নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডোনাল্ড লুর সফর বিষয়ে বেশি একটা কথা বলতে চান না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা জানান। এর আগে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে নিয়ে যুগপৎ আন্দোলনের শরিক গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের জনগণ কারও ওপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সব সময় তাদের নিজের শক্তিতে, নিজের পায়ের ওপর ভর করে ৭০ সালের আগেও আন্দোলন করেছে, ৭০-এ আন্দোলন করেছে, ৭১-এ মুক্তিযুদ্ধ করেছে। পরবর্তীতে আমরাও জনগণের শক্তির ওপর নির্ভর করেই আন্দোলন করেছি। সুতরাং এ বিষয়ে খুব বেশি একটা কথা বলতে চাই না।’
গতকাল সোমবার লুর সফর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, ‘আমাদের কাছে এটা (ডোনাল্ড লুর সফর) অতটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ কুকি-চীনের আক্রমণ, যেটা নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হচ্ছে। ডোনাল্ড লু তো অনেক দূরের মানুষ। আমরা শঙ্কিত আমাদের নিজের দেশের অবস্থা নিয়ে।’
এদিকে দীর্ঘ বিরতির পর আবারও সমমনা জোট ও দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। ১২ মে শুরু হওয়া এসব বৈঠকে এরই মধ্যে বেশ কয়েকটি জোট ও দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন দলটির নেতারা। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ বৈঠকে অংশ নেন। এই বৈঠকের পর গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের সঙ্গেও বৈঠকে বসেন তাঁরা। এসব আলোচনার মধ্য দিয়েই যুগপৎ আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
সমমনাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের জন্য কী ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় এবং কীভাবে আমাদের লক্ষ্যে পৌঁছানো যায়, সে নিয়ে আমরা আলোচনা করেছি। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ এবং কর্মসূচি নির্ধারণের প্রাথমিক আলোচনা আমরা করেছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছিল বিএনপি। অনিবার্য কারণে সেই বৈঠক মুলতবি হয়। নির্বাচনের পরে এখনো পর্যন্ত যুগপৎ আন্দোলনের কোনো কর্মসূচি আসেনি। এ অবস্থায় চার মাস পর আবারও যুগপৎ-এর শরিকদের সঙ্গে আলোচনা শুরু করছেন বিএনপির নেতারা।
আগামীকাল বুধবার যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বিএনপি। বিএনপির নেতারা বলছেন, থমকে যাওয়া সরকার পতনের যুগপৎ আন্দোলনকে সক্রিয় করতেই এই বৈঠক। যদিও এই বৈঠকের উদ্দেশ্য নিয়ে এখনো শরিকদের অনেকের মধ্যেই প্রশ্ন আছে। তাদের অনেকে বলছে, বিএনপির উদ্দেশ্যটা এখনো পরিষ্কার না। তারা নির্বাচনকে সামনে রেখে এগোনোর পরিকল্পনা করছে, নাকি সরকার পতনের আন্দোলনের জন্য কাজ করছে, এটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ অবস্থায় বিএনপির মনোভাব বোঝার দিকে গুরুত্ব দিয়েছে শরিকদের অনেকে।
বিএনপির সঙ্গে বসতে যাওয়ার আগে গত সোমবার নিজেদের আলোচনা সেরেছে গণতন্ত্র মঞ্চ। আজ মঙ্গলবার আজকের পত্রিকার সঙ্গে গণতন্ত্র মঞ্চের একাধিক নেতার সঙ্গে কথা হয়। মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ‘বিএনপি আসলে কী ভাবছে, সেটা জানতে চাই। সামনে কী হবে, কীভাবে দলটি এগোনোর পরিকল্পনা করছে, একটা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে এটা জরুরি।’
এদিকে জামায়াতে ইসলামীকে যুগপৎ আন্দোলনে যুক্ত করতে এরই মধ্যে শরিকদের কেউ কেউ বিএনপির কাছে প্রস্তাব রেখেছে। অন্য দলগুলোও বৃহত্তর স্বার্থে বিষয়টিতে ইতিবাচক রয়েছে।
