ক্রীড়া ডেস্ক
এবারের বিশ্বকাপে পাকিস্তানের উদ্বোধনী জুটি দ্রুত ভেঙে যাওয়া যেন এক রকম নিয়মে পরিণত হয়েছে। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের দুই ওপেনার দ্রুত ড্রেসিংরুমে ফিরে গেছেন। শুরুর ধাক্কা সামলে এখন দুর্দান্ত খেলছে বাবর আজমের পাকিস্তান।
টস জিতে আজ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর। দলীয় ২০ রানে ভেঙে যায় পাকিস্তানের উদ্বোধনী জুটি। পঞ্চম ওভারের তৃতীয় বলে মার্কো ইয়ানসেনের বাউন্সার পুল করতে যান শফিক। ঠিকমতো সংযোগ না হওয়ায় ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা লুঙ্গি এনগিদি সহজ ক্যাচ ধরেছেন। ১৭ বলে ১ চারে ৯ রান করেন শফিক।
শফিকের বিদায়ের পর উইকেটে আসেন বাবর। পাকিস্তান অধিনায়ক ও ওপেনার ইমাম-উল-হক দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর আক্রমণাত্মক খেলতে থাকেন। এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ইয়ানসেন। সপ্তম ওভারের তৃতীয় বলে কাভার ড্রাইভ করতে যান ইমাম। আউটসাইড এজ হওয়া বল শর্ট থার্ড ম্যানে সহজে ধরেছেন হেনরিখ ক্লাসেন। ১৮ বলে ২ চারে ১২ রান করেন ইমাম। তাতে বাবরের দলের স্কোর দাঁড়ায় ৬.৩ ওভারে ২ উইকেটে ৩৮ রান। দ্বিতীয় উইকেটে বাবর-ইমামের জুটি ছিল ১৪ বলে ১৮ রানের।
শফিক, ইমাম আউট হওয়ার পর উইকেটে আসেন মোহাম্মদ রিজওয়ান। উইকেটে এসে প্রথম বলেই আউট হতে পারতেন রিজওয়ান। সপ্তম ওভারের চতুর্থ বলে ইয়ানসেনকে মিড অন দিয়ে স্ট্রেইট ড্রাইভ করতে যান পাকিস্তান উইকেটরক্ষক ব্যাটার। তবে ডানদিকে উড়েও বল তালুবন্দী করতে পারেননি ইয়ানসেন। বেঁচে যাওয়া রিজওয়ান এরপর ওপেনার ইমামকে নিয়ে সাবলীলভাবে খেলেছেন। প্রথম ১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৫৮ রান।
যতক্ষণ বাবর-রিজওয়ান জুটি বেঁধে ব্যাটিং করছিলেন, পাকিস্তানও রান তুলতে থাকে দারুণভাবে। তৃতীয় উইকেটে বাবরের সঙ্গে রিজওয়ান ৫৬ বলে ৪৮ রানের জুটি গড়তে অবদান রেখেছেন। ১৬ তম ওভারে এই ম্যাচে নিজের প্রথম ওভার বোলিংয়ে এসে উইকেট তুলে নিয়েছেন জেরাল্ড কোয়েটজি। এই ওভারের পঞ্চম বলে কোয়েটজির বাউন্সার লাফ দিয়ে পুল করতে যান রিজওয়ান। আউটসাইড এজ হওয়া বল সুন্দরমতো তালুবন্দী করেছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি কক। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩১ রান করেন রিজওয়ান।
৩ উইকেট হারানোর পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসেন ইফতিখার আহমেদ। শুরুতে রানের জন্য সংগ্রাম করলেও ধীরে ধীরে উইকেটে মানিয়ে নিচ্ছেন ইফতিখার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের স্কোর ২১ ওভার শেষে ৩ উইকেটে ১১১ রান। ৪৭ বলে ৪ চারে ৩৭ রানে ব্যাটিং করছেন বাবর। আর ইফতিখার ১৯ বলে ১ ছক্কায় ১২ রানে অপরাজিত আছেন।
