নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ পাঁচ নেতাকে ফের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মাসুদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
অন্য নেতারা হলেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত।
জামাতে ইসলামীর ৯ নেতাকর্মীকে গত ৭ সেপ্টেম্বর চার দিন করে রিমান্ডে নেওয়া হয়। চারদিনের রিমান্ড শেষে প্রত্যেককে আদালতে হাজির করে ভাটারা থানা পুলিশ। এরমধ্যে পাঁচজনকে পুনরায় ১০ দিনের রিমান্ড শেষে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী ওয়াজেদ আলী। আদালত শুনানি শেষে পাঁচজনের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে প্রত্যেকের জামিনের আবেদন নামঞ্জুর করেন। একইসঙ্গে গ্রেপ্তার অন্য চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চারজন হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, আব্দুর রব এবং জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আবুল কালাম।
এর আগে গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে এই ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁরা বৈঠক করছিলেন। গ্রেপ্তারের পর তাঁদের ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পরদিন সকালে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, গ্রেপ্তার জামায়াতের নেতারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে তাঁরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ পাঁচ নেতাকে ফের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মাসুদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
অন্য নেতারা হলেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত।
জামাতে ইসলামীর ৯ নেতাকর্মীকে গত ৭ সেপ্টেম্বর চার দিন করে রিমান্ডে নেওয়া হয়। চারদিনের রিমান্ড শেষে প্রত্যেককে আদালতে হাজির করে ভাটারা থানা পুলিশ। এরমধ্যে পাঁচজনকে পুনরায় ১০ দিনের রিমান্ড শেষে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী ওয়াজেদ আলী। আদালত শুনানি শেষে পাঁচজনের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে প্রত্যেকের জামিনের আবেদন নামঞ্জুর করেন। একইসঙ্গে গ্রেপ্তার অন্য চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চারজন হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, আব্দুর রব এবং জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আবুল কালাম।
এর আগে গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে এই ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁরা বৈঠক করছিলেন। গ্রেপ্তারের পর তাঁদের ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পরদিন সকালে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, গ্রেপ্তার জামায়াতের নেতারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে তাঁরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন।
আওয়ামী লীগকে আফ্রিকান মাগুর মাছের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলতো। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটিই পাচার করেছে আওয়ামী লীগ।’
১৯ মিনিট আগেঅভ্যন্তরীণ হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন সংকটের মীমাংসা খুঁজতে ‘অভিন্ন নদীর পানি ও ভারত...
২১ ঘণ্টা আগেসুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
১ দিন আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
১ দিন আগে