ক্রীড়া ডেস্ক, ঢাকা
চার বছরের নিষেধাজ্ঞায় পড়েছেন আরব আমিরাতের উইকেটকিপার ব্যাটসম্যান গোলাম সাব্বির। আজ এক বিবৃতিতে সাব্বিরের নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
আইসিসি জানিয়েছে, বারবার নিয়ম ভঙ্গ করায় এ শাস্তি পেতে হয়েছে সাব্বিরকে। আইসিসির দেওয়া এ শাস্তি মেনে নিয়েছেন ৩৫ বছর বয়সী সাব্বির। এ নিষেধাজ্ঞার ফলে ২০২৫ সালের ২০ আগস্ট পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে খেলতে পারবেন না তিনি। নিষেধাজ্ঞা শেষেও খেলতে পারেন কি না সে শঙ্কাও থাকছে। শাস্তি শেষ হতে হতে তাঁর বয়স ৩৯ বছর ছাড়িয়ে যাবে।
আইসিসি জানিয়েছে সাব্বির দুইবার ২.৪. ৪ অনুচ্ছেদের আইন ভঙ্গ করেছেন। ২০১৯ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে নেপাল ও একই বছরের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সময় দুর্নীতির প্রস্তাব পেলেও তা আইসিসিকে জানাননি তিনি। আইসিসি ২.৪. ৫ অনুচ্ছেদের আইনও দুইবার ভঙ্গ করেছেন ৩৫ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান। এ ছাড়া ২.৪. ৬ ও ২.৪. ৭ এর ধারাও ভঙ্গ করেছেন সাব্বির।
এখানে আইসিসির দুর্নীতি দমন কমিশনের কাজে যথাযথ সহায়তা করেননি সাব্বির। এ ছাড়া তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। আইসিসির ইনটিগ্রিটি ইউনিটের মহা ব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘আরব আমিরাতের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন সাব্বির। একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তার কাছ থেকে আরও দায়িত্ববোধের আশা করি।’ সাব্বির আইসিসির দুর্নীতি দমন কমিশনের সর্বশেষ তিনটি সভায়ও উপস্থিত ছিলেন জানিয়েছেন মার্শাল।
চার বছরের নিষেধাজ্ঞায় পড়েছেন আরব আমিরাতের উইকেটকিপার ব্যাটসম্যান গোলাম সাব্বির। আজ এক বিবৃতিতে সাব্বিরের নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
আইসিসি জানিয়েছে, বারবার নিয়ম ভঙ্গ করায় এ শাস্তি পেতে হয়েছে সাব্বিরকে। আইসিসির দেওয়া এ শাস্তি মেনে নিয়েছেন ৩৫ বছর বয়সী সাব্বির। এ নিষেধাজ্ঞার ফলে ২০২৫ সালের ২০ আগস্ট পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে খেলতে পারবেন না তিনি। নিষেধাজ্ঞা শেষেও খেলতে পারেন কি না সে শঙ্কাও থাকছে। শাস্তি শেষ হতে হতে তাঁর বয়স ৩৯ বছর ছাড়িয়ে যাবে।
আইসিসি জানিয়েছে সাব্বির দুইবার ২.৪. ৪ অনুচ্ছেদের আইন ভঙ্গ করেছেন। ২০১৯ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে নেপাল ও একই বছরের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সময় দুর্নীতির প্রস্তাব পেলেও তা আইসিসিকে জানাননি তিনি। আইসিসি ২.৪. ৫ অনুচ্ছেদের আইনও দুইবার ভঙ্গ করেছেন ৩৫ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান। এ ছাড়া ২.৪. ৬ ও ২.৪. ৭ এর ধারাও ভঙ্গ করেছেন সাব্বির।
এখানে আইসিসির দুর্নীতি দমন কমিশনের কাজে যথাযথ সহায়তা করেননি সাব্বির। এ ছাড়া তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। আইসিসির ইনটিগ্রিটি ইউনিটের মহা ব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘আরব আমিরাতের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন সাব্বির। একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তার কাছ থেকে আরও দায়িত্ববোধের আশা করি।’ সাব্বির আইসিসির দুর্নীতি দমন কমিশনের সর্বশেষ তিনটি সভায়ও উপস্থিত ছিলেন জানিয়েছেন মার্শাল।
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
২ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
৩ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
৩ ঘণ্টা আগে