ক্রীড়া ডেস্ক
সিলেটে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের প্রথম দুদিনে সমানে সমানে লড়াই করছিল দুই দল। তৃতীয় দিন থেকেই ম্যাচের লাগাম নিজেদের দিকে নিতে থাকে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় চতুর্থ দিনেও দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। আক্রমণাত্মক বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ বেশ চাপে রেখেছে নিউজিল্যান্ডকে।
২১২ রানে ৩ উইকেটে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে স্বাগতিকেরা অলআউট হয়ে যায় ৩৩৮ রানে। তাতে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাড়ায় ৩৩২ রানের। যেখানে টেস্টে কিউইদের ইতিহাসে সর্বোচ্চ ৩২৪ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। এই রেকর্ড তারা করেছিল ১৯৯৪ সালে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে। ২৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙার লক্ষ্যে আজ দ্বিতীয় ইনিংসের শুরুতেই হোঁচট খায় কিউইরা। প্রথম ওভারের শেষ বলে টম লাথামকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচে পরিণত করেন শরীফুল ইসলাম। রানের খাতা খোলার আগে প্রথম উইকেট হারায় ব্ল্যাকক্যাপস।
প্রথম উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন কেইন উইলিয়ামসন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা উইলিয়ামসনও বেশিক্ষণ টিকতে পারেননি। দশম ওভারের শেষ বলে নিউজিল্যান্ডের এই ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। একদম শেষ মুহূর্তে রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি ব্ল্যাকক্যাপসদের। ২৪ বলে ২ চারে ১১ রান করেন উইলিয়ামসন। লাথাম, উইলিয়ামসনের ধাক্কা সামলাতে না সামলাতেই আবারও ধাক্কা খায় নিউজিল্যান্ড। ১৩তম ওভারের চতুর্থ বলে মেহেদী হাসান মিরাজের করা অফস্টাম্পের অনেক বাইরের বল সুইপ করতে যান হেনরি নিকোলস। টপ এজ হওয়া বল শর্ট ফাইন লেগে ক্যাচ ধরেন নাঈম হাসান। ৮ বলে ২ রান করেন নিকোলস। তাতে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ১২.৪ ওভারে ৩ উইকেটে ৩০ রান। চা বিরতিতে যাওয়ার আগে ১৭ ওভারে ৩ উইকেটে ৩৭ রান করেছিল ব্ল্যাকক্যাপসরা।
উইকেট নেওয়ার ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রেখেছে চা বিরতির পরও। ২৪তম ওভারের পঞ্চম বলে তাইজুলকে ডিফেন্স করতে যান ডেভন কনওয়ে। এজ হওয়া বল শর্ট লেগে ক্যাচ ধরেন শাহাদাত হোসেন দিপু। ৭৬ বলে ৩ চারে ২২ রান করেন কনওয়ে। কনওয়ের উইকেট তুলে নেওয়ার পর আরও একটি উইকেট তুলে নেন তাইজুল। তাইজুলের টার্ন ও বাউন্সারের মিশেলে দুর্দান্ত ডেলিভারিতে ভড়কে যান টম ব্লান্ডেল। এজ হওয়া বল তালুবন্দী করেন উইকেটরক্ষক সোহান। কনওয়ে, ব্লান্ডেলের দ্রুত ২ উইকেট হারালে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ২৭.৪ ওভারে ৫ উইকেটে ৬০ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা কিউইরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ষষ্ঠ উইকেটে মিচেল-ফিলিপসের জুটিতে। এই দুই ব্যাটার গড়েন ৪৩ বলে ২১ রানের জুটি। ফিলিপসকে এলবিডব্লু করে এই জুটি ভেঙে দেন নাঈম। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। রিভিউ দেখে আউট দেন তৃতীয় আম্পায়ার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের স্কোর ৬ উইকেটে ৮১ রান।
সিলেটে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের প্রথম দুদিনে সমানে সমানে লড়াই করছিল দুই দল। তৃতীয় দিন থেকেই ম্যাচের লাগাম নিজেদের দিকে নিতে থাকে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় চতুর্থ দিনেও দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। আক্রমণাত্মক বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ বেশ চাপে রেখেছে নিউজিল্যান্ডকে।
