জিদানের দেশের ক্রিকেটারের একের পর এক বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২২, ১৫: ২৫

জিনেদিন জিদান- মিশেল প্লাতিনিদের দেশে জন্ম নেওয়া এক ক্রিকেটে একের পর এক বিশ্ব রেকর্ড গড়ে চলেছেন। নাম — গুস্তাভ ম্যাককেয়ন। আগের ম্যাচেই টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে গড়েছেন বিশ্ব রেকর্ড। সেই রেশ কাটতে না কাটতেই পরেরটিতেও করলেন সেঞ্চুরি।  টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরি করে আরও একবার রেকর্ড বইয়ে নাম তুললেন এই ফরাসি ক্রিকেটার। 

নরওয়ের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ সাব রিজিওনাল ইউরোপীয় কোয়ালিফায়ারের গ্রুপ বি এর ম্যাচে ৫৩ বলে ১০১ করেন গুস্তাভ। এই সেঞ্চুরিতে টি-টোয়েন্টি ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁলেন ১৮ বছরের এই ফরাসি তরুণ। গুস্তাভের সেঞ্চুরিতে ফ্রান্স ম্যাচ জেতে ১১ রানে।  

টি-টোয়েন্টিতে অভিষেকের পর প্রথম ৩টি ইনিংসে গুস্তাভ করেছেন ২৮৬ রান। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ৫৪ বলে করেছিলেন ৭৬ রান । পরে সুইসদের বিপক্ষে ৬১ বলে করেন ১০৯। এবার নরওয়ের বিপক্ষে ৫টি চার ও ৮টি ছক্কায় ৫৩ বলে করলেন ১০১ রান।

ক্যারিয়ারে প্রথম তিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গুস্তাভের চেয়ে বেশি রান আর কেউ করেননি। তিনি ভেঙেছেন পর্তুগালের আজহার আনদানির রেকর্ড। আনদানি ক্যারিয়ারের প্রথম ৩ টি-টোয়েন্টিতে করেছিলেন ২২৭ রান। ক্যারিয়ারের যেকোনো পর্যায়ে টানা তিন ম্যাচে গুস্তাভের চেয়ে বেশি রান আছে শুধু অ্যারন ফিঞ্চের। অস্ট্রেলিয়ান অধিনায়ক ২০১৮ সালে টানা তিন ইনিংসে করেছিলেন— ৮৪,৬৮*,১৭২। তিন ম্যাচে সব মিলিয়ে ফিঞ্চ করেছিলেন ৩২৪ রান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত