ক্রীড়া ডেস্ক
নিজেকে আলোচনায় রাখাই যেন বীরেন্দ্র শেবাগের সবচেয়ে ‘প্রিয়’ কাজ। কারও কথার পাল্টা জবাব দেওয়া, কোনো ক্রিকেটারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করা—এসব কাজে শেবাগের জুড়ি মেলা ভার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অফ ফর্মে থাকা সাকিব আল হাসানকে লক্ষ্যবস্তু বানালেন তিনি।
ব্যাটিং, বোলিং—কোনোটাতেই এবারের বিশ্বকাপে আশানুরূপ পারফরর্ম করতে পারছেন না সাকিব। ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন ৮ রান। নিউইয়র্কে গত রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আউট হয়েছেন ৩ রান করে। বিশ্বকাপে তাঁর স্ট্রাইকরেট ৬১.১১। বোলিং ইকোনমি ৯, এখনো পাননি উইকেটের দেখা। শ্রীলঙ্কা ও প্রোটিয়াদের বিপক্ষে বোলিং করেন ৩ ও ১ ওভার। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অলরাউন্ড পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছিলেন সাকিব।
নিউইয়র্কে গত রাতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ‘লো স্কোরিং থ্রিলার’ শেষে ক্রিকবাজে এক আলোচনায় সাকিবকে নিয়ে কথা বলেন শেবাগ। ভারতের সাবেক ক্রিকেটার বলেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় মনে হয়েছে টি-টোয়েন্টিতে সাকিবের সময় শেষ। দীর্ঘদিন সে অধিনায়ক। সিনিয়র এক ক্রিকেটার। তার সংখ্যা যদি এমন হয়, তার তো লজ্জা থাকা উচিত। তাই না? এমনকি তার বোঝা উচিত যে টি-টোয়েন্টিতে আর সে চলে না। অবসরে যাওয়া উচিত।’
সাকিবের আউট হওয়ার ধরনও এবার দৃষ্টিকটু। ডালাসে শ্রীলঙ্কার পেসার মাথিসা পাতিরানাকে আপার কাট করতে গেলে মাহিশ তিকশানার দুর্দান্ত ক্যাচের শিকার হয়েছেন। নিউইয়র্কে ব্যাটারদের বধ্যভূমিতে গত রাতে তাঁর (সাকিব) যখন দায়িত্ব নিয়ে ব্যাটিং করার কথা, তখনো উইকেট বিলিয়ে দিয়েছেন। এনরিখ নরকিয়াকে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে এইডেন মার্করামের তালুবন্দী হয়েছেন। বাজে শটে আউট হওয়া সাকিবকে নিয়ে শেবাগ বলেন, ‘উইকেটে কিছুটা সময় কাটাও। তুমি তো হেইডেন বা গিলক্রিস্ট না যে তুমি শর্ট বলে পুল করতে যাবে। তুমি শুধুই বাংলাদেশের একজন ক্রিকেটার। তোমার মান অনুযায়ী খেল। যখন হুক বা পুল করতে পারছ না, তোমার মতোই শট খেল।’
নিজেকে আলোচনায় রাখাই যেন বীরেন্দ্র শেবাগের সবচেয়ে ‘প্রিয়’ কাজ। কারও কথার পাল্টা জবাব দেওয়া, কোনো ক্রিকেটারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করা—এসব কাজে শেবাগের জুড়ি মেলা ভার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অফ ফর্মে থাকা সাকিব আল হাসানকে লক্ষ্যবস্তু বানালেন তিনি।
ব্যাটিং, বোলিং—কোনোটাতেই এবারের বিশ্বকাপে আশানুরূপ পারফরর্ম করতে পারছেন না সাকিব। ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন ৮ রান। নিউইয়র্কে গত রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আউট হয়েছেন ৩ রান করে। বিশ্বকাপে তাঁর স্ট্রাইকরেট ৬১.১১। বোলিং ইকোনমি ৯, এখনো পাননি উইকেটের দেখা। শ্রীলঙ্কা ও প্রোটিয়াদের বিপক্ষে বোলিং করেন ৩ ও ১ ওভার। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অলরাউন্ড পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছিলেন সাকিব।
নিউইয়র্কে গত রাতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ‘লো স্কোরিং থ্রিলার’ শেষে ক্রিকবাজে এক আলোচনায় সাকিবকে নিয়ে কথা বলেন শেবাগ। ভারতের সাবেক ক্রিকেটার বলেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় মনে হয়েছে টি-টোয়েন্টিতে সাকিবের সময় শেষ। দীর্ঘদিন সে অধিনায়ক। সিনিয়র এক ক্রিকেটার। তার সংখ্যা যদি এমন হয়, তার তো লজ্জা থাকা উচিত। তাই না? এমনকি তার বোঝা উচিত যে টি-টোয়েন্টিতে আর সে চলে না। অবসরে যাওয়া উচিত।’
সাকিবের আউট হওয়ার ধরনও এবার দৃষ্টিকটু। ডালাসে শ্রীলঙ্কার পেসার মাথিসা পাতিরানাকে আপার কাট করতে গেলে মাহিশ তিকশানার দুর্দান্ত ক্যাচের শিকার হয়েছেন। নিউইয়র্কে ব্যাটারদের বধ্যভূমিতে গত রাতে তাঁর (সাকিব) যখন দায়িত্ব নিয়ে ব্যাটিং করার কথা, তখনো উইকেট বিলিয়ে দিয়েছেন। এনরিখ নরকিয়াকে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে এইডেন মার্করামের তালুবন্দী হয়েছেন। বাজে শটে আউট হওয়া সাকিবকে নিয়ে শেবাগ বলেন, ‘উইকেটে কিছুটা সময় কাটাও। তুমি তো হেইডেন বা গিলক্রিস্ট না যে তুমি শর্ট বলে পুল করতে যাবে। তুমি শুধুই বাংলাদেশের একজন ক্রিকেটার। তোমার মান অনুযায়ী খেল। যখন হুক বা পুল করতে পারছ না, তোমার মতোই শট খেল।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর প্রশংসায় ভাসছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু যে পাকিস্তানের নামের পাশে ‘আনপ্রেডিক্টেবল’ ট্যাগ, তাদের নিয়ে ভবিষ্যদ্বাণী করা দুরূহ ব্যাপার। টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হয়েছে এশিয়ার দলটি।
১৭ মিনিট আগেশিরোনাম দেখে হয়তো অনেকে চমকে যেতে পারেন। এই তো এ বছরের ২৯ জুন রোহিত শর্মার নেতৃত্বে বার্বাডোজে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল। কদিন আগে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে দুমড়ে মুচড়ে দিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। চার ইনিংসে তিনবার ২০০ পেরিয়েছে ভারত।
১ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে পরশু পাল্লেকেলেতে শ্রীলঙ্কার ফুরিয়েছে ১২ বছরের অপেক্ষা। এক যুগ পর ওয়ানডে সিরিজ জয়ী শ্রীলঙ্কার সামনে আজ হোয়াইটওয়াশের সুযোগ। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে।
২ ঘণ্টা আগে২০২৪ এর ১৫ জুলাই-আনহেল দি মারিয়ার কান্নাভেজা চোখের ছবি নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে রয়েছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেদিনই কোপা আমেরিকার ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তবে আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি না পরলেও ফুটবল মাঠটা তিনি বড্ড মিস করেন।
৩ ঘণ্টা আগে