ক্রীড়া ডেস্ক
পঞ্চম উইকেটে সৌদ শাকিল ও সরফরাজ আহমেদের ১৫০ রানের জুটিতে করাচি টেস্টের তৃতীয় দিন নিজেদের করে নিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের চেয়ে প্রথম ইনিংসে ৪২ রানে পিছিয়ে আছে স্বাগতিকেরা। কিউইরা প্রথম ইনিংসে করে ৪৪৯ রান।
দিনের শুরুতে ওপেনার ইমাম-উল-হককে হারানোর পর জুটি বাঁধেন শাকিল ও সরফরাজ। এই জুটি থামে দলীয় ৩৩২ রানে।
সরফরাজ ৭৮ রানে ফিরলেও টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন শাকিল। তাঁর ব্যাটে ভর করে ৯ উইকেটে ৪০৭ রানে দিন পার করেছে পাকিস্তান। সারা দিনে কিউই বোলারদের প্রাপ্তি ৬ উইকেট।
৩ উইকেটে ১৫৪ রান নিয়ে করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ করেছিল পাকিস্তান। তার সঙ্গে আর ২৮ রান জমা হতেই টিম সাউদির বলে উইকেটের পেছনে টম ব্লান্ডেলের গ্লাভসে ধরা পড়েন ইমাম (৮৩)। ৭৪ রান নিয়ে দিন শুরু করেছিলেন তিনি।
১৩ রান নিয়ে দিন শুরু করা শাকিল সেঞ্চুরি তুলে নেন ইনিংসের ৯৯তম ওভারে। তিন অঙ্কের ঘরে পা রাখার পথে আগা সালমানের সঙ্গে ৫৩ রানের জুটিও গড়েন। ৩৩৬ বলে ১৭ চারে ১২৪ রানে অপরাজিত আছেন শাকিল। লেজের ব্যাটার আবরার আহমেদকে (০) সঙ্গে নিয়ে চতুর্থ দিন শুরু করবেন তিনি।
পঞ্চম উইকেটে সৌদ শাকিল ও সরফরাজ আহমেদের ১৫০ রানের জুটিতে করাচি টেস্টের তৃতীয় দিন নিজেদের করে নিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের চেয়ে প্রথম ইনিংসে ৪২ রানে পিছিয়ে আছে স্বাগতিকেরা। কিউইরা প্রথম ইনিংসে করে ৪৪৯ রান।
দিনের শুরুতে ওপেনার ইমাম-উল-হককে হারানোর পর জুটি বাঁধেন শাকিল ও সরফরাজ। এই জুটি থামে দলীয় ৩৩২ রানে।
সরফরাজ ৭৮ রানে ফিরলেও টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন শাকিল। তাঁর ব্যাটে ভর করে ৯ উইকেটে ৪০৭ রানে দিন পার করেছে পাকিস্তান। সারা দিনে কিউই বোলারদের প্রাপ্তি ৬ উইকেট।
৩ উইকেটে ১৫৪ রান নিয়ে করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ করেছিল পাকিস্তান। তার সঙ্গে আর ২৮ রান জমা হতেই টিম সাউদির বলে উইকেটের পেছনে টম ব্লান্ডেলের গ্লাভসে ধরা পড়েন ইমাম (৮৩)। ৭৪ রান নিয়ে দিন শুরু করেছিলেন তিনি।
১৩ রান নিয়ে দিন শুরু করা শাকিল সেঞ্চুরি তুলে নেন ইনিংসের ৯৯তম ওভারে। তিন অঙ্কের ঘরে পা রাখার পথে আগা সালমানের সঙ্গে ৫৩ রানের জুটিও গড়েন। ৩৩৬ বলে ১৭ চারে ১২৪ রানে অপরাজিত আছেন শাকিল। লেজের ব্যাটার আবরার আহমেদকে (০) সঙ্গে নিয়ে চতুর্থ দিন শুরু করবেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর প্রশংসায় ভাসছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু যে পাকিস্তানের নামের পাশে ‘আনপ্রেডিক্টেবল’ ট্যাগ, তাদের নিয়ে ভবিষ্যদ্বাণী করা দুরূহ ব্যাপার। টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হয়েছে এশিয়ার দলটি।
১ ঘণ্টা আগেশিরোনাম দেখে হয়তো অনেকে চমকে যেতে পারেন। এই তো এ বছরের ২৯ জুন রোহিত শর্মার নেতৃত্বে বার্বাডোজে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল। কদিন আগে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে দুমড়ে মুচড়ে দিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। চার ইনিংসে তিনবার ২০০ পেরিয়েছে ভারত।
২ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে পরশু পাল্লেকেলেতে শ্রীলঙ্কার ফুরিয়েছে ১২ বছরের অপেক্ষা। এক যুগ পর ওয়ানডে সিরিজ জয়ী শ্রীলঙ্কার সামনে আজ হোয়াইটওয়াশের সুযোগ। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে।
৩ ঘণ্টা আগে২০২৪ এর ১৫ জুলাই-আনহেল দি মারিয়ার কান্নাভেজা চোখের ছবি নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে রয়েছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেদিনই কোপা আমেরিকার ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তবে আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি না পরলেও ফুটবল মাঠটা তিনি বড্ড মিস করেন।
৩ ঘণ্টা আগে