দেশের মানুষ মুক্তিপাগল হয়ে উঠেছে: রিজভী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ১৪: ২০
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৪: ৫৪

বর্তমান সরকারের হাত থেকে দেশের মানুষ মুক্তি পেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ এই অনির্বাচিত স্বৈরাচার সরকারের প্রতি অতিষ্ঠ ও বিক্ষুব্ধ। এই সরকারের হাত থেকে জনগণ মুক্তি চায়। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে চায়। আওয়ামী সরকারের হাত থেকে পরিত্রাণ পেতে সারা দেশের মানুষ আজ মুক্তিপাগল হয়ে উঠেছে।’

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। 

বিএনপির চলমান কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে দাবি করে রিজভী বলেন, ‘আমাদের সভা-সমাবেশগুলোতে মানুষের ঢল নামছে। ১৪৪ ধারা ভেঙে জনস্রোত নেমে আসছে রাজপথে।’

‘দেশটাকে নিয়ে আজ ভাগবাঁটোয়ারার হাট বসেছে’–এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আজ সারা বিশ্ব থেকে নিষেধাজ্ঞা আসছে, এর মানে কী? বিশ্বের শতাধিক দেশ মনে করে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। ক্ষমতা দখল করে মানুষকে শোষণ করে নাম দিয়েছে রোল মডেল। কোন দেশ এই রোল মডেলের কথা বলেছে, অনুসরণ করেছে, তা জনগণ জানতে চায়।’

করোনা মোকাবিলায় সরকারি বিধিনিষেধের মাঝে বিএনপির কর্মসূচির ব্যাপারে রিজভী বলেন, ‘আমাদের কর্মসূচি চলমান রয়েছে। নেতৃবৃন্দ এই বিষয়ে আলোচনা করে শিগগিরই জানাবেন।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রংপুরে সাবেক দুই এমপিসহ আ.লীগ-জাতীয় পার্টির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা

‘এই দিন দিন না, আরও দিন আছে’, আদালতে বললেন কামরুল

ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করল তিতুমীরের শিক্ষার্থীরা

রাজনৈতিক দলকে শাস্তির আওতায় আনতে আইন সংশোধন হচ্ছে: আসিফ নজরুল

প্রথমবার ব্যর্থ, পরদিন ভোরে হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত