ক্রীড়া ডেস্ক
জিনেদিন জিদান- মিশেল প্লাতিনিদের দেশে জন্ম নেওয়া এক ক্রিকেটে একের পর এক বিশ্ব রেকর্ড গড়ে চলেছেন। নাম — গুস্তাভ ম্যাককেয়ন। আগের ম্যাচেই টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে গড়েছেন বিশ্ব রেকর্ড। সেই রেশ কাটতে না কাটতেই পরেরটিতেও করলেন সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরি করে আরও একবার রেকর্ড বইয়ে নাম তুললেন এই ফরাসি ক্রিকেটার।
নরওয়ের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ সাব রিজিওনাল ইউরোপীয় কোয়ালিফায়ারের গ্রুপ বি এর ম্যাচে ৫৩ বলে ১০১ করেন গুস্তাভ। এই সেঞ্চুরিতে টি-টোয়েন্টি ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁলেন ১৮ বছরের এই ফরাসি তরুণ। গুস্তাভের সেঞ্চুরিতে ফ্রান্স ম্যাচ জেতে ১১ রানে।
টি-টোয়েন্টিতে অভিষেকের পর প্রথম ৩টি ইনিংসে গুস্তাভ করেছেন ২৮৬ রান। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ৫৪ বলে করেছিলেন ৭৬ রান । পরে সুইসদের বিপক্ষে ৬১ বলে করেন ১০৯। এবার নরওয়ের বিপক্ষে ৫টি চার ও ৮টি ছক্কায় ৫৩ বলে করলেন ১০১ রান।
ক্যারিয়ারে প্রথম তিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গুস্তাভের চেয়ে বেশি রান আর কেউ করেননি। তিনি ভেঙেছেন পর্তুগালের আজহার আনদানির রেকর্ড। আনদানি ক্যারিয়ারের প্রথম ৩ টি-টোয়েন্টিতে করেছিলেন ২২৭ রান। ক্যারিয়ারের যেকোনো পর্যায়ে টানা তিন ম্যাচে গুস্তাভের চেয়ে বেশি রান আছে শুধু অ্যারন ফিঞ্চের। অস্ট্রেলিয়ান অধিনায়ক ২০১৮ সালে টানা তিন ইনিংসে করেছিলেন— ৮৪,৬৮*,১৭২। তিন ম্যাচে সব মিলিয়ে ফিঞ্চ করেছিলেন ৩২৪ রান।
জিনেদিন জিদান- মিশেল প্লাতিনিদের দেশে জন্ম নেওয়া এক ক্রিকেটে একের পর এক বিশ্ব রেকর্ড গড়ে চলেছেন। নাম — গুস্তাভ ম্যাককেয়ন। আগের ম্যাচেই টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে গড়েছেন বিশ্ব রেকর্ড। সেই রেশ কাটতে না কাটতেই পরেরটিতেও করলেন সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরি করে আরও একবার রেকর্ড বইয়ে নাম তুললেন এই ফরাসি ক্রিকেটার।
নরওয়ের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ সাব রিজিওনাল ইউরোপীয় কোয়ালিফায়ারের গ্রুপ বি এর ম্যাচে ৫৩ বলে ১০১ করেন গুস্তাভ। এই সেঞ্চুরিতে টি-টোয়েন্টি ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁলেন ১৮ বছরের এই ফরাসি তরুণ। গুস্তাভের সেঞ্চুরিতে ফ্রান্স ম্যাচ জেতে ১১ রানে।
টি-টোয়েন্টিতে অভিষেকের পর প্রথম ৩টি ইনিংসে গুস্তাভ করেছেন ২৮৬ রান। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ৫৪ বলে করেছিলেন ৭৬ রান । পরে সুইসদের বিপক্ষে ৬১ বলে করেন ১০৯। এবার নরওয়ের বিপক্ষে ৫টি চার ও ৮টি ছক্কায় ৫৩ বলে করলেন ১০১ রান।
ক্যারিয়ারে প্রথম তিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গুস্তাভের চেয়ে বেশি রান আর কেউ করেননি। তিনি ভেঙেছেন পর্তুগালের আজহার আনদানির রেকর্ড। আনদানি ক্যারিয়ারের প্রথম ৩ টি-টোয়েন্টিতে করেছিলেন ২২৭ রান। ক্যারিয়ারের যেকোনো পর্যায়ে টানা তিন ম্যাচে গুস্তাভের চেয়ে বেশি রান আছে শুধু অ্যারন ফিঞ্চের। অস্ট্রেলিয়ান অধিনায়ক ২০১৮ সালে টানা তিন ইনিংসে করেছিলেন— ৮৪,৬৮*,১৭২। তিন ম্যাচে সব মিলিয়ে ফিঞ্চ করেছিলেন ৩২৪ রান।
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
১১ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
১১ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
১২ ঘণ্টা আগে