ক্রীড়া ডেস্ক
ইংলিশ ক্রিকেটের ‘ব্যাড বয়’ থেকে ‘ক্রাইসিস ম্যান’ হয়ে ওঠাই বলে দেয়, বেন স্টোকস কত দ্রুত নিজেকে বদলে ফেলেছেন; মাঠের বাইরের বিতর্কিত কর্মকাণ্ড ছেড়ে বাইশ গজে শতভাগ নিংড়ে দিয়েছেন।
তবে ভালো-মন্দ সবকিছুরই শেষ আছে। স্টোকস এই চিরন্তন সত্যি মনে করেই বোধহয় ধীরে ধীরে খেলোয়াড়ি জীবন থেকে নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিলেন। ‘ধীর’ সিদ্ধান্তের প্রথম পদক্ষেপটা একটু তাড়াতাড়িই নিয়ে ফেলেছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠবেই। ক্রিকেটের জন্মদাতাদের প্রথমবার সত্যিকারের বিশ্ব জয়ের (ওয়ানডে বিশ্বকাপ) স্বাদ পাইয়ে দেওয়ার মহানায়ক যে ওয়ানডে সংস্করণকেই সবার আগে বিদায় জানিয়েছেন! বিদায়ের মঞ্চ হিসেবেও যথাযথ জায়গাকেই বেছে নিয়েছেন তিনি। নিউজিল্যান্ড ছেড়ে ইংল্যান্ডে আসার পর যে ডারহামকে ‘ঘর’ বানিয়েছিলেন, যে কাউন্টি দলকে আপন করে নিয়েছিলেন; দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ডারহামের মাঠ চেস্টার লি স্ট্রিটেই গত রাতে নিজের শেষ ওয়ানডে খেলেছেন।
তবে ৩১ বছর বয়সী স্টোকস মনে করেন, সিদ্ধান্তটা যথাসময়েই নিয়েছেন তিনি। ব্যস্ত সূচির সঙ্গে তাল মিলিয়ে তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়া তাঁর জন্য কঠিন হয়ে পড়ছিল। বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালকে তারকা অলরাউন্ডার বলেছেন, ‘আমার মনে হয় মানুষকে অতিমাত্রায় ক্রিকেট ঠেসে দেওয়া হচ্ছে। (ঠাসা সূচিতে) তিন সংস্করণ চালিয়ে যাওয়া ভীষণ কঠিন। আমরা গাড়ি নই যে, জ্বালানি ভরিয়ে চলতে থাকব। ফুরিয়ে গেলে আবার ভরিয়ে নেব ও চলার প্রস্তুতি নিয়ে রাখব।’
এ বছরের জুনে নিজের আন্তর্জাতিক মৌসুম শুরু করেছে ইংল্যান্ড। সেপ্টেম্বরের মাঝামাঝি গিয়ে যা শেষ হবে। এ সময়ে তিন সংস্করণ মিলিয়ে ২৩ ম্যাচ খেলবে ইংল্যান্ড। আগামী এক বছরে ঘরে-বাইরে মিলিয়ে খেলায় ব্যস্ত থাকতে হবে ১০০ দিনেরও বেশি। এ ছাড়া কাউন্টি চ্যাম্পিয়নশিপ, রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ, ভাইটালিটি টি-২০ ব্লাস্ট, দ্য হানড্রেডের মতো ঘরোয়া টুর্নামেন্ট তো আছেই।
মানসিক অবসাদে ছয় মাস ক্রিকেট থেকে দূরে থাকা স্টোকস এই চাপ আর নিতে পারছিলেন না। তার ওপর টেস্টের নেতৃত্ব ভার পাওয়ায় ও সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এই দুই সংস্করণেই বেশি মনোযোগী হতে চাইছিলেন তিনি, ‘ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের পরই অবসরের সিদ্ধান্তটা স্টুয়ার্ট ব্রডকে জানিয়েছিলাম। সে ৩৬ বছর বয়সেও টেস্ট খেলছে। কারণ, ২০১৬ সালের পর আর ওয়ানডে খেলেনি। আমার বয়সও যখন ৩৬ হবে, তখন পেছনে ফিরে এই মুহূর্তের কথা স্মরণ করব। বলতে পারব, ঠিক সময়ে ওয়ানডে ছেড়েছি বলেই এখনো টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করতে পারছি।’
আগামী বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ ধরে রাখার অভিযানে নামবে ইংল্যান্ড। আইপিএল খেলার দীর্ঘ অভিজ্ঞতা থাকায় স্টোকসকে খুব করে পেতে চাইবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলের প্রয়োজনে আবার ফিরবেন কি না—এমন প্রশ্নে স্টোকসের ভাষ্য, ‘এই সংস্করণ অনেক দিন ধরে না খেলা একজনের হুট করে দলে ঢুকে পড়া উচিত হবে না। এতে করে যার সুযোগ পাওয়ার কথা, তার প্রতি অবিচার করা হবে। আমি হয়তো সেটা করতে চাইব না। কিন্তু আইসিসি ইভেন্ট বলে কথা। দল চাইলে আমি হ্যাঁ বলে দিতেও (ফিরতেও) পারি।’
ইংলিশ ক্রিকেটের ‘ব্যাড বয়’ থেকে ‘ক্রাইসিস ম্যান’ হয়ে ওঠাই বলে দেয়, বেন স্টোকস কত দ্রুত নিজেকে বদলে ফেলেছেন; মাঠের বাইরের বিতর্কিত কর্মকাণ্ড ছেড়ে বাইশ গজে শতভাগ নিংড়ে দিয়েছেন।