গণতন্ত্র মঞ্চের আরেক নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বিএনপির সঙ্গে আমরা আগেও অনেক বিষয়ে কথা বলেছি। এবারও আমরা তাদের কাছে আমাদের কথা তুলে ধরব। এর আগে তাদের বক্তব্যটা জানা দরকার। তাদের চিন্তাটা বুঝতে হবে। এরপর আমরা সব বিষয়েই আমাদের কথা বলব।’
২০২২ সালের ৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিল কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন শুরু হয়। প্রথম দিনের কর্মসূচিতে জামায়াত অংশ নিলেও মালিবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দীর্ঘদিন যুগপৎ থেকে বিরত থাকে সংগঠনটি। এরপর ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির পাশাপাশি মতিঝিল-আরামবাগ এলাকায় সমাবেশ করে জামায়াত। ২৮ অক্টোবর বিএনপিকে সমাবেশ করতে না দিলেও জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয় নির্বিঘ্নে। জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কমে এসেছে বলেও রাজনৈতিক অঙ্গনে আলাপ চালু আছে।
গতকাল সোমবার জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা দেশে বিদ্যমান রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি। যারা মানুষের ন্যায্য আন্দোলনে সমর্থন করতে চায়, আমরা তাদের ধন্যবাদ জানাই। আর কেউ বিরোধিতা করলে আমরা তার নিন্দা জানাই।’
ডোনাল্ড লুর সফর বিষয়ে বেশি একটা কথা বলতে চান না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা জানান। এর আগে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে নিয়ে যুগপৎ আন্দোলনের শরিক গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের জনগণ কারও ওপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সব সময় তাদের নিজের শক্তিতে, নিজের পায়ের ওপর ভর করে ৭০ সালের আগেও আন্দোলন করেছে, ৭০-এ আন্দোলন করেছে, ৭১-এ মুক্তিযুদ্ধ করেছে। পরবর্তীতে আমরাও জনগণের শক্তির ওপর নির্ভর করেই আন্দোলন করেছি। সুতরাং এ বিষয়ে খুব বেশি একটা কথা বলতে চাই না।’
গতকাল সোমবার লুর সফর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, ‘আমাদের কাছে এটা (ডোনাল্ড লুর সফর) অতটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ কুকি-চীনের আক্রমণ, যেটা নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হচ্ছে। ডোনাল্ড লু তো অনেক দূরের মানুষ। আমরা শঙ্কিত আমাদের নিজের দেশের অবস্থা নিয়ে।’
এদিকে দীর্ঘ বিরতির পর আবারও সমমনা জোট ও দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। ১২ মে শুরু হওয়া এসব বৈঠকে এরই মধ্যে বেশ কয়েকটি জোট ও দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন দলটির নেতারা। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ বৈঠকে অংশ নেন। এই বৈঠকের পর গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের সঙ্গেও বৈঠকে বসেন তাঁরা। এসব আলোচনার মধ্য দিয়েই যুগপৎ আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
সমমনাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের জন্য কী ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় এবং কীভাবে আমাদের লক্ষ্যে পৌঁছানো যায়, সে নিয়ে আমরা আলোচনা করেছি। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ এবং কর্মসূচি নির্ধারণের প্রাথমিক আলোচনা আমরা করেছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছিল বিএনপি। অনিবার্য কারণে সেই বৈঠক মুলতবি হয়। নির্বাচনের পরে এখনো পর্যন্ত যুগপৎ আন্দোলনের কোনো কর্মসূচি আসেনি। এ অবস্থায় চার মাস পর আবারও যুগপৎ-এর শরিকদের সঙ্গে আলোচনা শুরু করছেন বিএনপির নেতারা।
