ক্রীড়া ডেস্ক
টপ এন্ড সিরিজের শুরুটা বিসিবি এইচপি পারফরম্যান্স (এইচপি) শুরু করেছে দারুণভাবে। মেলবোর্ন রেনেগেডসকে নিয়ে ছেলেখেলা করেছে আকবর আলীর নেতৃত্বাধীন এইচপি। অস্ট্রেলিয়ায় চলমান টুর্নামেন্টে দাপট দেখিয়ে খেলে যেতে চায় এইচপি।
ডারউইনের গার্ডেনস ওভাল যেন ছিল আজ ‘এক টুকরো বাংলাদেশ’। গ্যালারিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন প্রবাসী দর্শকেরা। প্রবাসী ভক্ত-সমর্থকদের উপস্থিতিতে ৭৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছেন আকবর-রিপন মন্ডল-রাকিবুল ইসলামরা। যেখানে শেষ ৫ উইকেট মেলবোর্ন রেনেগেডস ১৫.২ ওভারে অলআউট হয়েছে ৯৩ রানে। রিপন, রাকিবুল নিয়েছেন তিনটি করে উইকেট। যেখানে ৩.২ ওভার বোলিং করে ২১ রান খরচ করেন রাকিবুল। দুর্দান্ত জয়ের পর বিসিবি প্রচারিত ভিডিওতে রাকিবুল বলেছেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। এরকম একটা টুর্নামেন্টের শুরুতে ম্যাচ জেতা খুবই প্রয়োজন ছিল। ব্যাটিং, বোলিং পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পেরেছি। সামনের ম্যাচগুলোতে কাজে দেবে। ইনশা আল্লাহ, আল্লাহর রহমতে আমরা যেভাবে প্রথম ম্যাচটা জিতে শুরু করেছি, এই আত্মবিশ্বাস ধরে রেখে বাকি ম্যাচগুলো খেলব।’
রেনেগেডস ম্যাচের পরের দিনই মাঠে নামতে হচ্ছে বিসিবি এইচপিকে। বাংলাদেশ সময় আগামীকাল বেলা আড়াইটায় বিগ ব্যাশের আরেক দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে এইচপি। বিগ ব্যাশে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন পার্থ স্করচার্সের বিরুদ্ধে বিসিবি এইচপি খেলবে ১৭ আগস্ট। অস্ট্রেলিয়ার মাঠে বিগ ব্যাশের টিমের বিপক্ষে এমন পারফরম্যান্স অনেক অনুপ্রাণিত করবে বলে মনে করেন রাকিবুল। এই অভিজ্ঞতা বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেলে কাজে লাগাতে চান তরুণ বাঁহাতি স্পিনার।
প্রথমে ব্যাটিং করে বিসিবি এইচপি ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করেছে বিসিবি এইচপি। ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেছেন পারভেজ হোসেন ইমন। তিন নম্বরে নেমে ৪৮ বলের ইনিংসে ৭ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। যেখানে বিধ্বংসী ব্যাটিংয়ের পথে এইচপির এক পর্যায়ে স্কোর হয়ে যায় ১০.৫ ওভারে ৪ উইকেটে ৯২ রান। পঞ্চম উইকেট জুটিতে অনূর্ধ্ব-১৯ দলের আরেক সতীর্থ শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে ইমন ৫১ রানের জুটি গড়েছেন। ইমন বলেন,
‘লক্ষ্য ছিল যতক্ষণ ব্যাটিং করব, নিজের প্রক্রিয়া মেনে ব্যাটিং করব। একটা সময় দেখা গেছে, আমরা শুরুতে তাড়াতাড়ি উইকেট হারিয়েছি। চেষ্টা করছি আসলে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার।’ রাকিবুলের মতো ইমনও মনে করেন, বিগ ব্যাশের দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে অনেক কাজে দেবে।
টপ এন্ড সিরিজের শুরুটা বিসিবি এইচপি পারফরম্যান্স (এইচপি) শুরু করেছে দারুণভাবে। মেলবোর্ন রেনেগেডসকে নিয়ে ছেলেখেলা করেছে আকবর আলীর নেতৃত্বাধীন এইচপি। অস্ট্রেলিয়ায় চলমান টুর্নামেন্টে দাপট দেখিয়ে খেলে যেতে চায় এইচপি।