তবে ভালো-মন্দ সবকিছুরই শেষ আছে। স্টোকস এই চিরন্তন সত্যি মনে করেই বোধহয় ধীরে ধীরে খেলোয়াড়ি জীবন থেকে নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিলেন। ‘ধীর’ সিদ্ধান্তের প্রথম পদক্ষেপটা একটু তাড়াতাড়িই নিয়ে ফেলেছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠবেই। ক্রিকেটের জন্মদাতাদের প্রথমবার সত্যিকারের বিশ্ব জয়ের (ওয়ানডে বিশ্বকাপ) স্বাদ পাইয়ে দেওয়ার মহানায়ক যে ওয়ানডে সংস্করণকেই সবার আগে বিদায় জানিয়েছেন! বিদায়ের মঞ্চ হিসেবেও যথাযথ জায়গাকেই বেছে নিয়েছেন তিনি। নিউজিল্যান্ড ছেড়ে ইংল্যান্ডে আসার পর যে ডারহামকে ‘ঘর’ বানিয়েছিলেন, যে কাউন্টি দলকে আপন করে নিয়েছিলেন; দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ডারহামের মাঠ চেস্টার লি স্ট্রিটেই গত রাতে নিজের শেষ ওয়ানডে খেলেছেন।
তবে ৩১ বছর বয়সী স্টোকস মনে করেন, সিদ্ধান্তটা যথাসময়েই নিয়েছেন তিনি। ব্যস্ত সূচির সঙ্গে তাল মিলিয়ে তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়া তাঁর জন্য কঠিন হয়ে পড়ছিল। বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালকে তারকা অলরাউন্ডার বলেছেন, ‘আমার মনে হয় মানুষকে অতিমাত্রায় ক্রিকেট ঠেসে দেওয়া হচ্ছে। (ঠাসা সূচিতে) তিন সংস্করণ চালিয়ে যাওয়া ভীষণ কঠিন। আমরা গাড়ি নই যে, জ্বালানি ভরিয়ে চলতে থাকব। ফুরিয়ে গেলে আবার ভরিয়ে নেব ও চলার প্রস্তুতি নিয়ে রাখব।’
এ বছরের জুনে নিজের আন্তর্জাতিক মৌসুম শুরু করেছে ইংল্যান্ড। সেপ্টেম্বরের মাঝামাঝি গিয়ে যা শেষ হবে। এ সময়ে তিন সংস্করণ মিলিয়ে ২৩ ম্যাচ খেলবে ইংল্যান্ড। আগামী এক বছরে ঘরে-বাইরে মিলিয়ে খেলায় ব্যস্ত থাকতে হবে ১০০ দিনেরও বেশি। এ ছাড়া কাউন্টি চ্যাম্পিয়নশিপ, রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ, ভাইটালিটি টি-২০ ব্লাস্ট, দ্য হানড্রেডের মতো ঘরোয়া টুর্নামেন্ট তো আছেই।
মানসিক অবসাদে ছয় মাস ক্রিকেট থেকে দূরে থাকা স্টোকস এই চাপ আর নিতে পারছিলেন না। তার ওপর টেস্টের নেতৃত্ব ভার পাওয়ায় ও সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এই দুই সংস্করণেই বেশি মনোযোগী হতে চাইছিলেন তিনি, ‘ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের পরই অবসরের সিদ্ধান্তটা স্টুয়ার্ট ব্রডকে জানিয়েছিলাম। সে ৩৬ বছর বয়সেও টেস্ট খেলছে। কারণ, ২০১৬ সালের পর আর ওয়ানডে খেলেনি। আমার বয়সও যখন ৩৬ হবে, তখন পেছনে ফিরে এই মুহূর্তের কথা স্মরণ করব। বলতে পারব, ঠিক সময়ে ওয়ানডে ছেড়েছি বলেই এখনো টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করতে পারছি।’
আগামী বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ ধরে রাখার অভিযানে নামবে ইংল্যান্ড। আইপিএল খেলার দীর্ঘ অভিজ্ঞতা থাকায় স্টোকসকে খুব করে পেতে চাইবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলের প্রয়োজনে আবার ফিরবেন কি না—এমন প্রশ্নে স্টোকসের ভাষ্য, ‘এই সংস্করণ অনেক দিন ধরে না খেলা একজনের হুট করে দলে ঢুকে পড়া উচিত হবে না। এতে করে যার সুযোগ পাওয়ার কথা, তার প্রতি অবিচার করা হবে। আমি হয়তো সেটা করতে চাইব না। কিন্তু আইসিসি ইভেন্ট বলে কথা। দল চাইলে আমি হ্যাঁ বলে দিতেও (ফিরতেও) পারি।’
সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না
৪ ঘণ্টা আগেবাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দিয়েছে তারা। আজ বিকেলে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
৫ ঘণ্টা আগেসরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বেশির ভাগই আড়ালে চলে যান। সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পদ হারান আরও ১০ পরিচালক। কয়েকজন করেছেন পদত্যাগ।
৬ ঘণ্টা আগে