অনলাইন ডেস্ক
কুয়াশা বাতাসে ভেসে থাকলেও ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে। মেঘের মতো করেই তৈরি হয় বলে কুয়াশাকে আবহাওয়াবিদেরা ‘লো ক্লাউড’ বলে থাকেন। তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতার পরিমাণের ওপর ভিত্তি করে কুয়াশা দেখা দিতে পারে এবং হঠাৎ করে অদৃশ্যও হয়ে যেতে পারে।
বাষ্পাবস্থায় জল স্বচ্ছ ও অদৃশ্য থাকে। বায়ু যত উষ্ণ হয়, এর গতিশক্তিও তত বাড়ে এবং বেশি পরিমাণে জলের অণু বাষ্পে পরিণত হয়। প্রচুর জলীয় বাষ্পযুক্ত উষ্ণ বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেলে জলের অণুগুলো খুব বেশি ধীরগতির হয়ে পড়ে; বাষ্পাকারে থাকতে পারে না। এর ফলে জলীয় বাষ্পগুলো তরল ক্ষুদ্র ফোঁটায় রূপান্তরিত হয়। তবে জলের ফোঁটাগুলো তখনো যথেষ্ট হালকা হওয়ায় বাতাসে ভেসে থাকতে পারে, এটাই কুয়াশা।
শীতকালে সারা দিন সূর্যরশ্মির তাপে জলীয় বাষ্প তৈরি হয়। তবে সন্ধ্যার পর বায়ুমণ্ডল ঠান্ডা হয়ে আসায় বাতাসের অতিরিক্ত জলীয় বাষ্প বাতাসের ধুলাবালুর সঙ্গে মিশে কুয়াশার আকার ধারণ করে। তবে ঘন কুয়াশার অন্যতম কারণ পরিবেশদূষণ। ঢাকা দূষণের শহর হওয়ায় এখানে ধুলা ও ধোঁয়ার আধিক্য থাকে। এ কারণে কুয়াশাও অনেক ঘন হয় বলে আলো তা ভেদ করে যেতে পারে না। কুয়াশার গায়ে আলোর প্রতিফলনের ফলে ঢাকায় কুয়াশা অনেক অস্বচ্ছ দেখায়।
কুয়াশা বাতাসে ভেসে থাকলেও ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে। মেঘের মতো করেই তৈরি হয় বলে কুয়াশাকে আবহাওয়াবিদেরা ‘লো ক্লাউড’ বলে থাকেন। তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতার পরিমাণের ওপর ভিত্তি করে কুয়াশা দেখা দিতে পারে এবং হঠাৎ করে অদৃশ্যও হয়ে যেতে পারে।
বাষ্পাবস্থায় জল স্বচ্ছ ও অদৃশ্য থাকে। বায়ু যত উষ্ণ হয়, এর গতিশক্তিও তত বাড়ে এবং বেশি পরিমাণে জলের অণু বাষ্পে পরিণত হয়। প্রচুর জলীয় বাষ্পযুক্ত উষ্ণ বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেলে জলের অণুগুলো খুব বেশি ধীরগতির হয়ে পড়ে; বাষ্পাকারে থাকতে পারে না। এর ফলে জলীয় বাষ্পগুলো তরল ক্ষুদ্র ফোঁটায় রূপান্তরিত হয়। তবে জলের ফোঁটাগুলো তখনো যথেষ্ট হালকা হওয়ায় বাতাসে ভেসে থাকতে পারে, এটাই কুয়াশা।
শীতকালে সারা দিন সূর্যরশ্মির তাপে জলীয় বাষ্প তৈরি হয়। তবে সন্ধ্যার পর বায়ুমণ্ডল ঠান্ডা হয়ে আসায় বাতাসের অতিরিক্ত জলীয় বাষ্প বাতাসের ধুলাবালুর সঙ্গে মিশে কুয়াশার আকার ধারণ করে। তবে ঘন কুয়াশার অন্যতম কারণ পরিবেশদূষণ। ঢাকা দূষণের শহর হওয়ায় এখানে ধুলা ও ধোঁয়ার আধিক্য থাকে। এ কারণে কুয়াশাও অনেক ঘন হয় বলে আলো তা ভেদ করে যেতে পারে না। কুয়াশার গায়ে আলোর প্রতিফলনের ফলে ঢাকায় কুয়াশা অনেক অস্বচ্ছ দেখায়।
বিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
৫ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
৬ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৭ দিন আগেসৌরজগৎ থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। এই পাথুরে গ্রহটির ভর পৃথিবীর মতোই এবং এটি শ্বেতবামন তারার চারপাশে আবর্তিত হচ্ছ। সাজেটেরিয়াস নক্ষত্রমণ্ডলীতে এই তারাটি অবস্থিত।
৯ দিন আগে