বিজ্ঞান প্রতিবেদক, ঢাকা
সৌরজগতের অন্যগ্রহে পানির অস্তিত্ব আছে কীনা এ বিষয়ে বেশ সক্রিয় গবেষণা হচ্ছে। বিশ্বব্যাপী বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে কাজ করছেন। সম্প্রতি ফ্রান্স আর জার্মানির বিজ্ঞানীরা প্লুটোর চাঁদে পানির অস্তিত্ব নিয়ে গবেষণা করেছেন। প্যারিস বিশ্ববিদ্যালয় এবং বার্লিন বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞানীরা দীর্ঘ পাঁচ বছর ধরে এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন।
এর আগে সৌরজগতের অন্য গ্রহ আর চাঁদসমূহে কীভাবে পানি বিস্তৃত থাকতে পারে সে বিষয়ে গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছিলেন জাপানের বিজ্ঞানীরা। ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এই গবেষণা সৌরজগতের গ্রহগুলো আর চাঁদগুলো সম্পর্কে মানুষের ধারণা আরও স্বচ্ছ করে। প্রফেসর হিদেকি তানাকা এই গবেষণা কার্যক্রমে নেতৃত্ব দেন। তাদের এই গবেষণা দ্য প্লানেটারি সায়েন্স জার্নালে প্রকাশিত হয়। প্রফেসর হিদেকি তানাকা দীর্ঘদিন ধরে পৃথিবীর বাইরে গ্রহ আর চাঁদসমূহে পানির অস্তিত্ব নিয়ে কাজ করছেন। প্লুটো গ্রহের চাঁদেও পরিবেশ নিয়ে রয়েছে তার অনবদ্য কাজ।
চাঁদ শব্দটি আমাদের কাছে বেশ পরিচিত। আমরা পৃথিবীর মানুষ চাঁদের সঙ্গে বিশেষ পরিচিত। আমরা পরিচিত চাঁদ সম্পর্কিত বিভিন্ন ঘটনার সঙ্গে। চন্দ্রগ্রহণ, জোয়ারভাটা, পূর্ণিমা, অমাবস্যা এগুলো চাঁদ সম্পর্কিত বিষয়বস্তু।
পৃথিবী ছাড়াও সূর্যের অন্যান্য গ্রহেরও চাঁদ রয়েছে। যেমন আমাদের পৃথিবীর যেখানে একটি চাঁদ রয়েছে প্লুটো গ্রহের রয়েছে পাচঁটি চাঁদ। এই চাঁদগুলো হচ্ছে চ্যারন, স্টিক্স, নিক্স, কারবেরস ও হাইড্রা। বিজ্ঞানীরা ধারণা করছেন, প্লুটো গ্রহের এ চাঁদগুলো সৌরজগতে গতিশীল থাকা অবস্থায় বড় কোনো গ্রহ বা গ্রহ সদৃশ বস্তুর সঙ্গে প্লুটোর সংঘর্ষের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এই সকল চাঁদে আদেও পানি আছে কী না এবং তা কি পরিমাণে কীভাবে আছে সেটি নিয়ে কাজ করেছেন প্রফেসর তানাকা আর তার দল।
এখন, ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জ্য কক রুয়েত এবং জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মারিনা সোদবার্গ প্লুটো গ্রহের চাঁদে পানির অস্তিত্ব নিয়ে গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। তারা বেশকিছু টেলিস্কোপভিত্তিক ডাটা বিশ্লেষণ করে প্লুটো গ্রহের চাঁদে পানির অস্তিত্ব সম্পর্কে তথ্য উপস্থাপন করেছেন। এভাবে ইউরোপের এই বিজ্ঞানীদের কাজ জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের কাজকে সমর্থন করল। পৃথিবীর বাইরে অন্যগ্রহ আর চাঁদে পানির অস্তিত্ব নিয়ে গবেষণায় বিজ্ঞানীদের বিশেষ আগ্রহী হওয়ার কারণ হচ্ছে এটি পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব এবং মানুষের বাসযোগ্য পরিবেশ সৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত।