আগামীকাল বুধবার যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বিএনপি। বিএনপির নেতারা বলছেন, থমকে যাওয়া সরকার পতনের যুগপৎ আন্দোলনকে সক্রিয় করতেই এই বৈঠক। যদিও এই বৈঠকের উদ্দেশ্য নিয়ে এখনো শরিকদের অনেকের মধ্যেই প্রশ্ন আছে। তাদের অনেকে বলছে, বিএনপির উদ্দেশ্যটা এখনো পরিষ্কার না। তারা নির্বাচনকে সামনে রেখে এগোনোর পরিকল্পনা করছে, নাকি সরকার পতনের আন্দোলনের জন্য কাজ করছে, এটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ অবস্থায় বিএনপির মনোভাব বোঝার দিকে গুরুত্ব দিয়েছে শরিকদের অনেকে।
বিএনপির সঙ্গে বসতে যাওয়ার আগে গত সোমবার নিজেদের আলোচনা সেরেছে গণতন্ত্র মঞ্চ। আজ মঙ্গলবার আজকের পত্রিকার সঙ্গে গণতন্ত্র মঞ্চের একাধিক নেতার সঙ্গে কথা হয়। মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ‘বিএনপি আসলে কী ভাবছে, সেটা জানতে চাই। সামনে কী হবে, কীভাবে দলটি এগোনোর পরিকল্পনা করছে, একটা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে এটা জরুরি।’
এদিকে জামায়াতে ইসলামীকে যুগপৎ আন্দোলনে যুক্ত করতে এরই মধ্যে শরিকদের কেউ কেউ বিএনপির কাছে প্রস্তাব রেখেছে। অন্য দলগুলোও বৃহত্তর স্বার্থে বিষয়টিতে ইতিবাচক রয়েছে।
গণতন্ত্র মঞ্চের আরেক নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বিএনপির সঙ্গে আমরা আগেও অনেক বিষয়ে কথা বলেছি। এবারও আমরা তাদের কাছে আমাদের কথা তুলে ধরব। এর আগে তাদের বক্তব্যটা জানা দরকার। তাদের চিন্তাটা বুঝতে হবে। এরপর আমরা সব বিষয়েই আমাদের কথা বলব।’
২০২২ সালের ৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিল কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন শুরু হয়। প্রথম দিনের কর্মসূচিতে জামায়াত অংশ নিলেও মালিবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দীর্ঘদিন যুগপৎ থেকে বিরত থাকে সংগঠনটি। এরপর ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির পাশাপাশি মতিঝিল-আরামবাগ এলাকায় সমাবেশ করে জামায়াত। ২৮ অক্টোবর বিএনপিকে সমাবেশ করতে না দিলেও জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয় নির্বিঘ্নে। জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কমে এসেছে বলেও রাজনৈতিক অঙ্গনে আলাপ চালু আছে।
গতকাল সোমবার জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা দেশে বিদ্যমান রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি। যারা মানুষের ন্যায্য আন্দোলনে সমর্থন করতে চায়, আমরা তাদের ধন্যবাদ জানাই। আর কেউ বিরোধিতা করলে আমরা তার নিন্দা জানাই।’
বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের নামকরণ করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান। ছাত্র-জনতার আন্দোলনে পঙ্গুত্ববরণকারীদের মধ্যে হুইল...
২ ঘণ্টা আগেবস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আর কখনোই মামলা-হামলা, জুলুম-নির্যাতন হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। আজ সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন
২ ঘণ্টা আগেনবায়নযোগ্য জ্বালানি খাতকে শক্তিশালী ও পুনর্গঠনের লক্ষ্যে ১০ দফা প্রস্তাবনা তুলে ধরেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। আজ সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জ্বালানি খাত নিয়ে সরকারের করণীয় বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরেন দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
৩ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে ইইউ রাষ্ট্রদূতের বাসভবনে দেখা করতে যান। সেখানে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন ফখরুল
৪ ঘণ্টা আগে