ক্রীড়া ডেস্ক
মিরপুর টেস্টে হার এড়াতে তৃতীয় সেশনে মেহেদি হাসান মিরাজকে নিয়ে ব্যাটিং করছেন সাকিব আল হাসান। এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। আর এই ইনিংস খেলার পথে রেকর্ড বইয়েও নাম তুলেছেন সাকিব। ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে ৪ হাজার রান ও ২০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন তিনি।
৪ হাজার রান ও ২০০ উইকেটের এই ক্লাবে আছেন গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টোরিদের মতো কিংবদন্তিরা। তবে এদের সবার চেয়ে সাকিব এগিয়ে ম্যাচ সংখ্যার বিবেচনায়। ক্যারিয়ারে ৫৯ তম টেস্টে এসে এই মাইলফলকের দেখা পেলেন তিনি।
৬৯ তম টেস্টে এসে ৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলস ছুঁয়েছিলেন বোথাম। সোবার্সের লেগেছিল ৮০ ম্যাচ, আর কপিল দেব এই ক্লাবে ঢুকতে লেগেছে ৯৭ ম্যাচ। ১০১ ম্যাচে ভেট্টোরি আর ১০২ ম্যাচে এসে এই মাইলফলকের দেখা পেয়েছেন ক্যালিস।
দ্রুত ৪০০০ রান ও ২০০ উইকেটের ডাবলস
১. সাকিব আল হাসান-৫৯
২. স্যার ইয়ান বোথাম ৬৯
৩. স্যার গ্যারিফিল্ড সোবার্স-৮০
৪. কপিল দেব-৯৭
৫. ড্যানিয়েল ভেট্টরি-১০১
৬. জ্যাক ক্যালিস-১০২
মিরপুর টেস্টে হার এড়াতে তৃতীয় সেশনে মেহেদি হাসান মিরাজকে নিয়ে ব্যাটিং করছেন সাকিব আল হাসান। এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। আর এই ইনিংস খেলার পথে রেকর্ড বইয়েও নাম তুলেছেন সাকিব। ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে ৪ হাজার রান ও ২০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন তিনি।
৪ হাজার রান ও ২০০ উইকেটের এই ক্লাবে আছেন গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টোরিদের মতো কিংবদন্তিরা। তবে এদের সবার চেয়ে সাকিব এগিয়ে ম্যাচ সংখ্যার বিবেচনায়। ক্যারিয়ারে ৫৯ তম টেস্টে এসে এই মাইলফলকের দেখা পেলেন তিনি।
৬৯ তম টেস্টে এসে ৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলস ছুঁয়েছিলেন বোথাম। সোবার্সের লেগেছিল ৮০ ম্যাচ, আর কপিল দেব এই ক্লাবে ঢুকতে লেগেছে ৯৭ ম্যাচ। ১০১ ম্যাচে ভেট্টোরি আর ১০২ ম্যাচে এসে এই মাইলফলকের দেখা পেয়েছেন ক্যালিস।
দ্রুত ৪০০০ রান ও ২০০ উইকেটের ডাবলস
১. সাকিব আল হাসান-৫৯
২. স্যার ইয়ান বোথাম ৬৯
৩. স্যার গ্যারিফিল্ড সোবার্স-৮০
৪. কপিল দেব-৯৭
৫. ড্যানিয়েল ভেট্টরি-১০১
৬. জ্যাক ক্যালিস-১০২
পরশু থেকে পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তার আগ মুহূর্তে সিরিজের উত্তাপ বাড়িয়ে দিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর দলে কোনো ভারতীয়কে জায়গা দিতে চান না তিনি।
৩ ঘণ্টা আগে২০২৪ দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী পরশু থেকে শুরু হওয়ার কথা দৃষ্টিহীন ক্রিকেটারদের চতুর্থ বিশ্বকাপ। তবে এই বিশ্বকাপ হবে পাকিস্তানে।
৪ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এবার জাতীয় দলের ব্যর্থতা এবং খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বিশেষ করে জাতীয় লিগের পারফরম্যান্স আর আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের মধ্যে ব্যবধান নিয়ে চলছে বিস্তর সমালোচনা।
৭ ঘণ্টা আগে