নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে না পারলেও রাজনীতির প্রশ্নে আওয়ামী লীগ ইতিমধ্যে পরাজিত হয়েছে এবং আমরা বিজয়ী হয়েছি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত ‘নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা ও নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস এই সভার আয়োজন করে। সভায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাহামুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক দল। এ দেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। বঙ্গবন্ধুর মতো নেতা সেখানে ছিল, যিনি সমগ্র বাঙালি জাতিকে ছয় দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে গিয়েছিলেন। সেই দলকে এখন মানুষ পছন্দ করে না। যদি দেশে ভোট হয় আওয়ামী লীগের খবর থাকবে না।’
দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে চায় না মন্তব্য করে তিনি বলেন, ‘এই সরকারের অধীনে শুধু নির্বাচন নয় কোনো ভালো কাজ আশা করা যায় না। এই সরকারকে কেউ দেখতে পারে না। যতই পদ্মা সেতু করুক, যাই করুক। দক্ষিণাঞ্চলে মানুষ খুশি হবে সেই খুশিতে আমরাও শামিল হব কিন্তু তাতে সবাই নৌকায় ভোট দেবে তা কিন্তু না। পরীক্ষা করে দেখুন, মানুষ এই সরকারকে চায় না।’
ড. ইউনুস এবং খালেদা জিয়া কখনো পদ্মা সেতুর বিরোধিতা করেনি মন্তব্য করে তিনি বলেন, ‘কোন সময় ড. ইউনুস পদ্মা সেতুর বিরুদ্ধে কথা বলেছে কেউ শুনেছেন? প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রী সভার কেউ কি বলতে পারবেন যে খালেদা জিয়া বলেছেন যে পদ্মা সেতু চাই না।’
সকল রাজনৈতিক দল গুলো এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘লড়াইটা এখনো শেষ হয়নি। বরং বিজয়ের যে সম্ভাবনা সেটা শেষ হয়নি বরং বহুক্ষেত্রে তা উজ্জ্বল হয়েছে।’
আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে না পারলেও রাজনীতির প্রশ্নে আওয়ামী লীগ ইতিমধ্যে পরাজিত হয়েছে এবং আমরা বিজয়ী হয়েছি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত ‘নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা ও নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস এই সভার আয়োজন করে। সভায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাহামুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক দল। এ দেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। বঙ্গবন্ধুর মতো নেতা সেখানে ছিল, যিনি সমগ্র বাঙালি জাতিকে ছয় দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে গিয়েছিলেন। সেই দলকে এখন মানুষ পছন্দ করে না। যদি দেশে ভোট হয় আওয়ামী লীগের খবর থাকবে না।’
দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে চায় না মন্তব্য করে তিনি বলেন, ‘এই সরকারের অধীনে শুধু নির্বাচন নয় কোনো ভালো কাজ আশা করা যায় না। এই সরকারকে কেউ দেখতে পারে না। যতই পদ্মা সেতু করুক, যাই করুক। দক্ষিণাঞ্চলে মানুষ খুশি হবে সেই খুশিতে আমরাও শামিল হব কিন্তু তাতে সবাই নৌকায় ভোট দেবে তা কিন্তু না। পরীক্ষা করে দেখুন, মানুষ এই সরকারকে চায় না।’
ড. ইউনুস এবং খালেদা জিয়া কখনো পদ্মা সেতুর বিরোধিতা করেনি মন্তব্য করে তিনি বলেন, ‘কোন সময় ড. ইউনুস পদ্মা সেতুর বিরুদ্ধে কথা বলেছে কেউ শুনেছেন? প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রী সভার কেউ কি বলতে পারবেন যে খালেদা জিয়া বলেছেন যে পদ্মা সেতু চাই না।’
সকল রাজনৈতিক দল গুলো এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘লড়াইটা এখনো শেষ হয়নি। বরং বিজয়ের যে সম্ভাবনা সেটা শেষ হয়নি বরং বহুক্ষেত্রে তা উজ্জ্বল হয়েছে।’
দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কালবিলম্ব না করে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে অনতিবিলম্বে নির্বাচন রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি...
৪ ঘণ্টা আগেতিন মাস বয়সী অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষার প্রতি বোধ হয় ভ্রুক্ষেপ করা হচ্ছে না। তারা যেটা ভালো মনে করছে, সেটাই হয়তো চাপিয়ে দিতে চাইছে।’ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্ট
৫ ঘণ্টা আগে‘পুলিশ সংস্কার’ বিষয়ক বিএনপির গঠিত কমিটি থেকে প্রস্তাবনা দলটির চেয়ারপারসন অফিসে জমা দেওয়া হয়েছে। আজ শনিবার প্রস্তাবনা জমা দেওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবারই (১৪ নভেম্বর) জমা দেওয়া হয় এই প্রস্তাবনা। কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়
৬ ঘণ্টা আগেআওয়ামী লীগকে আফ্রিকান মাগুর মাছের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলত। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটিই পাচার করেছে আওয়ামী লীগ।’
৭ ঘণ্টা আগে