অনলাইন ডেস্ক
আমাদের ছায়াপথ আকাশগঙ্গায় সন্ধান মিলল ঘূর্ণায়মান এক ‘ভুতুড়ে’ বস্তুর। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের দাবি, এ ধরনের কোনো বস্তু এর আগে কখনো শনাক্ত হয়নি।
অস্ট্রেলিয়ার এক শিক্ষার্থী টাইরন ও’ডোহার্টি প্রথম এই ঘটনা আবিষ্কার করেন। তিনি দেখতে পান, প্রায় প্রতি ১৮ মিনিট পরপর বস্তুটি থেকে আলোর ঝলকানি ঠিকরে বের হচ্ছে। গবেষকেরা বলছেন, মহাবিশ্বে শক্তি বিকিরণ করে এমন ঘটনা অস্বাভাবিক নয়। কিন্তু একটি নির্দিষ্ট সময় পরপর এমন করে বিস্ফোরিত হওয়া অস্বাভাবিক।
বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে গবেষণা চলছে।
অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টাইরন ও’ডোহার্টি এক ধরনের বিশেষ টেলিস্কোপ ব্যবহার করে প্রথম ওই ঘটনাটি দেখতে পান। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোনমির (আইসিআরএআর) মহাকাশ গবেষক দলের সদস্য ওই শিক্ষার্থী বলেন, ‘ঘণ্টাব্যাপী পর্যবেক্ষণে বেশ কয়েকবার বস্তুটিকে জ্বলতে নিভতে দেখি আমরা।’
তিনি আরও বলেন, ‘এটি খুবই অপ্রত্যাশিত। জ্যোতির্বিদ্যার যেকোনো শিক্ষার্থীর জন্য এটি ভুতুড়ে বিষয়। এর আগে কেউ আমাদের ছায়াপথে এমন ধরনের বিষয় পর্যবেক্ষণ করেছে বলে মনে হয় না।’
তবে মহাবিশ্বে জ্বলে ওঠা-নিভে যাওয়া বস্তুর উপস্থিতি নতুন নয় জ্যোতির্বিজ্ঞানীদের কাছে। তাঁরা এই ধরনের বস্তুকে বলে থাকেন ‘ট্রানজিয়েন্ট’ বা ‘ক্ষণস্থায়ী’। তবে, আমাদের ছায়াপথে প্রথমবারের মতো এ ধরনের বস্তুর দেখা মিলল।
আইসিআরএআর-এর জ্যোতিপদার্থবিদ ড. জেমা অ্যান্ডারসন বিষয়টিকে ‘আসলেই অদ্ভুত’ বলে বর্ণনা করেছেন।
বস্তুটি শনাক্ত হওয়ার পর আইসিআরএআর-এর গবেষকেরা হিসাব করে বের করেছেন যে, বস্তুটির অবস্থান পৃথিবী থেকে প্রায় ৪ হাজার আলোকবর্ষ দূরে।
বিজ্ঞান সম্পর্কিত আরও পড়ুন:
আমাদের ছায়াপথ আকাশগঙ্গায় সন্ধান মিলল ঘূর্ণায়মান এক ‘ভুতুড়ে’ বস্তুর। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের দাবি, এ ধরনের কোনো বস্তু এর আগে কখনো শনাক্ত হয়নি।
অস্ট্রেলিয়ার এক শিক্ষার্থী টাইরন ও’ডোহার্টি প্রথম এই ঘটনা আবিষ্কার করেন। তিনি দেখতে পান, প্রায় প্রতি ১৮ মিনিট পরপর বস্তুটি থেকে আলোর ঝলকানি ঠিকরে বের হচ্ছে। গবেষকেরা বলছেন, মহাবিশ্বে শক্তি বিকিরণ করে এমন ঘটনা অস্বাভাবিক নয়। কিন্তু একটি নির্দিষ্ট সময় পরপর এমন করে বিস্ফোরিত হওয়া অস্বাভাবিক।
বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে গবেষণা চলছে।
অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টাইরন ও’ডোহার্টি এক ধরনের বিশেষ টেলিস্কোপ ব্যবহার করে প্রথম ওই ঘটনাটি দেখতে পান। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোনমির (আইসিআরএআর) মহাকাশ গবেষক দলের সদস্য ওই শিক্ষার্থী বলেন, ‘ঘণ্টাব্যাপী পর্যবেক্ষণে বেশ কয়েকবার বস্তুটিকে জ্বলতে নিভতে দেখি আমরা।’
তিনি আরও বলেন, ‘এটি খুবই অপ্রত্যাশিত। জ্যোতির্বিদ্যার যেকোনো শিক্ষার্থীর জন্য এটি ভুতুড়ে বিষয়। এর আগে কেউ আমাদের ছায়াপথে এমন ধরনের বিষয় পর্যবেক্ষণ করেছে বলে মনে হয় না।’
তবে মহাবিশ্বে জ্বলে ওঠা-নিভে যাওয়া বস্তুর উপস্থিতি নতুন নয় জ্যোতির্বিজ্ঞানীদের কাছে। তাঁরা এই ধরনের বস্তুকে বলে থাকেন ‘ট্রানজিয়েন্ট’ বা ‘ক্ষণস্থায়ী’। তবে, আমাদের ছায়াপথে প্রথমবারের মতো এ ধরনের বস্তুর দেখা মিলল।
আইসিআরএআর-এর জ্যোতিপদার্থবিদ ড. জেমা অ্যান্ডারসন বিষয়টিকে ‘আসলেই অদ্ভুত’ বলে বর্ণনা করেছেন।
বস্তুটি শনাক্ত হওয়ার পর আইসিআরএআর-এর গবেষকেরা হিসাব করে বের করেছেন যে, বস্তুটির অবস্থান পৃথিবী থেকে প্রায় ৪ হাজার আলোকবর্ষ দূরে।
বিজ্ঞান সম্পর্কিত আরও পড়ুন:
বিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
৩ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
৩ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৪ দিন আগেসৌরজগৎ থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। এই পাথুরে গ্রহটির ভর পৃথিবীর মতোই এবং এটি শ্বেতবামন তারার চারপাশে আবর্তিত হচ্ছ। সাজেটেরিয়াস নক্ষত্রমণ্ডলীতে এই তারাটি অবস্থিত।
৬ দিন আগে