২১২ রানে ৩ উইকেটে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে স্বাগতিকেরা অলআউট হয়ে যায় ৩৩৮ রানে। তাতে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাড়ায় ৩৩২ রানের। যেখানে টেস্টে কিউইদের ইতিহাসে সর্বোচ্চ ৩২৪ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। এই রেকর্ড তারা করেছিল ১৯৯৪ সালে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে। ২৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙার লক্ষ্যে আজ দ্বিতীয় ইনিংসের শুরুতেই হোঁচট খায় কিউইরা। প্রথম ওভারের শেষ বলে টম লাথামকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচে পরিণত করেন শরীফুল ইসলাম। রানের খাতা খোলার আগে প্রথম উইকেট হারায় ব্ল্যাকক্যাপস।
প্রথম উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন কেইন উইলিয়ামসন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা উইলিয়ামসনও বেশিক্ষণ টিকতে পারেননি। দশম ওভারের শেষ বলে নিউজিল্যান্ডের এই ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। একদম শেষ মুহূর্তে রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি ব্ল্যাকক্যাপসদের। ২৪ বলে ২ চারে ১১ রান করেন উইলিয়ামসন। লাথাম, উইলিয়ামসনের ধাক্কা সামলাতে না সামলাতেই আবারও ধাক্কা খায় নিউজিল্যান্ড। ১৩তম ওভারের চতুর্থ বলে মেহেদী হাসান মিরাজের করা অফস্টাম্পের অনেক বাইরের বল সুইপ করতে যান হেনরি নিকোলস। টপ এজ হওয়া বল শর্ট ফাইন লেগে ক্যাচ ধরেন নাঈম হাসান। ৮ বলে ২ রান করেন নিকোলস। তাতে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ১২.৪ ওভারে ৩ উইকেটে ৩০ রান। চা বিরতিতে যাওয়ার আগে ১৭ ওভারে ৩ উইকেটে ৩৭ রান করেছিল ব্ল্যাকক্যাপসরা।
উইকেট নেওয়ার ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রেখেছে চা বিরতির পরও। ২৪তম ওভারের পঞ্চম বলে তাইজুলকে ডিফেন্স করতে যান ডেভন কনওয়ে। এজ হওয়া বল শর্ট লেগে ক্যাচ ধরেন শাহাদাত হোসেন দিপু। ৭৬ বলে ৩ চারে ২২ রান করেন কনওয়ে। কনওয়ের উইকেট তুলে নেওয়ার পর আরও একটি উইকেট তুলে নেন তাইজুল। তাইজুলের টার্ন ও বাউন্সারের মিশেলে দুর্দান্ত ডেলিভারিতে ভড়কে যান টম ব্লান্ডেল। এজ হওয়া বল তালুবন্দী করেন উইকেটরক্ষক সোহান। কনওয়ে, ব্লান্ডেলের দ্রুত ২ উইকেট হারালে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ২৭.৪ ওভারে ৫ উইকেটে ৬০ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা কিউইরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ষষ্ঠ উইকেটে মিচেল-ফিলিপসের জুটিতে। এই দুই ব্যাটার গড়েন ৪৩ বলে ২১ রানের জুটি। ফিলিপসকে এলবিডব্লু করে এই জুটি ভেঙে দেন নাঈম। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। রিভিউ দেখে আউট দেন তৃতীয় আম্পায়ার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের স্কোর ৬ উইকেটে ৮১ রান।
সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না
৫ ঘণ্টা আগেবাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দিয়েছে তারা। আজ বিকেলে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
৬ ঘণ্টা আগেসরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বেশির ভাগই আড়ালে চলে যান। সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পদ হারান আরও ১০ পরিচালক। কয়েকজন করেছেন পদত্যাগ।
৭ ঘণ্টা আগে