ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকার ২০২৩ বিশ্বকাপের দল ঘোষণার পরই কুইন্টন ডি কক জানিয়েছেন, এরপরই ওয়ানডে থেকে অবসরে যাবেন। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা ডি কক রাঙাচ্ছেন নিজের মতো করে। তিন অঙ্ক ছোয়া যেন এক রকম অভ্যাসে পরিণত করে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটার। কুমার সাঙ্গাকারা, রোহিত শর্মার মতো তারকা ব্যাটারদের রেকর্ডে ভাগ বসিয়ে ফেলেছেন ডি কক।
শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত ৭ অক্টোবর ৮৩ বলে সেঞ্চুরি করেন ডি কক। সেই ম্যাচে সেঞ্চুরি করার পরের বলেই আউট হয়ে গেছেন তিনি। দিল্লির পর এরপর ১২ অক্টোবর লক্ষ্ণৌতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ডি কক ছুঁয়েছেন তিন অঙ্ক। তাতে ২০২৩ বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটার।
শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে সেঞ্চুরির পর তিন অঙ্ক ছুঁতে একটু বিরতি নিয়েছেন ডি কক। ২৪ অক্টোবর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের বিপক্ষে ১৪০ বলে ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটার হিসেবে এক বিশ্বকাপে ৩ সেঞ্চুরির কীর্তি গড়েন ডি কক। প্রোটিয়া এই বাহাতি ব্যাটারের রুদ্রমূর্তি আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে দেখেছে নিউজিল্যান্ড। কিউই বোলারদের ছন্নছাড়া করে ১০৩ বলে সেঞ্চুরি করেছেন ডি কক। ৩৬ তম ওভারের শেষ বলে জিমি নিশামকে লেগ সাইডে দুর্দান্ত ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারের ২১ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটারের এবারের বিশ্বকাপে এটা তাঁর চতুর্থ সেঞ্চুরি। ওয়ানডে বিশ্বকাপে এক আসরে ৪ বা তাঁর বেশি সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার হলেন ডি কক। এর আগে কুমার সাঙ্গাকারা, রোহিত শর্মা এই কীর্তি গড়েছেন।
এক বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরির কীর্তি গড়েন রোহিত। ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা-এই পাঁচ দলের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন রোহিত। যার মধ্যে ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা-তিন দলের বিপক্ষে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ব্যাটার। এর আগে ২০১৫ বিশ্বকাপে টানা চার ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়েন সাঙ্গাকারা। বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ডের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন লঙ্কান বাঁহাতি ব্যাটার।
এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরি:
৫; রোহিত শর্মা (ভারত) ; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা; ২০১৯
৪; কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড; ২০২৩
৪; কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ; প্রতিপক্ষ: বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড; ২০১৫
দক্ষিণ আফ্রিকার ২০২৩ বিশ্বকাপের দল ঘোষণার পরই কুইন্টন ডি কক জানিয়েছেন, এরপরই ওয়ানডে থেকে অবসরে যাবেন। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা ডি কক রাঙাচ্ছেন নিজের মতো করে। তিন অঙ্ক ছোয়া যেন এক রকম অভ্যাসে পরিণত করে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটার। কুমার সাঙ্গাকারা, রোহিত শর্মার মতো তারকা ব্যাটারদের রেকর্ডে ভাগ বসিয়ে ফেলেছেন ডি কক।
শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত ৭ অক্টোবর ৮৩ বলে সেঞ্চুরি করেন ডি কক। সেই ম্যাচে সেঞ্চুরি করার পরের বলেই আউট হয়ে গেছেন তিনি। দিল্লির পর এরপর ১২ অক্টোবর লক্ষ্ণৌতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ডি কক ছুঁয়েছেন তিন অঙ্ক। তাতে ২০২৩ বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটার।
শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে সেঞ্চুরির পর তিন অঙ্ক ছুঁতে একটু বিরতি নিয়েছেন ডি কক। ২৪ অক্টোবর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের বিপক্ষে ১৪০ বলে ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটার হিসেবে এক বিশ্বকাপে ৩ সেঞ্চুরির কীর্তি গড়েন ডি কক। প্রোটিয়া এই বাহাতি ব্যাটারের রুদ্রমূর্তি আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে দেখেছে নিউজিল্যান্ড। কিউই বোলারদের ছন্নছাড়া করে ১০৩ বলে সেঞ্চুরি করেছেন ডি কক। ৩৬ তম ওভারের শেষ বলে জিমি নিশামকে লেগ সাইডে দুর্দান্ত ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারের ২১ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটারের এবারের বিশ্বকাপে এটা তাঁর চতুর্থ সেঞ্চুরি। ওয়ানডে বিশ্বকাপে এক আসরে ৪ বা তাঁর বেশি সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার হলেন ডি কক। এর আগে কুমার সাঙ্গাকারা, রোহিত শর্মা এই কীর্তি গড়েছেন।
এক বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরির কীর্তি গড়েন রোহিত। ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা-এই পাঁচ দলের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন রোহিত। যার মধ্যে ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা-তিন দলের বিপক্ষে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ব্যাটার। এর আগে ২০১৫ বিশ্বকাপে টানা চার ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়েন সাঙ্গাকারা। বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ডের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন লঙ্কান বাঁহাতি ব্যাটার।
এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরি:
৫; রোহিত শর্মা (ভারত) ; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা; ২০১৯
৪; কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড; ২০২৩
৪; কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ; প্রতিপক্ষ: বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড; ২০১৫
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
৩০ মিনিট আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
১ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
২ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনে দেখা গেছে বোলারদের দাপট। মিরপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম-চার ভেন্যুতেই ব্যাটাররা রীতিমতো ধুঁকেছেন। এক দিনেই পড়েছে মোট ৫০টি উইকেট।
২ ঘণ্টা আগে