এবারের বিশ্বকাপে পাকিস্তানের উদ্বোধনী জুটি দ্রুত ভেঙে যাওয়া যেন এক রকম নিয়মে পরিণত হয়েছে। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের দুই ওপেনার দ্রুত ড্রেসিংরুমে ফিরে গেছেন। শুরুর ধাক্কা সামলে এখন দুর্দান্ত খেলছে বাবর আজমের পাকিস্তান।
টস জিতে আজ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর। দলীয় ২০ রানে ভেঙে যায় পাকিস্তানের উদ্বোধনী জুটি। পঞ্চম ওভারের তৃতীয় বলে মার্কো ইয়ানসেনের বাউন্সার পুল করতে যান শফিক। ঠিকমতো সংযোগ না হওয়ায় ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা লুঙ্গি এনগিদি সহজ ক্যাচ ধরেছেন। ১৭ বলে ১ চারে ৯ রান করেন শফিক।
শফিকের বিদায়ের পর উইকেটে আসেন বাবর। পাকিস্তান অধিনায়ক ও ওপেনার ইমাম-উল-হক দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর আক্রমণাত্মক খেলতে থাকেন। এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ইয়ানসেন। সপ্তম ওভারের তৃতীয় বলে কাভার ড্রাইভ করতে যান ইমাম। আউটসাইড এজ হওয়া বল শর্ট থার্ড ম্যানে সহজে ধরেছেন হেনরিখ ক্লাসেন। ১৮ বলে ২ চারে ১২ রান করেন ইমাম। তাতে বাবরের দলের স্কোর দাঁড়ায় ৬.৩ ওভারে ২ উইকেটে ৩৮ রান। দ্বিতীয় উইকেটে বাবর-ইমামের জুটি ছিল ১৪ বলে ১৮ রানের।
শফিক, ইমাম আউট হওয়ার পর উইকেটে আসেন মোহাম্মদ রিজওয়ান। উইকেটে এসে প্রথম বলেই আউট হতে পারতেন রিজওয়ান। সপ্তম ওভারের চতুর্থ বলে ইয়ানসেনকে মিড অন দিয়ে স্ট্রেইট ড্রাইভ করতে যান পাকিস্তান উইকেটরক্ষক ব্যাটার। তবে ডানদিকে উড়েও বল তালুবন্দী করতে পারেননি ইয়ানসেন। বেঁচে যাওয়া রিজওয়ান এরপর ওপেনার ইমামকে নিয়ে সাবলীলভাবে খেলেছেন। প্রথম ১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৫৮ রান।
যতক্ষণ বাবর-রিজওয়ান জুটি বেঁধে ব্যাটিং করছিলেন, পাকিস্তানও রান তুলতে থাকে দারুণভাবে। তৃতীয় উইকেটে বাবরের সঙ্গে রিজওয়ান ৫৬ বলে ৪৮ রানের জুটি গড়তে অবদান রেখেছেন। ১৬ তম ওভারে এই ম্যাচে নিজের প্রথম ওভার বোলিংয়ে এসে উইকেট তুলে নিয়েছেন জেরাল্ড কোয়েটজি। এই ওভারের পঞ্চম বলে কোয়েটজির বাউন্সার লাফ দিয়ে পুল করতে যান রিজওয়ান। আউটসাইড এজ হওয়া বল সুন্দরমতো তালুবন্দী করেছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি কক। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩১ রান করেন রিজওয়ান।
৩ উইকেট হারানোর পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসেন ইফতিখার আহমেদ। শুরুতে রানের জন্য সংগ্রাম করলেও ধীরে ধীরে উইকেটে মানিয়ে নিচ্ছেন ইফতিখার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের স্কোর ২১ ওভার শেষে ৩ উইকেটে ১১১ রান। ৪৭ বলে ৪ চারে ৩৭ রানে ব্যাটিং করছেন বাবর। আর ইফতিখার ১৯ বলে ১ ছক্কায় ১২ রানে অপরাজিত আছেন।
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
১১ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
১২ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
১২ ঘণ্টা আগে