নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী নির্বাচনে গায়ের জোরে বা নতুন কোনো ফন্দিতে জনগণের ভোটাধিকার হরণ করা যাবে না জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকার নিজেদের গদি রক্ষার জন্য দেশ ও দেশের মানুষকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। এই প্রক্রিয়া বন্ধ করে অবিলম্বে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে সংলাপের আহ্বান জানিয়েছেন মঞ্চের নেতারা। অন্যথায় সামনের দিনে আন্দোলনের গতি আরও বাড়বে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তাঁরা।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন মঞ্চের নেতারা।
সমাবেশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘আপনার উন্নয়নের মডেল আইয়ুব, এরশাদের মডেল। বড় বড় প্রকল্প করাই যদি উন্নয়ন হয় তাহলে আগে আইয়ুব আর এরশাদকে সালাম দিয়ে আলোচনা শুরু করেন। এই উন্নয়ন মডেল মানুষ গ্রহণ করে নাই বলেই ৬৯, ৯০ হয়েছিল। ৬৯-এ বহুলোককে জনগণ ধাওয়া করেছে। ধাওয়া খাওয়ার জন্য প্রস্তুত থাকুন। শুধু একজনের গদি রক্ষার জন্য সরকার আজকে দেশ ও দেশের মানুষকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।’ এ সময় সরকারকে পদত্যাগ করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সরকার এখন প্রলাপ গুনছে। প্রতিদিন সরকারি দলের নেতাদের বেসামাল বক্তব্যই তার প্রমাণ। কিন্তু তারপরেও তোষামোদকারীদের সংখ্যা কমছে। সরকার আতঙ্কে আছে, সকালে এক কথা, বিকেলে আরেক এবং রাতে আরেক কথা বলছে তারা। ২০১৪ ও ১৮ সালের মতো আরেকটা তামাশার নির্বাচনের দায়ভার এ দেশের জনগণ নেবে না। দম্ভ অহমিকা পরিহার করে সোজা পথে হাঁটেন, কীভাবে পদত্যাগ করবে, অন্তর্বর্তী সরকার কীভাবে হবে তা নিয়ে সিদ্ধান্ত নেন।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাদের শাহবাগে সমাবেশ করার কথা ছিল। কিন্তু গতকাল রমনা থানার পুলিশ কর্মকর্তা ফোন করে বললেন, ইন্টারকন্টিনেন্টালে বিদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মিটিং আছে। বিদেশিদের সঙ্গে মিটিং এখনো শেষ হলো না? বিদেশিদের সঙ্গে এত কী কথা? আগে প্রধানমন্ত্রী বিদেশ থেকে এসে সবাইকে প্রেস কনফারেন্স করে জানাতেন। কিন্তু এখন জবাব দেওয়ার মতো কিছু নাই, কথা বলবে কি?’
মান্না আরও বলেন, ‘সব জিনিসপত্রের দাম বেশি। কেন বেশি? জিনিসপত্রের জাহাজ এসে বসে আছে, ডলারের অভাবে খালাস করা যাচ্ছে না। আইএমএফ, বিশ্বব্যাংক থেকে টাকা নিয়ে বলছে এখন একটু নিশ্বাস নিতে পারছি। টাকার অভাবে দম আটকে গিয়েছিল সরকারের। টাকার অভাবে খাবার আনতে না পারলে এই সরকারের থাকার দরকার কী?’
