বিজ্ঞান ডেস্ক
নিউট্রন স্টারেরা মহাকাশের অন্যতম ঘনীভূত বস্তু। এই তারকা নিয়ে সম্প্রতি গবেষণা করে বেশ কিছু নতুন তথ্য আবিষ্কার করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের একদল গবেষক । এই গবেষণা কার্যক্রমের অন্যতম গবেষক ফেবিয়ান গিটিনস।
গিটিনস বিভিন্ন নিউট্রন স্টারে থাকা পাহাড়ের আকৃতি কী ধরনের হয়ে থাকে সে বিষয়ে ধারণা দেন । এ জন্য তিনি কম্পিউটাশন্যাল মডেলিং পদ্ধতির সহযোগিতা নেন। পাশাপাশি বিভিন্ন টেলিস্কোপের ছবি বিশ্লেষণ করে থাকেন তিনি। তাঁদের গবেষণাপত্র ন্যাশনাল অ্যাস্ট্রোনমি মিটিংয়ে প্রকাশিত হয়েছে।
এই নিউট্রন স্টারগুলোতে অত্যধিক ঘনত্বের কারণে মাধ্যাকর্ষণ শক্তি বেশি থাকে। ন্যাশনাল অ্যাস্ট্রোনমি মিটিং-এর প্রবন্ধে গবেষক ফেবিয়ান গিটিনস উল্লেখ করেন, তাঁরা যে নিউট্রন স্টার মডেল নিয়ে কাজ করেছেন সেখানে পাহাড়গুলোর উচ্চতা খুব বেশি নয়। ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের গবেষকেরা এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য কাজ করছেন ।
আমাদের ছায়াপথে প্রায় এক বিলিয়ন নিউট্রন স্টার রয়েছে। ব্ল্যাকহোলের পরেই এই মহাবিশ্বে নিউট্রন স্টারের ঘনত্ব।সাধারণত সুপারনোভা বিস্ফোরণের পর তারকার যে অংশ রয়ে যায় সেটি নিউট্রন স্টার। নিউট্রন স্টার থেকে তীব্র আলোক রশ্মি নিঃসরিত হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যালান গিবসন বলেন, এই গবেষণা নিউট্রন স্টার সম্পর্কে মানুষের ধারণা আরও গভীর করবে।
নিউট্রন স্টারেরা মহাকাশের অন্যতম ঘনীভূত বস্তু। এই তারকা নিয়ে সম্প্রতি গবেষণা করে বেশ কিছু নতুন তথ্য আবিষ্কার করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের একদল গবেষক । এই গবেষণা কার্যক্রমের অন্যতম গবেষক ফেবিয়ান গিটিনস।
গিটিনস বিভিন্ন নিউট্রন স্টারে থাকা পাহাড়ের আকৃতি কী ধরনের হয়ে থাকে সে বিষয়ে ধারণা দেন । এ জন্য তিনি কম্পিউটাশন্যাল মডেলিং পদ্ধতির সহযোগিতা নেন। পাশাপাশি বিভিন্ন টেলিস্কোপের ছবি বিশ্লেষণ করে থাকেন তিনি। তাঁদের গবেষণাপত্র ন্যাশনাল অ্যাস্ট্রোনমি মিটিংয়ে প্রকাশিত হয়েছে।
এই নিউট্রন স্টারগুলোতে অত্যধিক ঘনত্বের কারণে মাধ্যাকর্ষণ শক্তি বেশি থাকে। ন্যাশনাল অ্যাস্ট্রোনমি মিটিং-এর প্রবন্ধে গবেষক ফেবিয়ান গিটিনস উল্লেখ করেন, তাঁরা যে নিউট্রন স্টার মডেল নিয়ে কাজ করেছেন সেখানে পাহাড়গুলোর উচ্চতা খুব বেশি নয়। ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের গবেষকেরা এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য কাজ করছেন ।
আমাদের ছায়াপথে প্রায় এক বিলিয়ন নিউট্রন স্টার রয়েছে। ব্ল্যাকহোলের পরেই এই মহাবিশ্বে নিউট্রন স্টারের ঘনত্ব।সাধারণত সুপারনোভা বিস্ফোরণের পর তারকার যে অংশ রয়ে যায় সেটি নিউট্রন স্টার। নিউট্রন স্টার থেকে তীব্র আলোক রশ্মি নিঃসরিত হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যালান গিবসন বলেন, এই গবেষণা নিউট্রন স্টার সম্পর্কে মানুষের ধারণা আরও গভীর করবে।
বিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
৩ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
৩ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৪ দিন আগেসৌরজগৎ থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। এই পাথুরে গ্রহটির ভর পৃথিবীর মতোই এবং এটি শ্বেতবামন তারার চারপাশে আবর্তিত হচ্ছ। সাজেটেরিয়াস নক্ষত্রমণ্ডলীতে এই তারাটি অবস্থিত।
৬ দিন আগে