্ছেন না!’
সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না
১০ ঘণ্টা আগেবাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দিয়েছে তারা। আজ বিকেলে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
১১ ঘণ্টা আগেসরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বেশির ভাগই আড়ালে চলে যান। সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পদ হারান আরও ১০ পরিচালক। কয়েকজন করেছেন পদত্যাগ।
১২ ঘণ্টা আগে