নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্টে ক্যাচ মিস যেন বাংলাদেশের জন্য এখন বেশ পরিচিত ঘটনা। মাঠের পজিশন যেখানেই হোক না কেন, গুরুত্বপূর্ণ সময়ে প্রায়ই ক্যাচ মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা। ক্যাচ মিসের মাশুল গুনতে হয় নাজমুল হোসেন শান্তদের।
সিলেট থেকে চট্টগ্রাম—শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই দেখা গেছে ক্যাচ ধরার সময় বাংলাদেশের ফিল্ডারদের আত্মবিশ্বাসের অভাব। অনেক সময় একাধিক ফিল্ডার মিলেও বল তালুবন্দী করতে পারেন না। তেমনই এক ঘটনা ঘটেছে আজ চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ১২১ তম ওভারের ঘটনা। ওভারের শেষ বলে বাংলাদেশ পেসার খালেদ আহমেদকে ড্রাইভ করতে যান সদ্য উইকেটে আসা প্রবাথ জয়সুরিয়া। প্রথম স্লিপে শান্ত প্রথমে ক্যাচ মিস করেন। শান্ত ক্যাচ মিস করলেও দ্বিতীয় স্লিপে থাকা শাহাদাত হোসেন দীপুর ক্যাচ ধরার সুযোগ ছিল। দীপুর মিসের পর তৃতীয় স্লিপে থাকা জাকির হোসেন বলের আর নাগাল পাননি। ৪১৯ রানে যেখানে পড়ত সপ্তম উইকেট, সেই সপ্তম উইকেট লঙ্কানরা হারিয়েছে ৪৭৬ রানে। অদ্ভুতুড়ে এই ক্যাচ মিস প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প বলেন, ‘আমার মতে, দীপুর ভালো সুযোগ ছিল ক্যাচ ধরার। ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করায় প্রতিক্রিয়া ভালো থাকার কথা। আমি মনে করি, যখন একবার ফসকে গেছে, তাদের কোনো একজনের ধরা উচিত ছিল। তবে দুর্ভাগ্যবশত তা হয়নি। আমরা এসব তেমন একটা দেখি না।’
বাংলাদেশের ফিল্ডাররা বেশিরভাগ ক্যাচ মিস করেন স্লিপ পজিশনে। এমন স্থানে ক্যাচ ধরার টোটকা দিলেন হেম্প, ‘স্লিপ ফিল্ডারের জন্য এটা কঠিন কাজ। এগুলো আপনার অনুমান ও প্রত্যাশার ওপর নির্ভর করে। আপনার আশা করতে হবে সব বল আপনার কাছে আসবে। তেমন মানসিকতা (ক্যাচ ধরার) না থাকলে আপনার কোনো কঠিন হবে। এজন্য আপনাকে অনেক অনুশীলন করতে হবে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আরও ভালো সুযোগ পাবেন ক্যাচ ধরার।’
শান্ত, দীপু, জাকির—তিন ক্রিকেটারের সম্মিলিত প্রচেষ্টায় ক্যাচ মিসের পর বাংলাদেশ আরও সুযোগ হারিয়েছে ক্যাচের। ১৩৬ তম ওভারের পঞ্চম বলে তাইজুলকে শট খেলতে যান জয়াসুরিয়া। ইনসাইড এজ হওয়া বল তালুবন্দী করতে পারেননি লিটন। তাইজুলের বলেই আরও এক দফা ক্যাচ মিস হয়েছে। ১৪৯ তম ওভারের দ্বিতীয় বলে কামিন্দু মেন্ডিস স্লগ সুইপ করেন তাইজুলকে। ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসেও বল তালুবন্দী করতে পারেননি হাসান মাহমুদ। কামিন্দুর স্কোর তখন ৬০ রান। শেষ পর্যন্ত তিনি ৯২ রান করেছেন। লঙ্কানরা প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৫৩১ রান। একের পর এক ক্যাচ মিসের আক্ষেপ ঝরেছে হেম্পের কণ্ঠে, ‘আমরা তা প্রত্যাখ্যান করতে পারি না (ক্যাচ মিস)। এমনটা হয়েছে। কেউ তো ক্যাচ ছাড়তে চায় না। তবে বোলাররা কঠোর পরিশ্রম করে যখন সুযোগ তৈরি করে, সেগুলো কাজে লাগাতে হবে।’
আরও পড়ুন:
টেস্টে ক্যাচ মিস যেন বাংলাদেশের জন্য এখন বেশ পরিচিত ঘটনা। মাঠের পজিশন যেখানেই হোক না কেন, গুরুত্বপূর্ণ সময়ে প্রায়ই ক্যাচ মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা। ক্যাচ মিসের মাশুল গুনতে হয় নাজমুল হোসেন শান্তদের।
