নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাবা মোশাররফ হোসেন রুবেল যে অনন্তকালের পথে পাড়ি জমিয়েছেন, এখনো বুঝে উঠতে পারছেন না ছেলে রুশদান। রুশদানের বুঝে ওঠার আগেই যে বাবা ওকে ছেড়ে ছেলে গেছেন। বাবা সুস্থ হয়ে আবার ফিরে আসবে, সে অপেক্ষায় আছে ছোট্ট রুশদান। নিজের মতো ছেলেকেও ক্রিকেটার বানানোর ইচ্ছে ছিল রুবেলের।
নিজের স্বপ্নটা পূরণ করার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন রুবেল। তবে রুবেলের স্বপ্ন পূরণ করার প্রত্যয় স্ত্রী চৈতি ফারহানা রূপার।
আজ রুবেলের বাসায় গিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সে সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন চৈতি। জানান স্বামীর ইচ্ছার বিষয়টি, ‘রুবেলের খুব ইচ্ছা ছিল ছেলেটাকে ভালো একজন ক্রিকেটার বানানোর। আমি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব, ওকে একজন ক্রিকেটার হিসেবে তৈরি করার। মেয়র আমাদের পারিবারিক অভিভাবক হিসেবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হয়তো বিসিবিকেও পাশে পাব।’
মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চৈতি আরও বলেন, ‘মাননীয় মেয়রের প্রতি আমি অসম্ভব রকমের কৃতজ্ঞ। রুবেল মারা যাওয়ার পর আমার একটাই চাওয়া ছিল (রুবেলের কবর স্থায়ীকরণ)। আর কোনো চাওয়া নেই। রুবেলকে যেন আমরা দেখতে পারি। তার শরীরটা তো ওখানেই আছে।’
স্বামীর প্রসঙ্গ আসতেই কান্না ধরে রাখতে পারেননি চৈতি। রুবেলের সঙ্গে সাড়ে সাত বছরের সংসার জীবন নিয়ে বলেন, ‘রুবেল কেমন মানুষ ছিল, এটা তো আপনারা সবাই জানেন। ও একজন নিখাদ ভদ্রলোক। একজন মানুষের যত ভালো গুণ থাকতে হয়, রুবেলের সব ছিল। আমাদের সাড়ে ৭ বছরের সংসার, এত সুন্দরভাবে শুরু হলো, আবার শেষও হয়ে গেল। সবকিছু এখন শূন্য। এভাবেই হয়তো আমাদের বাঁচতে হবে।’
বাবা মোশাররফ হোসেন রুবেল যে অনন্তকালের পথে পাড়ি জমিয়েছেন, এখনো বুঝে উঠতে পারছেন না ছেলে রুশদান। রুশদানের বুঝে ওঠার আগেই যে বাবা ওকে ছেড়ে ছেলে গেছেন। বাবা সুস্থ হয়ে আবার ফিরে আসবে, সে অপেক্ষায় আছে ছোট্ট রুশদান। নিজের মতো ছেলেকেও ক্রিকেটার বানানোর ইচ্ছে ছিল রুবেলের।
নিজের স্বপ্নটা পূরণ করার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন রুবেল। তবে রুবেলের স্বপ্ন পূরণ করার প্রত্যয় স্ত্রী চৈতি ফারহানা রূপার।
আজ রুবেলের বাসায় গিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সে সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন চৈতি। জানান স্বামীর ইচ্ছার বিষয়টি, ‘রুবেলের খুব ইচ্ছা ছিল ছেলেটাকে ভালো একজন ক্রিকেটার বানানোর। আমি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব, ওকে একজন ক্রিকেটার হিসেবে তৈরি করার। মেয়র আমাদের পারিবারিক অভিভাবক হিসেবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হয়তো বিসিবিকেও পাশে পাব।’
মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চৈতি আরও বলেন, ‘মাননীয় মেয়রের প্রতি আমি অসম্ভব রকমের কৃতজ্ঞ। রুবেল মারা যাওয়ার পর আমার একটাই চাওয়া ছিল (রুবেলের কবর স্থায়ীকরণ)। আর কোনো চাওয়া নেই। রুবেলকে যেন আমরা দেখতে পারি। তার শরীরটা তো ওখানেই আছে।’
স্বামীর প্রসঙ্গ আসতেই কান্না ধরে রাখতে পারেননি চৈতি। রুবেলের সঙ্গে সাড়ে সাত বছরের সংসার জীবন নিয়ে বলেন, ‘রুবেল কেমন মানুষ ছিল, এটা তো আপনারা সবাই জানেন। ও একজন নিখাদ ভদ্রলোক। একজন মানুষের যত ভালো গুণ থাকতে হয়, রুবেলের সব ছিল। আমাদের সাড়ে ৭ বছরের সংসার, এত সুন্দরভাবে শুরু হলো, আবার শেষও হয়ে গেল। সবকিছু এখন শূন্য। এভাবেই হয়তো আমাদের বাঁচতে হবে।’
আট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
৪ ঘণ্টা আগেবল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
৫ ঘণ্টা আগেকষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
৭ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
৯ ঘণ্টা আগে