ক্রীড়া ডেস্ক
‘সম্পর্ক বদলে গেল একটি পলকে’-জনপ্রিয় এই গানটি লিটন দাস, লাহিরু কুমারা কি শুনেছেন? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। সে যা-ই হোক, লিটন, লাহিরু যেন ২০২৩ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সেই গানেরই বাস্তব প্রমাণ দেখালেন।
এবারের এলপিএলে লিটন, লাহিরু দুজনেই খেলছেন গল টাইটানসে। গত পরশু কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হয়েছে গল টাইটানস ও কলম্বো স্ট্রাইকার্স। কলম্বো স্ট্রাইকার্সের উইকেট নেওয়ার পর লাহিরু উদযাপন করেন সতীর্থদের সঙ্গে। সতীর্থদের মধ্যে ছিলেন লিটনও। এই ঘটনার পরই গল টাইটানস দুই বছর আগের এক ঘটনার স্মৃতিচারণ করে। শারজায় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটনের উইকেট নিয়েছিলেন লাহিরু। এরপরই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, যা ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। ওপরে ২০২৩ এলপিএল আর নিচে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ছবি জোড়া লাগিয়ে পোস্ট করে গতকাল ক্যাপশন দিয়েছে, ‘কীভাবে বদলে যায়। জাতীয়তা আলাদা হলেও টাইটানস তাদের এক করেছে। বাংলাদেশি ভক্ত-সমর্থকদের অসাধারণ সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। খেলাধুলার মাধ্যমেই আমাদের (বাংলাদেশ-শ্রীলঙ্কা) সম্পর্ক উন্নত হবে।’
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন ছিলেন পরাজিত দলে আর লাহিরু ছিলেন জয়ী দলে। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা। আর গত পরশু কলম্বো স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছিল গল টাইটানস। লাহিরু ২ ওভারে ৯ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। আর লিটন ৪ বলে ১ রান করেন।
‘সম্পর্ক বদলে গেল একটি পলকে’-জনপ্রিয় এই গানটি লিটন দাস, লাহিরু কুমারা কি শুনেছেন? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। সে যা-ই হোক, লিটন, লাহিরু যেন ২০২৩ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সেই গানেরই বাস্তব প্রমাণ দেখালেন।
এবারের এলপিএলে লিটন, লাহিরু দুজনেই খেলছেন গল টাইটানসে। গত পরশু কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হয়েছে গল টাইটানস ও কলম্বো স্ট্রাইকার্স। কলম্বো স্ট্রাইকার্সের উইকেট নেওয়ার পর লাহিরু উদযাপন করেন সতীর্থদের সঙ্গে। সতীর্থদের মধ্যে ছিলেন লিটনও। এই ঘটনার পরই গল টাইটানস দুই বছর আগের এক ঘটনার স্মৃতিচারণ করে। শারজায় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটনের উইকেট নিয়েছিলেন লাহিরু। এরপরই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, যা ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। ওপরে ২০২৩ এলপিএল আর নিচে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ছবি জোড়া লাগিয়ে পোস্ট করে গতকাল ক্যাপশন দিয়েছে, ‘কীভাবে বদলে যায়। জাতীয়তা আলাদা হলেও টাইটানস তাদের এক করেছে। বাংলাদেশি ভক্ত-সমর্থকদের অসাধারণ সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। খেলাধুলার মাধ্যমেই আমাদের (বাংলাদেশ-শ্রীলঙ্কা) সম্পর্ক উন্নত হবে।’
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন ছিলেন পরাজিত দলে আর লাহিরু ছিলেন জয়ী দলে। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা। আর গত পরশু কলম্বো স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছিল গল টাইটানস। লাহিরু ২ ওভারে ৯ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। আর লিটন ৪ বলে ১ রান করেন।
সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না
৯ ঘণ্টা আগেবাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দিয়েছে তারা। আজ বিকেলে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
১০ ঘণ্টা আগেসরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বেশির ভাগই আড়ালে চলে যান। সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পদ হারান আরও ১০ পরিচালক। কয়েকজন করেছেন পদত্যাগ।
১০ ঘণ্টা আগে