নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশকে পেলে একটু বেশিই যেন চওড়া হয়ে উঠে ব্রেন্ডন টেলরের ব্যাট। জিম্বাবুয়ের এই অভিজ্ঞ ব্যাটসম্যানের ক্যারিয়ারের ছয়টি টেস্ট সেঞ্চুরির পাঁচটিই সাকিব–তামিমদের বিপক্ষে। হারারে টেস্টের তৃতীয়ও দিনও ছুটছিলেন সেই পথে! শতরানটা দৃষ্টিসীমায় থাকতেই ধৈর্য হারালেন। তারই মাসুল গুণে মেহেদী হাসান মিরাজকে তেড়েফুঁড়ে মারতে গিয়ে স্কয়ার লেগে বদলি ফিল্ডার ইয়াসির আলী রাব্বীর হাতে তুলে দিলেন ক্যাচ। তার আগে অবশ্য ওয়ানডে মেজাজে ৯২ বলে করেছেন ৮১ রান।
১ উইকেটে ১১৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষে করা জিম্বাবুয়ের দুই অপরাজিত ব্যাটসম্যান আজ শুরু থেকেই বেশ দাপটের সঙ্গে ব্যাটিং করছিলেন। বিশেষ করে টেলর। শন উইলিয়ামসের অনুপস্থিতিতে দলের অধিনায়কত্বের ভার পাওয়া টেলর যেন ব্যাটিংয়ের ভারটাও নিজের কাঁধে তুলে নিলেন। ব্যাটিং করছিলেন ওয়ানডে মেজাজে। ৪৭ ওভারের দ্বিতীয় বলে সাকিব আল হাসানকে ছক্কা মেরে টেলর পৌঁছান ফিফটিতে। ১১তম টেস্ট ফিফটিটি করতে টেলরের লেগেছে ৫৮ বল। অন্য প্রান্তে টেস্ট মেজাজে খেলছিলেন কাইতানু। দলীয় ১৭৬ রানে টেলর আউট হওয়ার আগে দুজনে মিলে গড়েন ১১৫ রানের জুটি।
প্রথম দিনের প্রথম সেশন ছাড়া হারারের উইকেটে সেভাবে বোলারর সুবিধা করতে পারছে না। প্রথম দিন বাংলাদেশের টপ অর্ডারের ওপর ঝড় বইয়ে দেওয়া মুজারাবানিদের দ্বিতীয় দিন টেল এন্ডারদের আউট করতেই ঘাম ছুটেছে। বাংলাদেশের বোলারদেরও একই সংগ্রাম করতে হচ্ছে। দারুণ ব্যাটিং করা তাসকিন বোলিংয়েও জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের তটস্থ রাখলেও অন্য প্রান্তে ইবাদত হোসেনকে খেলতে কোনো অসুবিধাই হচ্ছে না কাইতানুদের। সাকিব–মিরাজও সেভাবে সুবিধা আদায় করতে পারছেন না উইকেট থেকে।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৬৮ রানের জবাবটা তাই ভালো দিচ্ছে জিম্বাবুয়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের স্কোর ২ উইকেটে ২২৫। এখনো পিছিয়ে ২৪৩ রানে।
বাংলাদেশকে পেলে একটু বেশিই যেন চওড়া হয়ে উঠে ব্রেন্ডন টেলরের ব্যাট। জিম্বাবুয়ের এই অভিজ্ঞ ব্যাটসম্যানের ক্যারিয়ারের ছয়টি টেস্ট সেঞ্চুরির পাঁচটিই সাকিব–তামিমদের বিপক্ষে। হারারে টেস্টের তৃতীয়ও দিনও ছুটছিলেন সেই পথে! শতরানটা দৃষ্টিসীমায় থাকতেই ধৈর্য হারালেন। তারই মাসুল গুণে মেহেদী হাসান মিরাজকে তেড়েফুঁড়ে মারতে গিয়ে স্কয়ার লেগে বদলি ফিল্ডার ইয়াসির আলী রাব্বীর হাতে তুলে দিলেন ক্যাচ। তার আগে অবশ্য ওয়ানডে মেজাজে ৯২ বলে করেছেন ৮১ রান।
১ উইকেটে ১১৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষে করা জিম্বাবুয়ের দুই অপরাজিত ব্যাটসম্যান আজ শুরু থেকেই বেশ দাপটের সঙ্গে ব্যাটিং করছিলেন। বিশেষ করে টেলর। শন উইলিয়ামসের অনুপস্থিতিতে দলের অধিনায়কত্বের ভার পাওয়া টেলর যেন ব্যাটিংয়ের ভারটাও নিজের কাঁধে তুলে নিলেন। ব্যাটিং করছিলেন ওয়ানডে মেজাজে। ৪৭ ওভারের দ্বিতীয় বলে সাকিব আল হাসানকে ছক্কা মেরে টেলর পৌঁছান ফিফটিতে। ১১তম টেস্ট ফিফটিটি করতে টেলরের লেগেছে ৫৮ বল। অন্য প্রান্তে টেস্ট মেজাজে খেলছিলেন কাইতানু। দলীয় ১৭৬ রানে টেলর আউট হওয়ার আগে দুজনে মিলে গড়েন ১১৫ রানের জুটি।
প্রথম দিনের প্রথম সেশন ছাড়া হারারের উইকেটে সেভাবে বোলারর সুবিধা করতে পারছে না। প্রথম দিন বাংলাদেশের টপ অর্ডারের ওপর ঝড় বইয়ে দেওয়া মুজারাবানিদের দ্বিতীয় দিন টেল এন্ডারদের আউট করতেই ঘাম ছুটেছে। বাংলাদেশের বোলারদেরও একই সংগ্রাম করতে হচ্ছে। দারুণ ব্যাটিং করা তাসকিন বোলিংয়েও জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের তটস্থ রাখলেও অন্য প্রান্তে ইবাদত হোসেনকে খেলতে কোনো অসুবিধাই হচ্ছে না কাইতানুদের। সাকিব–মিরাজও সেভাবে সুবিধা আদায় করতে পারছেন না উইকেট থেকে।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৬৮ রানের জবাবটা তাই ভালো দিচ্ছে জিম্বাবুয়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের স্কোর ২ উইকেটে ২২৫। এখনো পিছিয়ে ২৪৩ রানে।
২৭ নভেম্বর থেকে গায়ানায় শুরু হবে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টে খেলার জন্য জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। আজ সকালে বিসিবির মিডিয়া কনফারেন্স সেন্টারে এ জার্সি উন্মোচন করা হয়।
৬ মিনিট আগেকাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।
২ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
৩ ঘণ্টা আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
৩ ঘণ্টা আগে