ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছেন সদ্য পদত্যাগ করা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। আজ রোববার বিকেলে সাদ মোহাম্মদ রশিদ নামের এক যুবক জেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান রোববার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।’
বিএনপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের ১১ ডিসেম্বর বিএনপির অন্য ছয় এমপির সঙ্গে জাতীয় সংসদ থেকে পদত্যাগপত্র জমা দেন আব্দুস সাত্তার ভুঁইয়া। জাতীয় সংসদ থেকে পদত্যাগের পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদও ছেড়েছেন আব্দুস সাত্তার ভূঁইয়া। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। শনিবার রাতে তিনি এই তথ্য নিজেই নিশ্চিত করেন।
আব্দুস সাত্তার ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বয়স হয়েছে। আগের মতো দলের জন্য সময় দিতে পারি না। দলও মনে করে না আমাদের আর প্রয়োজন আছে। দলের জেলা ও উপজেলা কমিটিও কোনো কিছু করার ক্ষেত্রে পরামর্শ নেয় না, জিজ্ঞেসও করে না। এতে খারাপ লাগে। এখন মনে হচ্ছে, হয়তো দলে আর আমাদের প্রয়োজন নাই। এই অবস্থায় পরিবারের সঙ্গে কথা বলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুস সাত্তার ভূঁইয়া। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একবার টেকনোক্র্যাট প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ১১ ডিসেম্বর বিএনপির অন্য ছয় এমপির সঙ্গে তিনিও জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। আগামী ১ ফেব্রুয়ারি এই শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্যপদ ত্যাগ করলেও দলের ওই সিদ্ধান্ত নিয়ে আপত্তির কথা জানিয়েছেন আব্দুস সাত্তার ভূঁইয়া। তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত তো আমরা রন্ধ্রে রন্ধ্রে মানি। কিন্তু সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্তটা দূরদর্শী ছিল না। যদি আমাদের সঙ্গে দল এ বিষয়ে পরামর্শ করত, তাহলে হয়তো ভালো পরামর্শ দিতে পারতাম। তারপরেও দল সিদ্ধান্ত নিয়েছে, যে কারণে আমরা এটা মানতে বাধ্য।’
এর আগে গত ২৬ নভেম্বর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আসনগুলো উন্মুক্ত রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেবে। এমনও হতে পারে, বিএনপির তৃণমূলের নেতারাও নির্বাচন করতে আসবেন। ফলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে।’ বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর একাধিক সদস্য জানান, প্রধানমন্ত্রী ওই সময় হাসতে হাসতে বলেন, ‘এমনও হতে পারে, যে দলের নেতারা পদত্যাগ করেছেন, সেই দলের নেতারাই আবার নির্বাচন করলেন!’
এ বিষয়ে জানতে চাইলে সাত্তার ভূঁইয়া বলেন, ‘আপাতত এ রকম কোনো সম্ভাবনা নাই। পরে এসব বিষয়ে চিন্তা করা যাবে।’ তবে শেষমেশ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছেন সদ্য পদত্যাগ করা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। আজ রোববার বিকেলে সাদ মোহাম্মদ রশিদ নামের এক যুবক জেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান রোববার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।’
বিএনপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের ১১ ডিসেম্বর বিএনপির অন্য ছয় এমপির সঙ্গে জাতীয় সংসদ থেকে পদত্যাগপত্র জমা দেন আব্দুস সাত্তার ভুঁইয়া। জাতীয় সংসদ থেকে পদত্যাগের পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদও ছেড়েছেন আব্দুস সাত্তার ভূঁইয়া। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। শনিবার রাতে তিনি এই তথ্য নিজেই নিশ্চিত করেন।
আব্দুস সাত্তার ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বয়স হয়েছে। আগের মতো দলের জন্য সময় দিতে পারি না। দলও মনে করে না আমাদের আর প্রয়োজন আছে। দলের জেলা ও উপজেলা কমিটিও কোনো কিছু করার ক্ষেত্রে পরামর্শ নেয় না, জিজ্ঞেসও করে না। এতে খারাপ লাগে। এখন মনে হচ্ছে, হয়তো দলে আর আমাদের প্রয়োজন নাই। এই অবস্থায় পরিবারের সঙ্গে কথা বলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুস সাত্তার ভূঁইয়া। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একবার টেকনোক্র্যাট প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ১১ ডিসেম্বর বিএনপির অন্য ছয় এমপির সঙ্গে তিনিও জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। আগামী ১ ফেব্রুয়ারি এই শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্যপদ ত্যাগ করলেও দলের ওই সিদ্ধান্ত নিয়ে আপত্তির কথা জানিয়েছেন আব্দুস সাত্তার ভূঁইয়া। তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত তো আমরা রন্ধ্রে রন্ধ্রে মানি। কিন্তু সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্তটা দূরদর্শী ছিল না। যদি আমাদের সঙ্গে দল এ বিষয়ে পরামর্শ করত, তাহলে হয়তো ভালো পরামর্শ দিতে পারতাম। তারপরেও দল সিদ্ধান্ত নিয়েছে, যে কারণে আমরা এটা মানতে বাধ্য।’
এর আগে গত ২৬ নভেম্বর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আসনগুলো উন্মুক্ত রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেবে। এমনও হতে পারে, বিএনপির তৃণমূলের নেতারাও নির্বাচন করতে আসবেন। ফলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে।’ বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর একাধিক সদস্য জানান, প্রধানমন্ত্রী ওই সময় হাসতে হাসতে বলেন, ‘এমনও হতে পারে, যে দলের নেতারা পদত্যাগ করেছেন, সেই দলের নেতারাই আবার নির্বাচন করলেন!’
এ বিষয়ে জানতে চাইলে সাত্তার ভূঁইয়া বলেন, ‘আপাতত এ রকম কোনো সম্ভাবনা নাই। পরে এসব বিষয়ে চিন্তা করা যাবে।’ তবে শেষমেশ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।
আওয়ামী লীগকে আফ্রিকান মাগুর মাছের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলত। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটিই পাচার করেছে আওয়ামী লীগ।’
৩১ মিনিট আগেঅভ্যন্তরীণ হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন সংকটের মীমাংসা খুঁজতে ‘অভিন্ন নদীর পানি ও ভারত...
২১ ঘণ্টা আগেসুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
১ দিন আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
১ দিন আগে