ক্রীড়া ডেস্ক
পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল নিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের লড়াইটা জমে উঠেছে। পরশু শীর্ষে উঠেছিল নিউজিল্যান্ড। কিউইদের টপকে গতকাল শীর্ষে উঠেছে রোহিত শর্মার দল। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটা ম্যাচও হারেনি ভারত, নিউজিল্যান্ডের কেউই। তবু বিশ্বকাপে বেশি রোমাঞ্চিত হতে চান না ভারতীয় অধিনায়ক রোহিত।
অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। চেন্নাইতে অস্ট্রেলিয়ার দেওয়া ২০০ রানের লক্ষ্য স্বাগতিকেরা টপকে যান ৫২ বল হাতে রেখে। পরের ম্যাচে দিল্লিতে আফগানিস্তান ২৭৩ রানের লক্ষ্য দিলেও ভারত ৯০ বল হাতে রেখে ৮ উইকেটের জয় নিশ্চিত করে। দাপুটে পারফরম্যান্স অব্যাহত রেখেছে গতকাল পাকিস্তানের বিপক্ষেও। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১১৭ বল হাতে রেখে ৩ উইকেটের বিশাল জয় পেয়েছে রোহিতের দল। +১.৮২ নেট রানরেট নিয়ে শীর্ষে এখন ভারত। নিউজিল্যান্ড ৩ ম্যাচের ৩টিতে জিতলেও +১.৬০ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে তারা।
চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ শেষে ভারতীয় দলের পরবর্তী গন্তব্য পুনে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ১৯ অক্টোবর ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। যেখানে বাংলাদেশ ২০২৩ বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে জিতেছে ১টিতে। নেট রানরেট-০.৬৯৯ নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে রয়েছে সাকিব আল হাসানের দল। তবে ওয়ানডেতে সর্বশেষ চারবারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৩টি ও ভারতের জয় ১ ম্যাচে, যার সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশের ৬ রানের রুদ্ধশ্বাস জয়। সরাসরি না বললেও গতকাল রোহিতের কথায় এমন কিছুই বোঝা গেছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘অতটা রোমাঞ্চিত আমরা হতে চাই না। একই সঙ্গে ভেঙেও পড়তে চাই না। আমরা স্বাভাবিক থাকতে চাই। মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে চাই। যে প্রতিপক্ষের বিপক্ষে খেলি, সবাই সমান। আপনাকে একটা নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। এই দিকেই আমাদের ভাবনা।’
টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তানের একটা সময় স্কোর ছিল ২৯.৩ ওভারে ২ উইকেটে ১৫৫ রান। সেখান থেকে মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। ৩৬ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় বাবর আজমের দল। জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া—প্রত্যেকেই ২টি করে উইকেট নিয়েছেন। বোলারদের প্রশংসা করে রোহিত বলেন, ‘বোলাররা দারুণ বল করেছে। তারাই তো খেলাটা গুছিয়ে দিয়েছে। আমার মনে হয় না এটা ১৯০ রানের পিচ। একটা সময় মনে হচ্ছিল ২৮০ হতে পারে। তারা যে দৃঢ়তা দেখিয়েছে, সেটাই অনেক কিছু।’
পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল নিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের লড়াইটা জমে উঠেছে। পরশু শীর্ষে উঠেছিল নিউজিল্যান্ড। কিউইদের টপকে গতকাল শীর্ষে উঠেছে রোহিত শর্মার দল। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটা ম্যাচও হারেনি ভারত, নিউজিল্যান্ডের কেউই। তবু বিশ্বকাপে বেশি রোমাঞ্চিত হতে চান না ভারতীয় অধিনায়ক রোহিত।
অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। চেন্নাইতে অস্ট্রেলিয়ার দেওয়া ২০০ রানের লক্ষ্য স্বাগতিকেরা টপকে যান ৫২ বল হাতে রেখে। পরের ম্যাচে দিল্লিতে আফগানিস্তান ২৭৩ রানের লক্ষ্য দিলেও ভারত ৯০ বল হাতে রেখে ৮ উইকেটের জয় নিশ্চিত করে। দাপুটে পারফরম্যান্স অব্যাহত রেখেছে গতকাল পাকিস্তানের বিপক্ষেও। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১১৭ বল হাতে রেখে ৩ উইকেটের বিশাল জয় পেয়েছে রোহিতের দল। +১.৮২ নেট রানরেট নিয়ে শীর্ষে এখন ভারত। নিউজিল্যান্ড ৩ ম্যাচের ৩টিতে জিতলেও +১.৬০ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে তারা।
চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ শেষে ভারতীয় দলের পরবর্তী গন্তব্য পুনে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ১৯ অক্টোবর ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। যেখানে বাংলাদেশ ২০২৩ বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে জিতেছে ১টিতে। নেট রানরেট-০.৬৯৯ নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে রয়েছে সাকিব আল হাসানের দল। তবে ওয়ানডেতে সর্বশেষ চারবারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৩টি ও ভারতের জয় ১ ম্যাচে, যার সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশের ৬ রানের রুদ্ধশ্বাস জয়। সরাসরি না বললেও গতকাল রোহিতের কথায় এমন কিছুই বোঝা গেছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘অতটা রোমাঞ্চিত আমরা হতে চাই না। একই সঙ্গে ভেঙেও পড়তে চাই না। আমরা স্বাভাবিক থাকতে চাই। মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে চাই। যে প্রতিপক্ষের বিপক্ষে খেলি, সবাই সমান। আপনাকে একটা নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। এই দিকেই আমাদের ভাবনা।’
টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তানের একটা সময় স্কোর ছিল ২৯.৩ ওভারে ২ উইকেটে ১৫৫ রান। সেখান থেকে মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। ৩৬ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় বাবর আজমের দল। জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া—প্রত্যেকেই ২টি করে উইকেট নিয়েছেন। বোলারদের প্রশংসা করে রোহিত বলেন, ‘বোলাররা দারুণ বল করেছে। তারাই তো খেলাটা গুছিয়ে দিয়েছে। আমার মনে হয় না এটা ১৯০ রানের পিচ। একটা সময় মনে হচ্ছিল ২৮০ হতে পারে। তারা যে দৃঢ়তা দেখিয়েছে, সেটাই অনেক কিছু।’
সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না
৮ ঘণ্টা আগেবাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দিয়েছে তারা। আজ বিকেলে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
৯ ঘণ্টা আগেসরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বেশির ভাগই আড়ালে চলে যান। সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পদ হারান আরও ১০ পরিচালক। কয়েকজন করেছেন পদত্যাগ।
১০ ঘণ্টা আগে