নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই। এই বিবেচনায় ইসি গঠনে রাষ্ট্রপতির চলমান সংলাপকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম এই সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আবারও নানা রকম কলাকৌশল শুরু করেছে। সংলাপ রাষ্ট্রপতি ডেকেছেন। কিসের সংলাপ? এই সংলাপ ইতিমধ্যে অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছে। পরিষ্কার করে বলেছে, এই সংলাপে কোনো লাভ হবে না, অর্থহীন সংলাপ। কারণ নির্বাচন কমিশনের কিছুই করার নাই, যদি নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হয়।’
সমাবেশে সবার আগে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার পাশাপাশি সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আমাদের স্পষ্ট কথা, সবার আগে গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। এবং পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে দায়িত্ব দিন। তারপর একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে জনগণের ভোটের ক্ষমতাকে ফিরিয়ে দিন। এটাই হচ্ছে একমাত্র পথ। এর বাইরে কোনো পথ নেই।’
খালেদা জিয়ার মুক্তি গণদাবিতে পরিণত হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রীর বিদেশে চিকিৎসার দাবি এখন গণদাবি, এই দাবি হচ্ছে জনগণের দাবি। এই দাবি অবশ্যই সরকারকে মেনে নিতে হবে। সরকার যদি এই দাবি মেনে না নেয়, তাহলে সব সময় গণদাবি অস্বীকার করার জন্য অতীতের সরকারগুলোর যে অবস্থা হয়েছিল, তাদেরও একই পরিণাম বহন করতে হবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার জানে দেশনেত্রীর (খালেদা জিয়া) যদি মুক্তি হয়, তবে জনগণের যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে, সেই তরঙ্গের সামনে তারা টিকে থাকবে না। সে কারণেই তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে চায় না।’
এ সময় খালেদা জিয়া এবং গণতন্ত্রের মুক্তি এই দুটোকে একসঙ্গে করে দলমত-নির্বিশেষে সবাইকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল।
নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই। এই বিবেচনায় ইসি গঠনে রাষ্ট্রপতির চলমান সংলাপকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম এই সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আবারও নানা রকম কলাকৌশল শুরু করেছে। সংলাপ রাষ্ট্রপতি ডেকেছেন। কিসের সংলাপ? এই সংলাপ ইতিমধ্যে অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছে। পরিষ্কার করে বলেছে, এই সংলাপে কোনো লাভ হবে না, অর্থহীন সংলাপ। কারণ নির্বাচন কমিশনের কিছুই করার নাই, যদি নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হয়।’
সমাবেশে সবার আগে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার পাশাপাশি সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আমাদের স্পষ্ট কথা, সবার আগে গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। এবং পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে দায়িত্ব দিন। তারপর একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে জনগণের ভোটের ক্ষমতাকে ফিরিয়ে দিন। এটাই হচ্ছে একমাত্র পথ। এর বাইরে কোনো পথ নেই।’
খালেদা জিয়ার মুক্তি গণদাবিতে পরিণত হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রীর বিদেশে চিকিৎসার দাবি এখন গণদাবি, এই দাবি হচ্ছে জনগণের দাবি। এই দাবি অবশ্যই সরকারকে মেনে নিতে হবে। সরকার যদি এই দাবি মেনে না নেয়, তাহলে সব সময় গণদাবি অস্বীকার করার জন্য অতীতের সরকারগুলোর যে অবস্থা হয়েছিল, তাদেরও একই পরিণাম বহন করতে হবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার জানে দেশনেত্রীর (খালেদা জিয়া) যদি মুক্তি হয়, তবে জনগণের যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে, সেই তরঙ্গের সামনে তারা টিকে থাকবে না। সে কারণেই তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে চায় না।’
এ সময় খালেদা জিয়া এবং গণতন্ত্রের মুক্তি এই দুটোকে একসঙ্গে করে দলমত-নির্বিশেষে সবাইকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল।
বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের নামকরণ করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান। ছাত্র-জনতার আন্দোলনে পঙ্গুত্ববরণকারীদের মধ্যে হুইল...
৮ ঘণ্টা আগেবস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আর কখনোই মামলা-হামলা, জুলুম-নির্যাতন হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। আজ সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন
৮ ঘণ্টা আগেনবায়নযোগ্য জ্বালানি খাতকে শক্তিশালী ও পুনর্গঠনের লক্ষ্যে ১০ দফা প্রস্তাবনা তুলে ধরেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। আজ সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জ্বালানি খাত নিয়ে সরকারের করণীয় বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরেন দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
৯ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে ইইউ রাষ্ট্রদূতের বাসভবনে দেখা করতে যান। সেখানে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন ফখরুল
১০ ঘণ্টা আগে