ক্রীড়া ডেস্ক
কানপুর টেস্টের প্রথম দিনে নতুন মাইলফলক স্পর্শ করলেন রবিচন্দ্রন অশ্বিন। পূর্বসূরি অনিল কুম্বলেকে ছাড়িয়ে এশিয়ার মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ভারতীয় স্পিনার।
বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। দ্বিতীয় সেশন খেলা হয়েছে ৯ ওভার। বাংলাদেশ দিন পার করেছে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ধীরস্থির ব্যাটিংয়ের শুরুর আভাস দিলেও আকাশ দীপের বলে দ্রুত ফিরে যান দুই ওপেনার জাকির হোসেন (০) ও সাদমান ইসলাম (২৪)। সেই ধাক্কা সামাল দেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি।
তবে দ্বিতীয় সেশন শুরু করে বেশি দূর এগোতে পারেনি এই জুটি। অশ্বিন এলবিডব্লুর ফাঁদে ফেলেন শান্তকে। বাংলাদেশ অধিনায়ক ৫৭ বলে ৩১ রান করে ফেরেন সাজঘরে। এই উইকেট নিয়েই কুম্বলেকে ছাড়িয়ে যান চেন্নাই টেস্টের ম্যাচসেরা অশ্বিন। এশিয়ার মাটিতে তাঁর উইকেটসংখ্যা দাঁড়াল ৪২০।
এ তালিকার তিনে নেমে যাওয়া ভারতের সাবেক স্পিনার কুম্বলের উইকেট ৪১৯। সবার ওপরে থাকা লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের উইকেট ৬১২। ৩৫৪ উইকেট নিয়ে চারে রঙ্গনা হেরাথ ও ৩০০ উইকেট নিয়ে পাঁচে হরভজন সিং। এ তালিকার ওপরের পাঁচ জনই স্পিনার।
কানপুরে আগামীকাল ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শুরু করবেন মুমিনুল (৪০) ও মুশফিক (৬)।
কানপুর টেস্টের প্রথম দিনে নতুন মাইলফলক স্পর্শ করলেন রবিচন্দ্রন অশ্বিন। পূর্বসূরি অনিল কুম্বলেকে ছাড়িয়ে এশিয়ার মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ভারতীয় স্পিনার।
বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। দ্বিতীয় সেশন খেলা হয়েছে ৯ ওভার। বাংলাদেশ দিন পার করেছে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ধীরস্থির ব্যাটিংয়ের শুরুর আভাস দিলেও আকাশ দীপের বলে দ্রুত ফিরে যান দুই ওপেনার জাকির হোসেন (০) ও সাদমান ইসলাম (২৪)। সেই ধাক্কা সামাল দেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি।
তবে দ্বিতীয় সেশন শুরু করে বেশি দূর এগোতে পারেনি এই জুটি। অশ্বিন এলবিডব্লুর ফাঁদে ফেলেন শান্তকে। বাংলাদেশ অধিনায়ক ৫৭ বলে ৩১ রান করে ফেরেন সাজঘরে। এই উইকেট নিয়েই কুম্বলেকে ছাড়িয়ে যান চেন্নাই টেস্টের ম্যাচসেরা অশ্বিন। এশিয়ার মাটিতে তাঁর উইকেটসংখ্যা দাঁড়াল ৪২০।
এ তালিকার তিনে নেমে যাওয়া ভারতের সাবেক স্পিনার কুম্বলের উইকেট ৪১৯। সবার ওপরে থাকা লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের উইকেট ৬১২। ৩৫৪ উইকেট নিয়ে চারে রঙ্গনা হেরাথ ও ৩০০ উইকেট নিয়ে পাঁচে হরভজন সিং। এ তালিকার ওপরের পাঁচ জনই স্পিনার।
কানপুরে আগামীকাল ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শুরু করবেন মুমিনুল (৪০) ও মুশফিক (৬)।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধ’ এখনো শেষ হয়নি। এই ঝামেলার মধ্যে বিশ্ব ক্রিকেটের অভিভাবক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশ করেছে ট্রফির ভ্রমণ সূচি। বাংলাদেশে ট্রফিটি ভ্রমণ করবে আগামী মাসে।
৩৭ মিনিট আগেদুই ম্যাচ আগেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের একেবারে শেষ ভাগে এসে আরেক দফা ধাক্কা খেল উইন্ডিজ। শেষ দুই টি-টোয়েন্টির জন্য ক্যারিবীয় দলে এসেছে রদবদল।
১ ঘণ্টা আগেবাইসাইকেল কিকে এর আগেও গোল করেছেন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ৩৯ বছর বয়সে বাইসাইকেল কিকে গোল করে পর্তুগিজ মহাতারকা যেন রীতিমতো তাক লাগিয়ে দিলেন। রোনালদোর জোড়া গোলে গতকাল উয়েফা নেশনস লিগে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল...
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির মাঝে বাংলাদেশ, সাকিব আল হাসানের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যেন আলোচনা থামছেই না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তাঁকে পাওয়া যায়নি। ছিলেন না সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। এবার প্রশ্ন উঠেছে—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
২ ঘণ্টা আগে