সিলেট থেকে চট্টগ্রাম—শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই দেখা গেছে ক্যাচ ধরার সময় বাংলাদেশের ফিল্ডারদের আত্মবিশ্বাসের অভাব। অনেক সময় একাধিক ফিল্ডার মিলেও বল তালুবন্দী করতে পারেন না। তেমনই এক ঘটনা ঘটেছে আজ চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ১২১ তম ওভারের ঘটনা। ওভারের শেষ বলে বাংলাদেশ পেসার খালেদ আহমেদকে ড্রাইভ করতে যান সদ্য উইকেটে আসা প্রবাথ জয়সুরিয়া। প্রথম স্লিপে শান্ত প্রথমে ক্যাচ মিস করেন। শান্ত ক্যাচ মিস করলেও দ্বিতীয় স্লিপে থাকা শাহাদাত হোসেন দীপুর ক্যাচ ধরার সুযোগ ছিল। দীপুর মিসের পর তৃতীয় স্লিপে থাকা জাকির হোসেন বলের আর নাগাল পাননি। ৪১৯ রানে যেখানে পড়ত সপ্তম উইকেট, সেই সপ্তম উইকেট লঙ্কানরা হারিয়েছে ৪৭৬ রানে। অদ্ভুতুড়ে এই ক্যাচ মিস প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প বলেন, ‘আমার মতে, দীপুর ভালো সুযোগ ছিল ক্যাচ ধরার। ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করায় প্রতিক্রিয়া ভালো থাকার কথা। আমি মনে করি, যখন একবার ফসকে গেছে, তাদের কোনো একজনের ধরা উচিত ছিল। তবে দুর্ভাগ্যবশত তা হয়নি। আমরা এসব তেমন একটা দেখি না।’
বাংলাদেশের ফিল্ডাররা বেশিরভাগ ক্যাচ মিস করেন স্লিপ পজিশনে। এমন স্থানে ক্যাচ ধরার টোটকা দিলেন হেম্প, ‘স্লিপ ফিল্ডারের জন্য এটা কঠিন কাজ। এগুলো আপনার অনুমান ও প্রত্যাশার ওপর নির্ভর করে। আপনার আশা করতে হবে সব বল আপনার কাছে আসবে। তেমন মানসিকতা (ক্যাচ ধরার) না থাকলে আপনার কোনো কঠিন হবে। এজন্য আপনাকে অনেক অনুশীলন করতে হবে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আরও ভালো সুযোগ পাবেন ক্যাচ ধরার।’
শান্ত, দীপু, জাকির—তিন ক্রিকেটারের সম্মিলিত প্রচেষ্টায় ক্যাচ মিসের পর বাংলাদেশ আরও সুযোগ হারিয়েছে ক্যাচের। ১৩৬ তম ওভারের পঞ্চম বলে তাইজুলকে শট খেলতে যান জয়াসুরিয়া। ইনসাইড এজ হওয়া বল তালুবন্দী করতে পারেননি লিটন। তাইজুলের বলেই আরও এক দফা ক্যাচ মিস হয়েছে। ১৪৯ তম ওভারের দ্বিতীয় বলে কামিন্দু মেন্ডিস স্লগ সুইপ করেন তাইজুলকে। ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসেও বল তালুবন্দী করতে পারেননি হাসান মাহমুদ। কামিন্দুর স্কোর তখন ৬০ রান। শেষ পর্যন্ত তিনি ৯২ রান করেছেন। লঙ্কানরা প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৫৩১ রান। একের পর এক ক্যাচ মিসের আক্ষেপ ঝরেছে হেম্পের কণ্ঠে, ‘আমরা তা প্রত্যাখ্যান করতে পারি না (ক্যাচ মিস)। এমনটা হয়েছে। কেউ তো ক্যাচ ছাড়তে চায় না। তবে বোলাররা কঠোর পরিশ্রম করে যখন সুযোগ তৈরি করে, সেগুলো কাজে লাগাতে হবে।’
আরও পড়ুন:
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনে দেখা গেছে বোলারদের দাপট। মিরপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম-চার ভেন্যুতেই ব্যাটাররা রীতিমতো ধুঁকেছেন। এক দিনেই পড়েছে মোট ৫০টি উইকেট।
৭ মিনিট আগেসবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরে বাংলাদেশ গেমস আয়োজন করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পাশাপাশি ২০২৬ সালে যুব গেমসও করতে চায় বিওএ। বিওএ-এর সভা শেষে আজ সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন এমনটাই জানিয়েছেন।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি জয় যেন পাকিস্তানের কাছে ‘সোনার হরিণ।’ সিডনিতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। প্রাণপণে লড়েও শেষ পর্যন্ত হেরেই গেলেন রিজওয়ান-বাবর আজমরা...
২ ঘণ্টা আগে২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধ’ এখনো শেষ হয়নি। এই ঝামেলার মধ্যে বিশ্ব ক্রিকেটের অভিভাবক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশ করেছে ট্রফির ভ্রমণ সূচি। বাংলাদেশে ট্রফিটি ভ্রমণ করবে আগামী মাসে।
৩ ঘণ্টা আগে