নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল শনিবার বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনের সময় এক আলোকচিত্রী গ্যালারিতে বল পাঠানোর চ্যালেঞ্জ ছুড়ে মুশফিকুর রহিমকে যেন ‘তাতিয়ে’ই দিলেন। জবাবে মুশফিকও কম যান না। ব্যাট দিয়ে সজোরে বল সেই ফটোসাংবাদিকের উদ্দেশে গ্যালারিতে পাঠিয়ে দিলেন দুবার!
রসিকতা করেই চ্যালেঞ্জটা জিততে গ্যালারিতে বল পাঠিয়েছেন মুশফিক। তবে আজ ‘সিরিয়াসলি’ বল গ্যালারিতে পাঠাতে চাইবেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। গত ম্যাচে গোল্ডেন ডাকে ফেরায় মুশফিকের রানক্ষুধা নিশ্চিত আরও বেড়েছে। হয়তো তাঁর কাছ থেকে দেখা মিলতে পারে দুর্দান্ত এক ইনিংস। মুশফিকের ব্যাটিং নিয়ে সংশয় ছিল না কখনোই। সংশয় যত তাঁর কিপিং নিয়ে। এই যেমন আজ কি উইকেটকিপিংয়ে ফিরছেন, প্রশ্নটা এসে যাচ্ছে বিশেষ এক কারণে।
নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, প্রথম দুই টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান ও পরের দুটিতে কিপিং করবেন মুশফিক। দুই ম্যাচের পারফরম্যান্স দেখে ঠিক হবে সিরিজের পঞ্চম ম্যাচে কে দাঁড়াবেন উইকেটের পেছনে।
কোচের কথা অনুযায়ী আজ গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানোর কথা মুশির। তবে গতকাল মুশফিক কিপিং অনুশীলন না করায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কাল তো অনুশীলনের পুরোটা সময় ব্যাটিংই করেছেন। ইনডোরে ব্যাটিং অনুশীলনের পর মূল মাঠে বড় শট খেলে অনুশীলন করেন। কিপিং গ্লাভস বেরই করেননি তিনি। যদিও অন্য সময়ে ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়েও তিনি নিয়মিতই ঝালিয়ে নেন। আর এবার দুই মাসের বেশি সময় উইকেটকিপিং করছেন না মুশফিক। এখন তো তাঁর আরও বেশি ঝালিয়ে নেওয়ার কথা ছিল।
প্রথম দুই ম্যাচে আউটফিল্ডে দারুণ ফিল্ডিং করেছেন মুশফিক। দুই দল মিলিয়ে সর্বোচ্চ চারটি ক্যাচ ধরেছেন তিনিই। মুশফিকের কিপিং নিয়ে অবশ্য টিম ম্যানেজমেন্ট আপাতত মুখে তালা মেরে রেখেছে। বিষয়টি বেশ স্পর্শকাতর হয়ে গেছে নির্বাচকদের কাছেও। গতকাল এক অনুষ্ঠানে যেমন সাংবাদিকেরা নির্বাচক হাবিবুল বাশার সুমনকে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে সযত্নেই এড়িয়ে গেছেন তিনি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল শনিবার বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনের সময় এক আলোকচিত্রী গ্যালারিতে বল পাঠানোর চ্যালেঞ্জ ছুড়ে মুশফিকুর রহিমকে যেন ‘তাতিয়ে’ই দিলেন। জবাবে মুশফিকও কম যান না। ব্যাট দিয়ে সজোরে বল সেই ফটোসাংবাদিকের উদ্দেশে গ্যালারিতে পাঠিয়ে দিলেন দুবার!
রসিকতা করেই চ্যালেঞ্জটা জিততে গ্যালারিতে বল পাঠিয়েছেন মুশফিক। তবে আজ ‘সিরিয়াসলি’ বল গ্যালারিতে পাঠাতে চাইবেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। গত ম্যাচে গোল্ডেন ডাকে ফেরায় মুশফিকের রানক্ষুধা নিশ্চিত আরও বেড়েছে। হয়তো তাঁর কাছ থেকে দেখা মিলতে পারে দুর্দান্ত এক ইনিংস। মুশফিকের ব্যাটিং নিয়ে সংশয় ছিল না কখনোই। সংশয় যত তাঁর কিপিং নিয়ে। এই যেমন আজ কি উইকেটকিপিংয়ে ফিরছেন, প্রশ্নটা এসে যাচ্ছে বিশেষ এক কারণে।
নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, প্রথম দুই টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান ও পরের দুটিতে কিপিং করবেন মুশফিক। দুই ম্যাচের পারফরম্যান্স দেখে ঠিক হবে সিরিজের পঞ্চম ম্যাচে কে দাঁড়াবেন উইকেটের পেছনে।
কোচের কথা অনুযায়ী আজ গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানোর কথা মুশির। তবে গতকাল মুশফিক কিপিং অনুশীলন না করায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কাল তো অনুশীলনের পুরোটা সময় ব্যাটিংই করেছেন। ইনডোরে ব্যাটিং অনুশীলনের পর মূল মাঠে বড় শট খেলে অনুশীলন করেন। কিপিং গ্লাভস বেরই করেননি তিনি। যদিও অন্য সময়ে ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়েও তিনি নিয়মিতই ঝালিয়ে নেন। আর এবার দুই মাসের বেশি সময় উইকেটকিপিং করছেন না মুশফিক। এখন তো তাঁর আরও বেশি ঝালিয়ে নেওয়ার কথা ছিল।
প্রথম দুই ম্যাচে আউটফিল্ডে দারুণ ফিল্ডিং করেছেন মুশফিক। দুই দল মিলিয়ে সর্বোচ্চ চারটি ক্যাচ ধরেছেন তিনিই। মুশফিকের কিপিং নিয়ে অবশ্য টিম ম্যানেজমেন্ট আপাতত মুখে তালা মেরে রেখেছে। বিষয়টি বেশ স্পর্শকাতর হয়ে গেছে নির্বাচকদের কাছেও। গতকাল এক অনুষ্ঠানে যেমন সাংবাদিকেরা নির্বাচক হাবিবুল বাশার সুমনকে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে সযত্নেই এড়িয়ে গেছেন তিনি।
কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।
২ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
৩ ঘণ্টা আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
৩ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
৪ ঘণ্টা আগে