নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী ডাকা হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। গত শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ জন নিহত হওয়ার প্রতিবাদে এ হরতাল আহ্বান করে হেফাজত। এর মধ্যে গতকাল শনিবারের বিক্ষোভ কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় আরো পাঁচজন নিহত হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ করে আসছে বাম এবং ইসলামি দল ও সংগঠনগুলো।
আজ রবিবার সকাল থেকেই রাজধানীর চিটাগাং রোড, মোহাম্মদপুর, উত্তরা, লালবাগ, কামরাঙ্গীরচরসহ বিভিন্ন গুরুত্ব পয়েন্টে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে ব্যানারসহ মিছিল বের করতে দেখা গেছে।
হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সকালে মোহাম্মদপুর এলাকায় মিছিল বের হয়। এসময় তারা সড়ক অবরোধ করে অবস্থান নেন।
সেই মিছিলে রয়েছেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ঢাকা মহানগর হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ।
এছাড়া লালবাগ ও কামরাঙ্গীরচরেও মিছিল বের করে মাদরাসার শিক্ষার্থীরা। কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুরের মাদরাসার সামনে পুলিশ অবস্থান করছে। চিটাগাং রোডে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। আশপাশের মাদ্রাসার শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন এবং সড়ক অবরোধ করে মিছিল করেন।
গাবতলী, মজাররোডে পরিস্থিতি স্বাভাবিক। প্রতিটি রাস্তার মোড়ো পুলিশ মোতায়েন রয়েছে। সাধারণ মানুষ প্রতিদিনের মতো কাজে বেরিয়েছেন। যদিও যানবাহন স্বাভাবিকের তুলনামূলক কম।
ভোরে হানিফ ফ্লাইওভারে মেডিক্যাল প্রান্তের দিকে পিকআপ উল্টে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা না থাকলেও যাত্রবাড়ী থেকে আসা গাড়িতে যানজট দেখা গেছে। তবে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় দূরপাল্লার রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
সকাল সাড়ে ৭টার দিকে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মিছিল বের করে হেফাজত নেতাকর্মীরা।
সকাল থেকে কুড়িল, বসুন্ধরা, বারিধারা বাড্ডা সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও এখন চিত্রটা বদলেছে। গণপরিবহনের সংখ্যা একেবারেই কম। কিছু প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা চলছে এই সড়কে। এসব এলাকার প্রতিটি মোড়ে মোড়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে। হরতাল সমর্থকদের কাউকে দেখা যায়নি। বাড্ডা ভাটারা এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশব্যাপী ডাকা হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। গত শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ জন নিহত হওয়ার প্রতিবাদে এ হরতাল আহ্বান করে হেফাজত। এর মধ্যে গতকাল শনিবারের বিক্ষোভ কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় আরো পাঁচজন নিহত হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ করে আসছে বাম এবং ইসলামি দল ও সংগঠনগুলো।
আজ রবিবার সকাল থেকেই রাজধানীর চিটাগাং রোড, মোহাম্মদপুর, উত্তরা, লালবাগ, কামরাঙ্গীরচরসহ বিভিন্ন গুরুত্ব পয়েন্টে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে ব্যানারসহ মিছিল বের করতে দেখা গেছে।
হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সকালে মোহাম্মদপুর এলাকায় মিছিল বের হয়। এসময় তারা সড়ক অবরোধ করে অবস্থান নেন।
সেই মিছিলে রয়েছেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ঢাকা মহানগর হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ।
এছাড়া লালবাগ ও কামরাঙ্গীরচরেও মিছিল বের করে মাদরাসার শিক্ষার্থীরা। কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুরের মাদরাসার সামনে পুলিশ অবস্থান করছে। চিটাগাং রোডে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। আশপাশের মাদ্রাসার শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন এবং সড়ক অবরোধ করে মিছিল করেন।
গাবতলী, মজাররোডে পরিস্থিতি স্বাভাবিক। প্রতিটি রাস্তার মোড়ো পুলিশ মোতায়েন রয়েছে। সাধারণ মানুষ প্রতিদিনের মতো কাজে বেরিয়েছেন। যদিও যানবাহন স্বাভাবিকের তুলনামূলক কম।
ভোরে হানিফ ফ্লাইওভারে মেডিক্যাল প্রান্তের দিকে পিকআপ উল্টে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা না থাকলেও যাত্রবাড়ী থেকে আসা গাড়িতে যানজট দেখা গেছে। তবে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় দূরপাল্লার রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
সকাল সাড়ে ৭টার দিকে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মিছিল বের করে হেফাজত নেতাকর্মীরা।
সকাল থেকে কুড়িল, বসুন্ধরা, বারিধারা বাড্ডা সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও এখন চিত্রটা বদলেছে। গণপরিবহনের সংখ্যা একেবারেই কম। কিছু প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা চলছে এই সড়কে। এসব এলাকার প্রতিটি মোড়ে মোড়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে। হরতাল সমর্থকদের কাউকে দেখা যায়নি। বাড্ডা ভাটারা এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কালবিলম্ব না করে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে অনতিবিলম্বে নির্বাচন রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি...
১ ঘণ্টা আগেতিন মাস বয়সী অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষার প্রতি বোধ হয় ভ্রুক্ষেপ করা হচ্ছে না। তারা যেটা ভালো মনে করছে, সেটাই হয়তো চাপিয়ে দিতে চাইছে।’ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্ট
৩ ঘণ্টা আগে‘পুলিশ সংস্কার’ বিষয়ক বিএনপির গঠিত কমিটি থেকে প্রস্তাবনা দলটির চেয়ারপারসন অফিসে জমা দেওয়া হয়েছে। আজ শনিবার প্রস্তাবনা জমা দেওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবারই (১৪ নভেম্বর) জমা দেওয়া হয় এই প্রস্তাবনা। কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়
৩ ঘণ্টা আগেআওয়ামী লীগকে আফ্রিকান মাগুর মাছের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলত। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটিই পাচার করেছে আওয়ামী লীগ।’
৪ ঘণ্টা আগে