সৌরজগতের অন্যগ্রহে পানির অস্তিত্ব আছে কীনা এ বিষয়ে বেশ সক্রিয় গবেষণা হচ্ছে। বিশ্বব্যাপী বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে কাজ করছেন। সম্প্রতি ফ্রান্স আর জার্মানির বিজ্ঞানীরা প্লুটোর চাঁদে পানির অস্তিত্ব নিয়ে গবেষণা করেছেন। প্যারিস বিশ্ববিদ্যালয় এবং বার্লিন বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞানীরা দীর্ঘ পাঁচ বছর ধরে এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন।
এর আগে সৌরজগতের অন্য গ্রহ আর চাঁদসমূহে কীভাবে পানি বিস্তৃত থাকতে পারে সে বিষয়ে গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছিলেন জাপানের বিজ্ঞানীরা। ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এই গবেষণা সৌরজগতের গ্রহগুলো আর চাঁদগুলো সম্পর্কে মানুষের ধারণা আরও স্বচ্ছ করে। প্রফেসর হিদেকি তানাকা এই গবেষণা কার্যক্রমে নেতৃত্ব দেন। তাদের এই গবেষণা দ্য প্লানেটারি সায়েন্স জার্নালে প্রকাশিত হয়। প্রফেসর হিদেকি তানাকা দীর্ঘদিন ধরে পৃথিবীর বাইরে গ্রহ আর চাঁদসমূহে পানির অস্তিত্ব নিয়ে কাজ করছেন। প্লুটো গ্রহের চাঁদেও পরিবেশ নিয়ে রয়েছে তার অনবদ্য কাজ।
চাঁদ শব্দটি আমাদের কাছে বেশ পরিচিত। আমরা পৃথিবীর মানুষ চাঁদের সঙ্গে বিশেষ পরিচিত। আমরা পরিচিত চাঁদ সম্পর্কিত বিভিন্ন ঘটনার সঙ্গে। চন্দ্রগ্রহণ, জোয়ারভাটা, পূর্ণিমা, অমাবস্যা এগুলো চাঁদ সম্পর্কিত বিষয়বস্তু।
পৃথিবী ছাড়াও সূর্যের অন্যান্য গ্রহেরও চাঁদ রয়েছে। যেমন আমাদের পৃথিবীর যেখানে একটি চাঁদ রয়েছে প্লুটো গ্রহের রয়েছে পাচঁটি চাঁদ। এই চাঁদগুলো হচ্ছে চ্যারন, স্টিক্স, নিক্স, কারবেরস ও হাইড্রা। বিজ্ঞানীরা ধারণা করছেন, প্লুটো গ্রহের এ চাঁদগুলো সৌরজগতে গতিশীল থাকা অবস্থায় বড় কোনো গ্রহ বা গ্রহ সদৃশ বস্তুর সঙ্গে প্লুটোর সংঘর্ষের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এই সকল চাঁদে আদেও পানি আছে কী না এবং তা কি পরিমাণে কীভাবে আছে সেটি নিয়ে কাজ করেছেন প্রফেসর তানাকা আর তার দল।
এখন, ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জ্য কক রুয়েত এবং জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মারিনা সোদবার্গ প্লুটো গ্রহের চাঁদে পানির অস্তিত্ব নিয়ে গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। তারা বেশকিছু টেলিস্কোপভিত্তিক ডাটা বিশ্লেষণ করে প্লুটো গ্রহের চাঁদে পানির অস্তিত্ব সম্পর্কে তথ্য উপস্থাপন করেছেন। এভাবে ইউরোপের এই বিজ্ঞানীদের কাজ জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের কাজকে সমর্থন করল। পৃথিবীর বাইরে অন্যগ্রহ আর চাঁদে পানির অস্তিত্ব নিয়ে গবেষণায় বিজ্ঞানীদের বিশেষ আগ্রহী হওয়ার কারণ হচ্ছে এটি পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব এবং মানুষের বাসযোগ্য পরিবেশ সৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত।
বিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
৩ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
৩ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৪ দিন আগেসৌরজগৎ থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। এই পাথুরে গ্রহটির ভর পৃথিবীর মতোই এবং এটি শ্বেতবামন তারার চারপাশে আবর্তিত হচ্ছ। সাজেটেরিয়াস নক্ষত্রমণ্ডলীতে এই তারাটি অবস্থিত।
৬ দিন আগে