নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেট্রোরেলের রাস্তা ২১ কিলোমিটার। ২১ কিলোমিটার শেষ করার সময় প্রধানমন্ত্রীর কাছে নাই। এ জন্য তাড়াহুড়ো করে ১০ থেকে ১১ কিলোমিটার মেট্রোরেল উদ্বোধন করেছেন। এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে শামসুজ্জামান দুদু এ মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ নামের এক সংগঠন।
দুদু বলেন, প্রধানমন্ত্রী আপনি বুঝতে পেরেছেন আর সময় বেশি নাই। আপনাকে চলে যেতে হবে। ক্ষমতা থেকে চলে যেতে হবে। আজ আপনি মেট্রোরেল উদ্বোধন করেছেন। যে মেট্রোরেলের রাস্তা হচ্ছে ২১ কিলোমিটার। পুরো কাজ শেষ করার পরে আপনি উদ্বোধন করবেন, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু ১০ থেকে ১১ কিলোমিটার হওয়ার পরে আপনি উদ্বোধন করছেন। তাহলে কি আমরা বুঝে নেব ২১ কিলোমিটারের কাজ শেষ করার সময় আপনার নাই। এ জন্য কি তাড়াহুড়ো করে মেট্রোরেল উদ্বোধন করছেন?
‘নতুন বছর হবে নতুন সরকারের বিজয় বার্তা’ এমন মন্তব্য করে সরকারের সমালোচনায় শামসুজ্জামান দুদু বলেন, ‘এই সরকারের ভাত দেওয়ার ক্ষমতা নাই, চাকরি দেওয়ার ক্ষমতা নাই, কিল দেওয়ার গোসাই। এই সরকারের লোকজন সব ব্যাংক থেকে টাকা লুটপাট করে ব্যাংকগুলোকে ফোকলা বানিয়ে দিয়েছেন। বিশ্বের প্রায় প্রতিটি দেশ এ সরকারের বিপক্ষে।’
নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশের আগে পরে প্রায় ৪৫০ নেতা-কর্মীকে আটক রেখেছে। আমরা তাদের মুক্তি দাবি করছি। আমরা খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। সারা দেশের প্রায় ১ লাখ বিএনপির নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
মেট্রোরেলের রাস্তা ২১ কিলোমিটার। ২১ কিলোমিটার শেষ করার সময় প্রধানমন্ত্রীর কাছে নাই। এ জন্য তাড়াহুড়ো করে ১০ থেকে ১১ কিলোমিটার মেট্রোরেল উদ্বোধন করেছেন। এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে শামসুজ্জামান দুদু এ মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ নামের এক সংগঠন।
দুদু বলেন, প্রধানমন্ত্রী আপনি বুঝতে পেরেছেন আর সময় বেশি নাই। আপনাকে চলে যেতে হবে। ক্ষমতা থেকে চলে যেতে হবে। আজ আপনি মেট্রোরেল উদ্বোধন করেছেন। যে মেট্রোরেলের রাস্তা হচ্ছে ২১ কিলোমিটার। পুরো কাজ শেষ করার পরে আপনি উদ্বোধন করবেন, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু ১০ থেকে ১১ কিলোমিটার হওয়ার পরে আপনি উদ্বোধন করছেন। তাহলে কি আমরা বুঝে নেব ২১ কিলোমিটারের কাজ শেষ করার সময় আপনার নাই। এ জন্য কি তাড়াহুড়ো করে মেট্রোরেল উদ্বোধন করছেন?
‘নতুন বছর হবে নতুন সরকারের বিজয় বার্তা’ এমন মন্তব্য করে সরকারের সমালোচনায় শামসুজ্জামান দুদু বলেন, ‘এই সরকারের ভাত দেওয়ার ক্ষমতা নাই, চাকরি দেওয়ার ক্ষমতা নাই, কিল দেওয়ার গোসাই। এই সরকারের লোকজন সব ব্যাংক থেকে টাকা লুটপাট করে ব্যাংকগুলোকে ফোকলা বানিয়ে দিয়েছেন। বিশ্বের প্রায় প্রতিটি দেশ এ সরকারের বিপক্ষে।’
নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশের আগে পরে প্রায় ৪৫০ নেতা-কর্মীকে আটক রেখেছে। আমরা তাদের মুক্তি দাবি করছি। আমরা খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। সারা দেশের প্রায় ১ লাখ বিএনপির নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কালবিলম্ব না করে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে অনতিবিলম্বে নির্বাচন রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি...
১৮ ঘণ্টা আগেতিন মাস বয়সী অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষার প্রতি বোধ হয় ভ্রুক্ষেপ করা হচ্ছে না। তারা যেটা ভালো মনে করছে, সেটাই হয়তো চাপিয়ে দিতে চাইছে।’ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্ট
২০ ঘণ্টা আগে‘পুলিশ সংস্কার’ বিষয়ক বিএনপির গঠিত কমিটি থেকে প্রস্তাবনা দলটির চেয়ারপারসন অফিসে জমা দেওয়া হয়েছে। আজ শনিবার প্রস্তাবনা জমা দেওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবারই (১৪ নভেম্বর) জমা দেওয়া হয় এই প্রস্তাবনা। কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়
২০ ঘণ্টা আগেআওয়ামী লীগকে আফ্রিকান মাগুর মাছের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলত। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটিই পাচার করেছে আওয়ামী লীগ।’
২১ ঘণ্টা আগে