ক্রীড়া ডেস্ক
ডেভিড ওয়ার্নারের উইকেট বলে কথা। ক্যাচ ধরার পর রোয়েলফ ফন ডার মারউইর বুনো উল্লাস থাকাটাই স্বাভাবিক। কিন্তু ওয়ার্নার যে খুব আত্মবিশ্বাসী ছিলেন। তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত যাওয়ার পর দেখা গেল মারউই বল পুরোপুরি ধরে রাখতে না রাখতেই মাটি স্পর্শ করেছে। এভাবে বেঁচে যাওয়ার পর রেকর্ড গড়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ছাড়িয়ে গেছেন রিকি পন্টিংকে।
টস জিতে আজ ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া। ৩.৫ ওভারে ১ উইকেটে ২৮ রান হয়ে যায় অজিদের। ১৫ বলে ৯ রান করে আউট হয়ে যান মিচেল মার্শ। মার্শের আউটের পর আক্রমণাত্মক হয়ে যান ওয়ার্নার। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা স্মিথকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ওয়ার্নার। নেদারল্যান্ডস বোলাররা রীতিমতো দিশেহারা হয়ে যান ওয়ার্নার স্মিথের আক্রমণাত্মক ব্যাটিংয়ে।
২৩ তম ওভারে ওয়ার্নারের সঙ্গে ঘটেছে অদ্ভুত ঘটনা। ওভারের চতুর্থ বলে বাস ডি লিডকে চার মারেন ওয়ার্নার। ঠিক তার পরের বলে কাভার এলাকা দিয়ে চার মারার চেষ্টা করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। ফন ডার মারউই ক্যাচ ধরে উল্লাস প্রকাশ করলেও ওয়ার্নার বুঝতে পেরেছেন যে তিনি আউট হননি। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের রান ছিল ৭৩। এভাবে ‘প্রতারণা’ থেকে বেঁচে যাওয়ার পর একই ওভারের শেষ বলে চার মেরেছেন ওয়ার্নার।
কিছুক্ষণ পর আউট হয়েছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২৩.৩ ওভারে ২ উইকেটে ১৬০ রান। এরপর মারনাস লাবুশেন এসে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকায় অপেক্ষা বাড়তে থাকে ওয়ার্নারের। শেষ পর্যন্ত ৩৯ তম ওভারে গিয়ে সেঞ্চুরি পেয়েছেন ওয়ার্নার। ওভারের তৃতীয় বলে ডি লিডকে স্কয়ার লেগ দিয়ে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারের ২২ তম সেঞ্চুরি তুলে নেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বকাপ ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। তাতে রিকি পন্টিংকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি করে ফেলেন বাঁহাতি ওপেনার।
সেঞ্চুরির পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি ওয়ার্নার। ৯৩ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০৪ রান করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান করেছে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ২২ রানে ব্যাটিং করছেন। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এখনো রানের খাতা খুলতে পারেননি।
ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার শীর্ষ পাঁচ ব্যাটার:
৬-ডেভিড ওয়ার্নার
৫-রিকি পন্টিং
৪-মার্ক ওয়াহ
৩-অ্যারন ফিঞ্চ
৩-ম্যাথ্যু হেইডেন
ডেভিড ওয়ার্নারের উইকেট বলে কথা। ক্যাচ ধরার পর রোয়েলফ ফন ডার মারউইর বুনো উল্লাস থাকাটাই স্বাভাবিক। কিন্তু ওয়ার্নার যে খুব আত্মবিশ্বাসী ছিলেন। তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত যাওয়ার পর দেখা গেল মারউই বল পুরোপুরি ধরে রাখতে না রাখতেই মাটি স্পর্শ করেছে। এভাবে বেঁচে যাওয়ার পর রেকর্ড গড়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ছাড়িয়ে গেছেন রিকি পন্টিংকে।
টস জিতে আজ ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া। ৩.৫ ওভারে ১ উইকেটে ২৮ রান হয়ে যায় অজিদের। ১৫ বলে ৯ রান করে আউট হয়ে যান মিচেল মার্শ। মার্শের আউটের পর আক্রমণাত্মক হয়ে যান ওয়ার্নার। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা স্মিথকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ওয়ার্নার। নেদারল্যান্ডস বোলাররা রীতিমতো দিশেহারা হয়ে যান ওয়ার্নার স্মিথের আক্রমণাত্মক ব্যাটিংয়ে।
২৩ তম ওভারে ওয়ার্নারের সঙ্গে ঘটেছে অদ্ভুত ঘটনা। ওভারের চতুর্থ বলে বাস ডি লিডকে চার মারেন ওয়ার্নার। ঠিক তার পরের বলে কাভার এলাকা দিয়ে চার মারার চেষ্টা করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। ফন ডার মারউই ক্যাচ ধরে উল্লাস প্রকাশ করলেও ওয়ার্নার বুঝতে পেরেছেন যে তিনি আউট হননি। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের রান ছিল ৭৩। এভাবে ‘প্রতারণা’ থেকে বেঁচে যাওয়ার পর একই ওভারের শেষ বলে চার মেরেছেন ওয়ার্নার।
কিছুক্ষণ পর আউট হয়েছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২৩.৩ ওভারে ২ উইকেটে ১৬০ রান। এরপর মারনাস লাবুশেন এসে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকায় অপেক্ষা বাড়তে থাকে ওয়ার্নারের। শেষ পর্যন্ত ৩৯ তম ওভারে গিয়ে সেঞ্চুরি পেয়েছেন ওয়ার্নার। ওভারের তৃতীয় বলে ডি লিডকে স্কয়ার লেগ দিয়ে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারের ২২ তম সেঞ্চুরি তুলে নেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বকাপ ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। তাতে রিকি পন্টিংকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি করে ফেলেন বাঁহাতি ওপেনার।
সেঞ্চুরির পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি ওয়ার্নার। ৯৩ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০৪ রান করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান করেছে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ২২ রানে ব্যাটিং করছেন। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এখনো রানের খাতা খুলতে পারেননি।
ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার শীর্ষ পাঁচ ব্যাটার:
৬-ডেভিড ওয়ার্নার
৫-রিকি পন্টিং
৪-মার্ক ওয়াহ
৩-অ্যারন ফিঞ্চ
৩-ম্যাথ্যু হেইডেন
হতাশাজনক আফগানিস্তান সিরিজ ঝেরে ফেলে বাংলাদেশ দলের এখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মনোযোগ দেওয়ার পালা। সিরিজ সামনে রেখে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মনোরম পরিবেশে সময়টা খুব ভালো কাটছে বলে জানিয়েছেন তাইজুল ইসলাম।
১ ঘণ্টা আগেসময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, কোথাও সাফল্যের দেখা পাচ্ছেন না মেসি গত ১ মাস ধরে। এরই মধ্যে ব্রাজিলের এক রেফারিকে শাসিয়ে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমনকি চোটে জর্জর ওয়েস্ট ইন্ডিজ শেষভাগে বাধ্য হয়ে এনেছে পরিবর্তনও। এই ‘বিরুদ্ধ’ পরিস্থিতিতেই জ্বলে উঠল ক্যারিবীয়রা। ভেঙে দিল ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড।
২ ঘণ্টা আগে