ডারউইনের গার্ডেনস ওভাল যেন ছিল আজ ‘এক টুকরো বাংলাদেশ’। গ্যালারিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন প্রবাসী দর্শকেরা। প্রবাসী ভক্ত-সমর্থকদের উপস্থিতিতে ৭৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছেন আকবর-রিপন মন্ডল-রাকিবুল ইসলামরা। যেখানে শেষ ৫ উইকেট মেলবোর্ন রেনেগেডস ১৫.২ ওভারে অলআউট হয়েছে ৯৩ রানে। রিপন, রাকিবুল নিয়েছেন তিনটি করে উইকেট। যেখানে ৩.২ ওভার বোলিং করে ২১ রান খরচ করেন রাকিবুল। দুর্দান্ত জয়ের পর বিসিবি প্রচারিত ভিডিওতে রাকিবুল বলেছেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। এরকম একটা টুর্নামেন্টের শুরুতে ম্যাচ জেতা খুবই প্রয়োজন ছিল। ব্যাটিং, বোলিং পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পেরেছি। সামনের ম্যাচগুলোতে কাজে দেবে। ইনশা আল্লাহ, আল্লাহর রহমতে আমরা যেভাবে প্রথম ম্যাচটা জিতে শুরু করেছি, এই আত্মবিশ্বাস ধরে রেখে বাকি ম্যাচগুলো খেলব।’
রেনেগেডস ম্যাচের পরের দিনই মাঠে নামতে হচ্ছে বিসিবি এইচপিকে। বাংলাদেশ সময় আগামীকাল বেলা আড়াইটায় বিগ ব্যাশের আরেক দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে এইচপি। বিগ ব্যাশে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন পার্থ স্করচার্সের বিরুদ্ধে বিসিবি এইচপি খেলবে ১৭ আগস্ট। অস্ট্রেলিয়ার মাঠে বিগ ব্যাশের টিমের বিপক্ষে এমন পারফরম্যান্স অনেক অনুপ্রাণিত করবে বলে মনে করেন রাকিবুল। এই অভিজ্ঞতা বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেলে কাজে লাগাতে চান তরুণ বাঁহাতি স্পিনার।
প্রথমে ব্যাটিং করে বিসিবি এইচপি ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করেছে বিসিবি এইচপি। ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেছেন পারভেজ হোসেন ইমন। তিন নম্বরে নেমে ৪৮ বলের ইনিংসে ৭ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। যেখানে বিধ্বংসী ব্যাটিংয়ের পথে এইচপির এক পর্যায়ে স্কোর হয়ে যায় ১০.৫ ওভারে ৪ উইকেটে ৯২ রান। পঞ্চম উইকেট জুটিতে অনূর্ধ্ব-১৯ দলের আরেক সতীর্থ শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে ইমন ৫১ রানের জুটি গড়েছেন। ইমন বলেন,
‘লক্ষ্য ছিল যতক্ষণ ব্যাটিং করব, নিজের প্রক্রিয়া মেনে ব্যাটিং করব। একটা সময় দেখা গেছে, আমরা শুরুতে তাড়াতাড়ি উইকেট হারিয়েছি। চেষ্টা করছি আসলে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার।’ রাকিবুলের মতো ইমনও মনে করেন, বিগ ব্যাশের দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে অনেক কাজে দেবে।
২৪ বছর মাহমুদুল হাসান জয় পূর্ণ করেছেন গত বুধবার। সুদূর ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের তরুণ ক্রিকেটারের জন্মদিনটা উদযাপন করতে হলে একটু দেরিতেই। সে যা-ই হোক, সতীর্থদের সঙ্গে বিদেশে এমন জন্মদিনের উপলক্ষ্য কজনেরই বা হয়!
৯ মিনিট আগেট্যুর ম্যাচের স্কোর জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনের আন্তর্জাতিক ক্যারিয়ারে যোগ হবে না। কিন্তু নিজেদের ঝালিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ আর কোথায় পেতেন জাকের ও অঙ্কনরা। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে গত রাতে প্রথম দিনে জ্বলে উঠেছে তাঁদের ব্যাট।
১ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট এতটাই ‘আনপ্রেডিক্টেবল’ যে মাঠের খেলার পাশাপাশি বোর্ডেও দৃশ্যপট বদলায় নিয়মিত। কোচদের চাকরি সেখানে তো চরম অনিশ্চয়তার এক বিষয়। গ্যারি কারস্টেনের পর এবারের নাটক জেসন গিলেস্পি।
২ ঘণ্টা আগে