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘দেশ এখন ক্রান্তিকালের শেষ প্রান্তে। এই দেশের সরকার ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া পরিবর্তন করতে পারবে না। পারবে এই দেশের মানুষ। গণতন্ত্র মঞ্চ জনগণকে এই পরিবর্তন করার সুযোগ করে দেবে।’
সভাপতির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘বাংলাদেশ একটি ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। এই অবস্থায় দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন এ দেশের মানুষ মেনে নেবে না। এই সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হিসেবে বিবেচিত হবে। আমরা শুধু সরকার বদল করতে আসিনি। জনগণকে শোষণের যে ব্যবস্থা এখানে বিদ্যমান তার সম্পূর্ণ পরিবর্তন চাই।’
আগামী নির্বাচনে গায়ের জোরে বা নতুন কোনো ফন্দিতে জনগণের ভোটাধিকার হরণ করা যাবে না জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকার নিজেদের গদি রক্ষার জন্য দেশ ও দেশের মানুষকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। এই প্রক্রিয়া বন্ধ করে অবিলম্বে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে সংলাপের আহ্বান জানিয়েছেন মঞ্চের নেতারা। অন্যথায় সামনের দিনে আন্দোলনের গতি আরও বাড়বে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তাঁরা।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন মঞ্চের নেতারা।
সমাবেশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘আপনার উন্নয়নের মডেল আইয়ুব, এরশাদের মডেল। বড় বড় প্রকল্প করাই যদি উন্নয়ন হয় তাহলে আগে আইয়ুব আর এরশাদকে সালাম দিয়ে আলোচনা শুরু করেন। এই উন্নয়ন মডেল মানুষ গ্রহণ করে নাই বলেই ৬৯, ৯০ হয়েছিল। ৬৯-এ বহুলোককে জনগণ ধাওয়া করেছে। ধাওয়া খাওয়ার জন্য প্রস্তুত থাকুন। শুধু একজনের গদি রক্ষার জন্য সরকার আজকে দেশ ও দেশের মানুষকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।’ এ সময় সরকারকে পদত্যাগ করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সরকার এখন প্রলাপ গুনছে। প্রতিদিন সরকারি দলের নেতাদের বেসামাল বক্তব্যই তার প্রমাণ। কিন্তু তারপরেও তোষামোদকারীদের সংখ্যা কমছে। সরকার আতঙ্কে আছে, সকালে এক কথা, বিকেলে আরেক এবং রাতে আরেক কথা বলছে তারা। ২০১৪ ও ১৮ সালের মতো আরেকটা তামাশার নির্বাচনের দায়ভার এ দেশের জনগণ নেবে না। দম্ভ অহমিকা পরিহার করে সোজা পথে হাঁটেন, কীভাবে পদত্যাগ করবে, অন্তর্বর্তী সরকার কীভাবে হবে তা নিয়ে সিদ্ধান্ত নেন।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাদের শাহবাগে সমাবেশ করার কথা ছিল। কিন্তু গতকাল রমনা থানার পুলিশ কর্মকর্তা ফোন করে বললেন, ইন্টারকন্টিনেন্টালে বিদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মিটিং আছে। বিদেশিদের সঙ্গে মিটিং এখনো শেষ হলো না? বিদেশিদের সঙ্গে এত কী কথা? আগে প্রধানমন্ত্রী বিদেশ থেকে এসে সবাইকে প্রেস কনফারেন্স করে জানাতেন। কিন্তু এখন জবাব দেওয়ার মতো কিছু নাই, কথা বলবে কি?’
মান্না আরও বলেন, ‘সব জিনিসপত্রের দাম বেশি। কেন বেশি? জিনিসপত্রের জাহাজ এসে বসে আছে, ডলারের অভাবে খালাস করা যাচ্ছে না। আইএমএফ, বিশ্বব্যাংক থেকে টাকা নিয়ে বলছে এখন একটু নিশ্বাস নিতে পারছি। টাকার অভাবে দম আটকে গিয়েছিল সরকারের। টাকার অভাবে খাবার আনতে না পারলে এই সরকারের থাকার দরকার কী?’
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘দেশ এখন ক্রান্তিকালের শেষ প্রান্তে। এই দেশের সরকার ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া পরিবর্তন করতে পারবে না। পারবে এই দেশের মানুষ। গণতন্ত্র মঞ্চ জনগণকে এই পরিবর্তন করার সুযোগ করে দেবে।’
সভাপতির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘বাংলাদেশ একটি ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। এই অবস্থায় দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন এ দেশের মানুষ মেনে নেবে না। এই সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হিসেবে বিবেচিত হবে। আমরা শুধু সরকার বদল করতে আসিনি। জনগণকে শোষণের যে ব্যবস্থা এখানে বিদ্যমান তার সম্পূর্ণ পরিবর্তন চাই।’
দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কালবিলম্ব না করে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে অনতিবিলম্বে নির্বাচন রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি...
৭ ঘণ্টা আগেতিন মাস বয়সী অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষার প্রতি বোধ হয় ভ্রুক্ষেপ করা হচ্ছে না। তারা যেটা ভালো মনে করছে, সেটাই হয়তো চাপিয়ে দিতে চাইছে।’ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্ট
৯ ঘণ্টা আগে‘পুলিশ সংস্কার’ বিষয়ক বিএনপির গঠিত কমিটি থেকে প্রস্তাবনা দলটির চেয়ারপারসন অফিসে জমা দেওয়া হয়েছে। আজ শনিবার প্রস্তাবনা জমা দেওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবারই (১৪ নভেম্বর) জমা দেওয়া হয় এই প্রস্তাবনা। কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়
৯ ঘণ্টা আগেআওয়ামী লীগকে আফ্রিকান মাগুর মাছের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলত। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটিই পাচার করেছে আওয়ামী লীগ।’
১০ ঘণ্টা আগে