নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ । অফিস শুরুর প্রথম দিনেই বিসিবি-বাফুফেসহ ক্রীড়া ফেডারেশনগুলোয় কীভাবে পরিবর্তন আসবে, সংক্ষেপে জানালেন ক্রীড়া উপদেষ্টা।
নতুন দায়িত্ব পাওয়ার পর আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রথম অফিস করতে আসেন আসিফ মাহমুদ। সংবাদমাধ্যমের সামনে বেশির ভাগ কথাই তিনি বলেছেন বিসিবিকে নিয়ে। জানিয়েছেন তিনটি সিদ্ধান্তের কথা। সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবি যেহেতু আইসিসির অধীনে সায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারব না। বিসিবির পরিচালক যাঁরা আছেন, তাঁদের পরামর্শ দিয়েছি। তাঁরা এ ব্যাপারে আইসিসির আইনি কাঠামোর মধ্যে থেকে কীভাবে বিষয়টির সমাধান করা যায় এবং অন্তর্বর্তী সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না, তাঁরা সে বিষয়ে পরে আমাদের রিপোর্ট দেবেন এবং এ বিষয়ে প্রক্রিয়াটা চালু রাখব। এই তিনটি সিদ্ধান্ত বা প্রক্রিয়া যা-ই বলেন, আপনাদের জানাতে পেরেছি।’
সরকার পতনের পরই জাতীয় সংসদ বিলুপ্ত হয়েছে। আজ আসিফের কথায় এসেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের প্রসঙ্গও, ‘বিসিবি সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশন চালাতে হলে তার সবগুলো অর্গান ঠিকভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে যিনি আছেন, তিনি অনুপস্থিত।’
সময়ের স্বল্পতার কারণে গণমাধ্যমকে বেশি সময় দিতে পারেননি আসিফ। নবগঠিত সরকারের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে হচ্ছে। হাতে পর্যাপ্ত সময় নিয়ে বিসিবির পাশাপাশি অন্যান্য ফেডারেশনের সঙ্গে বসার কথা জানিয়েছেন তিনি। আইনি প্রক্রিয়া মেনে ফেডারেশনগুলো ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেছেন আসিফ। সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আজ আমি সময় দিতে পারছি না। আপনারা জানেন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান আছে। আমরা আরও বিস্তারিত কথা বলব। আসলে আজ সময় স্বল্পতার কারণে এবং নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে বিসিবির সঙ্গে আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি। বাকি ফেডারেশনগুলোর সঙ্গে পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে তাদের পরামর্শ দেওয়ার দরকার হলে পরামর্শ দেব। অবশ্যই আইনি কাঠামোর মধ্যে থেকে কাজগুলো করতে হবে।’
অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি দেখে আইসিসি বিকল্প ভেন্যুর সিদ্ধান্তও নিয়েছিল। পরশু আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ শুনিয়েছেন আশার কথা। বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ । অফিস শুরুর প্রথম দিনেই বিসিবি-বাফুফেসহ ক্রীড়া ফেডারেশনগুলোয় কীভাবে পরিবর্তন আসবে, সংক্ষেপে জানালেন ক্রীড়া উপদেষ্টা।
নতুন দায়িত্ব পাওয়ার পর আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রথম অফিস করতে আসেন আসিফ মাহমুদ। সংবাদমাধ্যমের সামনে বেশির ভাগ কথাই তিনি বলেছেন বিসিবিকে নিয়ে। জানিয়েছেন তিনটি সিদ্ধান্তের কথা। সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবি যেহেতু আইসিসির অধীনে সায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারব না। বিসিবির পরিচালক যাঁরা আছেন, তাঁদের পরামর্শ দিয়েছি। তাঁরা এ ব্যাপারে আইসিসির আইনি কাঠামোর মধ্যে থেকে কীভাবে বিষয়টির সমাধান করা যায় এবং অন্তর্বর্তী সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না, তাঁরা সে বিষয়ে পরে আমাদের রিপোর্ট দেবেন এবং এ বিষয়ে প্রক্রিয়াটা চালু রাখব। এই তিনটি সিদ্ধান্ত বা প্রক্রিয়া যা-ই বলেন, আপনাদের জানাতে পেরেছি।’
সরকার পতনের পরই জাতীয় সংসদ বিলুপ্ত হয়েছে। আজ আসিফের কথায় এসেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের প্রসঙ্গও, ‘বিসিবি সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশন চালাতে হলে তার সবগুলো অর্গান ঠিকভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে যিনি আছেন, তিনি অনুপস্থিত।’
সময়ের স্বল্পতার কারণে গণমাধ্যমকে বেশি সময় দিতে পারেননি আসিফ। নবগঠিত সরকারের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে হচ্ছে। হাতে পর্যাপ্ত সময় নিয়ে বিসিবির পাশাপাশি অন্যান্য ফেডারেশনের সঙ্গে বসার কথা জানিয়েছেন তিনি। আইনি প্রক্রিয়া মেনে ফেডারেশনগুলো ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেছেন আসিফ। সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আজ আমি সময় দিতে পারছি না। আপনারা জানেন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান আছে। আমরা আরও বিস্তারিত কথা বলব। আসলে আজ সময় স্বল্পতার কারণে এবং নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে বিসিবির সঙ্গে আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি। বাকি ফেডারেশনগুলোর সঙ্গে পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে তাদের পরামর্শ দেওয়ার দরকার হলে পরামর্শ দেব। অবশ্যই আইনি কাঠামোর মধ্যে থেকে কাজগুলো করতে হবে।’
অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি দেখে আইসিসি বিকল্প ভেন্যুর সিদ্ধান্তও নিয়েছিল। পরশু আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ শুনিয়েছেন আশার কথা। বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
ম্যানচেস্টার সিটির ফর্মটাই এবার নরওয়ের জার্সিতেও টেনে নিয়ে এলেন আর্লিং হালান্ড। নিয়মিত গোল করছেন এবারের উয়েফা নেশনস লিগে। নরওয়ের এই স্ট্রাইকার গত রাতে করলেন হ্যাটট্রিক।
৫ মিনিট আগে২৪ বছর মাহমুদুল হাসান জয় পূর্ণ করেছেন গত বুধবার। সুদূর ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের তরুণ ক্রিকেটারের জন্মদিনটা উদযাপন করতে হলে একটু দেরিতেই। সে যা-ই হোক, সতীর্থদের সঙ্গে বিদেশে এমন জন্মদিনের উপলক্ষ্য কজনেরই বা হয়!
১ ঘণ্টা আগেট্যুর ম্যাচের স্কোর জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনের আন্তর্জাতিক ক্যারিয়ারে যোগ হবে না। কিন্তু নিজেদের ঝালিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ আর কোথায় পেতেন জাকের ও অঙ্কনরা। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে গত রাতে প্রথম দিনে জ্বলে উঠেছে তাঁদের ব্যাট।
২ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট এতটাই ‘আনপ্রেডিক্টেবল’ যে মাঠের খেলার পাশাপাশি বোর্ডেও দৃশ্যপট বদলায় নিয়মিত। কোচদের চাকরি সেখানে তো চরম অনিশ্চয়তার এক বিষয়। গ্যারি কারস্টেনের পর এবারের নাটক জেসন গিলেস্পি।
২ ঘণ্টা আগে